অনলাইন ডেস্ক
তিন বছর পর আইপ্যাড মিনির নতুন সংস্করণ নিয়ে এল অ্যাপল। নতুন আইপ্যাড মিনি ৭–তে রয়েছে এ১৭ প্রো চিপ ও অ্যাপল ইন্টিলিজেন্সের সমর্থন। সপ্তম প্রজন্মের ট্যাবলেটটি আইপ্যাড মিনি ৬–এর মতো ৮ দশমিক ৩ ইঞ্চির ডিজাইন বজায় রেখেছে। তবে এর পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে আরও উন্নত করা হয়েছে। সেইসঙ্গে ট্যাবটিতে নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে। একে ইউএসবি সি কেবলের মাধ্যমে চার্জ দেওয়া যাবে।
অ্যাপল বলছে, পূর্ববর্তী প্রজন্মের তুলনায় এ১৭ প্রো চিপের সিপিইউ–এর কার্যক্ষমতা ৩০ শতাংশ এবং জিপিইউ–এর কার্যক্ষমতা ২৫ শতাংশ উন্নত হয়েছে।
নতুন আইপ্যাড মিনিতে অ্যাপল পেনসিল প্রো ব্যবহার করা যাবে। এটি চাপ সংবেদনশীলতা, হ্যাপটিক ফিডব্যাক এবং গেসচার কন্ট্রোলের সুবিধা দেয়। এ ছাড়া ইউএসবি সি অ্যাপল পেনসিল ব্যবহার করা যাবে এতে। তবে আইপ্যাড মিনি ৭ এর সঙ্গে অ্যাপল পেনসিল ২ কাজ করবে না।
আইপ্যাড মিনি ৭–তে ১৯ দশমিক ২ ওয়াটের লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়েব ব্রাউজিং বা ভিডিও দেখলে এটি একবার ১০ ঘণ্টা চলবে বলে দাবি করছে অ্যাপল। আর সেলুলার ডেটা ব্যবহার করলে এটি একবার চার্জে ৯ ঘণ্টা চলবে।
আইপ্যাডটি ওয়াই–ফাই ৬ই সমর্থন পাবে। এই আইপ্যাডে কোনো মাইক্রো সিম স্লট নেই। আইপ্যাডটি ইসিম সমর্থন পাবে। স্মার্ট এইচডিআর ৪ ফিচারসহ উন্নত ১২ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা রয়েছে। আর ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে।
আইপ্যাডে লিকুইড রেটিনা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ট্যাবলেটির পেছনে এখন ‘আইপ্যাড মিনি’ লেখা থাকবে।
অ্যাপল ইন্টেলিজেন্সে উন্নত লেখার টুল, ছবি তৈরির ক্ষমতাসহ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অনেক নতুন ফিচার পাওয়া যাবে। এই সিস্টেম পারফরম্যান্স এবং গোপনীয়তা রক্ষার জন্য ডিভাইস ভিত্তিক প্রসেসিং এবং ক্লাউডভিত্তিক মডেল ব্যবহার করে। আইপ্যাড ওএস ১৮ দশমিক ১ আপডেটের মাধ্যমে প্রথম ধাপের অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারগুলো অক্টোবর মাসেই পাওয়া যাবে।
দাম ও রং
আইপ্যাড মিনি ব্লু (হালকা নীল), পার্পেল (হালকা বেগুনি), স্টারলাইট (হালকা ক্রিম), স্টারলাইট গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে। এখানে ব্লু ও পার্পেল নতুন রঙ হিসেবে যুক্ত হয়েছে।
আইপ্যাড স্টোরেজের ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। এখন আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজে সংস্করণ নেই। এখন নতুন আইপ্যাড মিনি ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজে পাওয়া যায়।
নতুন আইপ্যাড মিনির ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ওয়াইফাই সংস্করণের দাম ৪৯৯ ডলার (প্রায় ৫৯ হাজার ৭১৩ টাকা) এবং একই ইন্টারনাল স্টোরেজ সহ ওয়াইফাই + সেলুলার মডেলের দাম শুরু ৬৪৯ ডলার (প্রায় ৭৭ হাজার ৬৬৩ টাকা)।
আইপ্যাড মিনি ৭ এর প্রিঅর্ডার নেওয়া শুরু করেছে অ্যাপল। আগামী ২৩ থেকে মডেলটির ডেলিভারি শুরু হবে এবং বাজারে পাওয়া যাবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
