প্রযুক্তি ডেস্ক
গুগলের বার্ড ও ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে যে সকল ডেটাসেট দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এর মধ্যে রেডিটের ডেটাসেটও রয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের কাজে রেডিটের ডেটা ব্যবহার করতে হলে এআই প্রতিষ্ঠানগুলোকে গুনতে হবে অর্থ।
ফরচুন ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, রেডিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্ল্যাটফর্মটি তৃতীয় পক্ষের জন্য একটি নতুন প্রিমিয়াম অ্যাকসেস পয়েন্ট চালু করবে যাদের অতিরিক্ত ক্ষমতা, উচ্চ ব্যবহারের (ডেটার) সীমা এবং বৃহত্তর ব্যবহারের অধিকার প্রয়োজন।
রেডিট আরও জানায়, প্ল্যাটফর্মটির এপিআই এখনো যুক্তিসংগত এবং উপযুক্ত ব্যবহারের জন্য খোলা থাকবে। এপিআইটি ডেভেলপার প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। আগামী ১৯ জুন, ২০২৩ থেকে প্ল্যাটফর্মের নতুন এই শর্ত কার্যকর করা হবে।
নতুন এই সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে রেডিট। তবে প্ল্যাটফর্মটির সিইও স্টিভ হাফম্যান নিউ ইয়র্ক টাইমসকে বলেন, 'এর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দায়ী। এই ডেটা সত্যিই মূল্যবান। কিন্তু আমাদের এই মূল্যবান ডেটা বিশ্বের কিছু বড় কোম্পানিকে বিনামূল্যে দেওয়ার দরকার নেই।'
হাফম্যানের মতে, রেডিট মনে করে যে এর ডেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ঘন ঘন আপডেট করা হয়। সর্বোচ্চ ফলাফল পেতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলিং অ্যালগরিদমের জন্য এই নতুনত্ব এবং প্রাসঙ্গিকতা প্রয়োজন।
‘ইন্টারনেটে অন্য যেকোনো জায়গার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ রেডিটের ডেটা। এটি খাঁটি কথোপকথনের একটি জায়গা। সাইটে এমন অনেক জিনিস রয়েছে যা একজন শুধুমাত্র থেরাপিতে বলতে পারেন বা কখনোই বলতে পারেন না’, যোগ করেন হাফম্যান।
গুগলের বার্ড ও ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে যে সকল ডেটাসেট দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এর মধ্যে রেডিটের ডেটাসেটও রয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের কাজে রেডিটের ডেটা ব্যবহার করতে হলে এআই প্রতিষ্ঠানগুলোকে গুনতে হবে অর্থ।
ফরচুন ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, রেডিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্ল্যাটফর্মটি তৃতীয় পক্ষের জন্য একটি নতুন প্রিমিয়াম অ্যাকসেস পয়েন্ট চালু করবে যাদের অতিরিক্ত ক্ষমতা, উচ্চ ব্যবহারের (ডেটার) সীমা এবং বৃহত্তর ব্যবহারের অধিকার প্রয়োজন।
রেডিট আরও জানায়, প্ল্যাটফর্মটির এপিআই এখনো যুক্তিসংগত এবং উপযুক্ত ব্যবহারের জন্য খোলা থাকবে। এপিআইটি ডেভেলপার প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। আগামী ১৯ জুন, ২০২৩ থেকে প্ল্যাটফর্মের নতুন এই শর্ত কার্যকর করা হবে।
নতুন এই সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে রেডিট। তবে প্ল্যাটফর্মটির সিইও স্টিভ হাফম্যান নিউ ইয়র্ক টাইমসকে বলেন, 'এর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দায়ী। এই ডেটা সত্যিই মূল্যবান। কিন্তু আমাদের এই মূল্যবান ডেটা বিশ্বের কিছু বড় কোম্পানিকে বিনামূল্যে দেওয়ার দরকার নেই।'
হাফম্যানের মতে, রেডিট মনে করে যে এর ডেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ঘন ঘন আপডেট করা হয়। সর্বোচ্চ ফলাফল পেতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলিং অ্যালগরিদমের জন্য এই নতুনত্ব এবং প্রাসঙ্গিকতা প্রয়োজন।
‘ইন্টারনেটে অন্য যেকোনো জায়গার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ রেডিটের ডেটা। এটি খাঁটি কথোপকথনের একটি জায়গা। সাইটে এমন অনেক জিনিস রয়েছে যা একজন শুধুমাত্র থেরাপিতে বলতে পারেন বা কখনোই বলতে পারেন না’, যোগ করেন হাফম্যান।
ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ
৬ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। ফিচারটি মাধ্যমে নতুন ডিভাইস সেট আপ করার প্রক্রিয়া দ্রুত এবং আরও কার্যকরী হবে। এই ফিচারটির নাম ‘রিস্টোর ক্রেডেনশিয়ালস’, যা ডিভাইস পরিবর্তনের পর ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে অ্যাপগুলোতে লগ ইন করতে সাহায্য করবে। এজন্য ফিচারটি একটি ‘রিস্টোর
৮ ঘণ্টা আগেমেমোরি এবং ফাউন্ড্রি চিপ ইউনিটের জন্য নতুন প্রধানদের সরিয়ে দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি–এর মতো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানদারকারী সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চেষ্টা করছে কোম্পানিটি।
১১ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তথ্য যাচাই করার জন্য ‘জরুরিভিত্তিতে’ সহায়তার প্রয়োজন বলে সতর্ক করেছে ইউনেসকো। ফলোয়ারদের কাছে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য ইনফ্লুয়েন্সার ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন।
১৩ ঘণ্টা আগে