প্রযুক্তি ডেস্ক
ব্যবহারকারীদের অবস্থান শনাক্ত করা এবং সেসব তথ্য সংরক্ষণের (লোকেশন ট্র্যাকিং) দায়ে গুগলকে ৩৯ কোটি ১৫ লাখ ডলারের জরিমানা গুনতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এলেন রোজেনব্লাম গণমাধ্যমকে বলেছেন, এই জরিমানা আদায়ের মাধ্যমে ৪০টি অঙ্গরাজ্যের যৌথভাবে করা মামলার নিষ্পত্তি করা হয়েছে।
এলেন রোজেনব্লাম আরও বলেন, ব্যবহারকারীরা তাঁদের ফোনের সেটিংস থেকে লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখলেও গুগল তথ্য সংগ্রহ বন্ধ করেনি। মামলার নিষ্পত্তিতে গুগলকে ব্যবহারকারীদের সঙ্গে আরও স্বচ্ছ থাকতে বলা হয়েছে। ২০২৩ সালের শুরু থেকেই গুগলকে আরও স্বচ্ছ ট্র্যাকিং সিস্টেম প্রকাশের নির্দেশনাও রয়েছে এতে।
মামলায় রোজেনব্লামের সঙ্গে নেতৃত্বে ছিলেন নেব্রাস্কা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ডগ পিটারসন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তার গোপনীয়তা রক্ষার্থে অ্যাটর্নি জেনারেলদের একটি গ্রুপের নেতৃত্বে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় মামলার নিষ্পত্তি।
সংবাদ বিজ্ঞপ্তিতে রোজেনব্লাম বলেন, ‘গুগল অনেক বছর ধরেই ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। গুগলের ব্যবহারকারীরা প্রতারণার শিকার হয়েছেন। ব্যবহারকারীরা তাঁদের লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখলেও গুগল তাঁদের তথ্য গোপনে সংগ্রহ করত। সেই তথ্যগুলোকে পরবর্তীতে বিজ্ঞাপনদাতাদের সুবিধায় ব্যবহার করত।’
গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আমরা আমাদের অনেক নীতি পরিবর্তন করেছি এবং উন্নতি করেছি। সেই উন্নতির সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা এই তদন্তটি নিষ্পত্তি করেছি। আমাদের পুরোনো পণ্য নীতিগুলোর ওপর ভিত্তি করেই মূলত তদন্ত পরিচালিত হচ্ছিল।’
গুগল গত মাসেই অ্যারিজোনা অঙ্গরাজ্যের সঙ্গে একই ধরনের একটি মামলার নিষ্পত্তি করেছে। নিষ্পত্তিতে গুগলকে জরিমানা দিতে হয়েছে সাড়ে ৮ কোটি ডলার।
ব্যবহারকারীদের অবস্থান শনাক্ত করা এবং সেসব তথ্য সংরক্ষণের (লোকেশন ট্র্যাকিং) দায়ে গুগলকে ৩৯ কোটি ১৫ লাখ ডলারের জরিমানা গুনতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এলেন রোজেনব্লাম গণমাধ্যমকে বলেছেন, এই জরিমানা আদায়ের মাধ্যমে ৪০টি অঙ্গরাজ্যের যৌথভাবে করা মামলার নিষ্পত্তি করা হয়েছে।
এলেন রোজেনব্লাম আরও বলেন, ব্যবহারকারীরা তাঁদের ফোনের সেটিংস থেকে লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখলেও গুগল তথ্য সংগ্রহ বন্ধ করেনি। মামলার নিষ্পত্তিতে গুগলকে ব্যবহারকারীদের সঙ্গে আরও স্বচ্ছ থাকতে বলা হয়েছে। ২০২৩ সালের শুরু থেকেই গুগলকে আরও স্বচ্ছ ট্র্যাকিং সিস্টেম প্রকাশের নির্দেশনাও রয়েছে এতে।
মামলায় রোজেনব্লামের সঙ্গে নেতৃত্বে ছিলেন নেব্রাস্কা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ডগ পিটারসন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তার গোপনীয়তা রক্ষার্থে অ্যাটর্নি জেনারেলদের একটি গ্রুপের নেতৃত্বে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় মামলার নিষ্পত্তি।
সংবাদ বিজ্ঞপ্তিতে রোজেনব্লাম বলেন, ‘গুগল অনেক বছর ধরেই ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। গুগলের ব্যবহারকারীরা প্রতারণার শিকার হয়েছেন। ব্যবহারকারীরা তাঁদের লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখলেও গুগল তাঁদের তথ্য গোপনে সংগ্রহ করত। সেই তথ্যগুলোকে পরবর্তীতে বিজ্ঞাপনদাতাদের সুবিধায় ব্যবহার করত।’
গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আমরা আমাদের অনেক নীতি পরিবর্তন করেছি এবং উন্নতি করেছি। সেই উন্নতির সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা এই তদন্তটি নিষ্পত্তি করেছি। আমাদের পুরোনো পণ্য নীতিগুলোর ওপর ভিত্তি করেই মূলত তদন্ত পরিচালিত হচ্ছিল।’
গুগল গত মাসেই অ্যারিজোনা অঙ্গরাজ্যের সঙ্গে একই ধরনের একটি মামলার নিষ্পত্তি করেছে। নিষ্পত্তিতে গুগলকে জরিমানা দিতে হয়েছে সাড়ে ৮ কোটি ডলার।
গুগলের ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপে নতুন ‘স্ক্রিন টাইম রিমাইন্ডার’ ফিচার যুক্ত হচ্ছে। অপ্রয়োজনীয় কাজে কোনো অ্যাপে বেশি সময় না কাটাতে সাহায্য করার জন্য এই ফিচারটি ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীদের অ্যাপে বেশি সময় কাটানোর পর তাদের অ্যাপ থেকে ব্লক না করে বরং শুধু নোটিফিকেশন পাঠানো হবে।
১৫ ঘণ্টা আগেছবি, ভিডিওসহ বিভিন্ন ফাইল সংরক্ষণের জন্য এক্সটার্নাল হার্ডড্রাইভ ব্যবহার করা হয়। স্টোরেজ খালি করতে বা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার মতো বিভিন্ন কারণে এসব ডিভাইস ফরম্যাট দেওয়ার প্রয়োজনীয়তা দেখা যায়। নতুন আইওএস ১৮ ও আইপ্যাডওএস ১৮ আপডেটের মাধ্যমে এখন আইফোন ও আইপ্যাড থেকেই সরাসরি এক্সটার্নাল হার্ডড্রাইভ ফরম
১৬ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে করা মামলায় স্টার্টআপটির শীর্ষ বিনিয়োগকারী মাইক্রোসফটকে অন্তর্ভুক্ত করলেন ইলন মাস্ক। মামলায় যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগও তুললেন। উল্লেখ্য, এর আগে গত আগস্টে মামলাটি দায়ের করেছিলেন মাস্ক।
১৯ ঘণ্টা আগেদুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি।
২০ ঘণ্টা আগে