তিন বছর পর আইপ্যাড মিনির নতুন সংস্করণ নিয়ে এল অ্যাপল। নতুন আইপ্যাড মিনি ৭–তে রয়েছে এ১৭ প্রো চিপ ও অ্যাপল ইন্টিলিজেন্সের সমর্থন। সপ্তম প্রজন্মের ট্যাবলেটটি আইপ্যাড মিনি ৬–এর মতো ৮ দশমিক ৩ ইঞ্চির ডিজাইন বজায় রেখেছে। তবে এর পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে আরও উন্নত করা হয়েছে। সেইসঙ্গে ট্যাবটিতে নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে। একে ইউএসবি সি কেবলের মাধ্যমে চার্জ দেওয়া যাবে।
অ্যাপল বলছে, পূর্ববর্তী প্রজন্মের তুলনায় এ১৭ প্রো চিপের সিপিইউ–এর কার্যক্ষমতা ৩০ শতাংশ এবং জিপিইউ–এর কার্যক্ষমতা ২৫ শতাংশ উন্নত হয়েছে।
নতুন আইপ্যাড মিনিতে অ্যাপল পেনসিল প্রো ব্যবহার করা যাবে। এটি চাপ সংবেদনশীলতা, হ্যাপটিক ফিডব্যাক এবং গেসচার কন্ট্রোলের সুবিধা দেয়। এ ছাড়া ইউএসবি সি অ্যাপল পেনসিল ব্যবহার করা যাবে এতে। তবে আইপ্যাড মিনি ৭ এর সঙ্গে অ্যাপল পেনসিল ২ কাজ করবে না।
আইপ্যাড মিনি ৭–তে ১৯ দশমিক ২ ওয়াটের লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়েব ব্রাউজিং বা ভিডিও দেখলে এটি একবার ১০ ঘণ্টা চলবে বলে দাবি করছে অ্যাপল। আর সেলুলার ডেটা ব্যবহার করলে এটি একবার চার্জে ৯ ঘণ্টা চলবে।
আইপ্যাডটি ওয়াই–ফাই ৬ই সমর্থন পাবে। এই আইপ্যাডে কোনো মাইক্রো সিম স্লট নেই। আইপ্যাডটি ইসিম সমর্থন পাবে। স্মার্ট এইচডিআর ৪ ফিচারসহ উন্নত ১২ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা রয়েছে। আর ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে।
আইপ্যাডে লিকুইড রেটিনা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ট্যাবলেটির পেছনে এখন ‘আইপ্যাড মিনি’ লেখা থাকবে।
অ্যাপল ইন্টেলিজেন্সে উন্নত লেখার টুল, ছবি তৈরির ক্ষমতাসহ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অনেক নতুন ফিচার পাওয়া যাবে। এই সিস্টেম পারফরম্যান্স এবং গোপনীয়তা রক্ষার জন্য ডিভাইস ভিত্তিক প্রসেসিং এবং ক্লাউডভিত্তিক মডেল ব্যবহার করে। আইপ্যাড ওএস ১৮ দশমিক ১ আপডেটের মাধ্যমে প্রথম ধাপের অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারগুলো অক্টোবর মাসেই পাওয়া যাবে।
দাম ও রং
আইপ্যাড মিনি ব্লু (হালকা নীল), পার্পেল (হালকা বেগুনি), স্টারলাইট (হালকা ক্রিম), স্টারলাইট গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে। এখানে ব্লু ও পার্পেল নতুন রঙ হিসেবে যুক্ত হয়েছে।
আইপ্যাড স্টোরেজের ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। এখন আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজে সংস্করণ নেই। এখন নতুন আইপ্যাড মিনি ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজে পাওয়া যায়।
নতুন আইপ্যাড মিনির ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ওয়াইফাই সংস্করণের দাম ৪৯৯ ডলার (প্রায় ৫৯ হাজার ৭১৩ টাকা) এবং একই ইন্টারনাল স্টোরেজ সহ ওয়াইফাই + সেলুলার মডেলের দাম শুরু ৬৪৯ ডলার (প্রায় ৭৭ হাজার ৬৬৩ টাকা)।
আইপ্যাড মিনি ৭ এর প্রিঅর্ডার নেওয়া শুরু করেছে অ্যাপল। আগামী ২৩ থেকে মডেলটির ডেলিভারি শুরু হবে এবং বাজারে পাওয়া যাবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২১ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে