অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ব্লুটুথ সংযোগ দেবে হাবল নেটওয়ার্ক। এটি কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্বের যে কোনো জায়গা থেকে লক্ষাধিক ডিভাইসকে সংযুক্ত করার নতুন একটি উপায় উন্মোচন করল কোম্পানিটি।
স্পেসএক্সের ট্রান্সপোর্টার-১০ রাইড-শেয়ার মিশনের মাধ্যমে গত মার্চে পৃথিবীর কক্ষপথে দুটি স্যাটেলাইট চালু করে সিয়াটল-ভিত্তিক স্টার্টআপটি। সেই সময় থেকেই ৬০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব থাকা ৩.৫ এমএম ব্লুটুথ চিপ থেকে সংকেত সংগ্রহ করছে স্যাটেলাইটটি।
স্টার্টআপটি বলেছে, এই প্রযুক্তি বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। লজিস্টিক, গবাদিপশু ট্র্যাকিং, পোষা প্রাণীদের জন্য স্মার্ট কলার, বাচ্চাদের জন্য জিপিএস ঘড়ি, গাড়ি শনাক্ত, নির্মাণ সাইট ও মাটির তাপমাত্রা পর্যবেক্ষণে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। কিছু শিল্পের জন্য নেটওয়ার্কের আওতায় থাকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন: তেল ও গ্যাস শিল্পের ক্ষেত্রে সম্পদগুলোর দূরবর্তী পর্যবেক্ষণ জরুরি। এ ছাড়া কৃষিকাজের জন্য মাটি পর্যবেক্ষণ ও বৃদ্ধ মানুষের ওপর নজর রাখতেও এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।
প্রযুক্তিটি চালু হলে গ্রাহকদের ফোনে শুধু একটি চিপ যুক্ত করতে হবে। এই চিপ হাবল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে।
লাইফ ৩৬০-এর সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্স হারো, আইওটেরা কোম্পানির প্রতিষ্ঠাতা বেন ওয়াইল্ড ও মহাকাশ প্রকৌশলী জন কিম ২০২১ সালে হাবল কোম্পানি প্রতিষ্ঠিত করেন। হারো বলেন, ওয়াইল্ড প্রথমবার একটি ব্লুটুথ চিপকে একটি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত করার ধারণাটি উপস্থাপন করেছিলেন। প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি এবং পাগলের প্রলাপ মনে করেছিলেন। কারণ মাত্র কয়েক ফুট দূরের ব্লুটুথ ডিভাইসের সঙ্গে সংযোগই এখনও পর্যন্ত নির্বিঘ্ন নয়।
তবে এই ধরনের প্রযুক্তির ব্যাপক চাহিদা রয়েছে। আইওটি (স্মার্ট টিভি, ফ্রিজ) ডিভাইসগুলোর সংযোগের জন্য এই প্রযুক্তি প্রয়োজন। এসব ডিভাইসের জন্য অনেক বিদ্যুৎ প্রয়োজন ও এগুলো পরিচালনা করতে অনেক খরচও হয়। বিদ্যমান ব্লুটুথ প্রযুক্তি এসব ডিভাইসকে সংযুক্ত রাখার ক্ষেত্রে খুবই দুর্বল। ফলে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো আইওটি ডিভাইসে বিনিয়োগ করতে চায় না।
২০২২ সালে কোম্পানিটি ওয়াই কম্বিনেটরের সঙ্গে অংশীদারত্ব করে। এর ফলে প্রকল্পগুলোর জন্য ২ হাজার কোটি ডলার বিনিয়োগ পায় হাবল। প্রথমেই একটি সফটওয়্যার তৈরি করে যা কম বিদ্যুৎ খরচে অনেক দূর থেকে ডিভাইসগুলোর সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে বিদ্যমান ব্লুটুথ চিপগুলোকে সাহায্য করবে।
অপরদিকে কোম্পানিটি একটি নতুন ধরনের পর্যায়ক্রমিক অ্যারে অ্যানটেনা পেটেন্ট করে, যা ছোট ছোট স্যাটেলাইটের সঙ্গে কাজ করে। এসব অ্যানটেনা ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাচ হিসেবে ব্যবহৃত হয়। ব্লুটুথ চিপগুলোকে হাবল স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত করতে এসব অ্যানটেনা সাহায্য করবে। রেডিও তরঙ্গের মাধ্যমে যুক্ত দ্রুত-চলমান ডেটা আদান-প্রদানকারী ডিভাইসের মধ্যে ফ্রিকোয়েন্সির অমিল ঘটে, তাই কোম্পানিটিকে ডপলার-সম্পর্কিত সমস্যাগুলোও সমাধান করতে হয়।
স্পেসএক্সের ট্রান্সপোর্টার–১১ মিশনের মাধ্যমে এই গ্রীষ্মে কোম্পানিটি তাদের তৃতীয় স্যাটেলাইট স্থাপন করবে। আর ট্রান্সপোর্টার–১৩ মিশনের মাধ্যমে চতুর্থ স্যাটেলাইট স্থাপন করবে হাবল। চারটি স্যাটেলাইট মিলে ‘বেটা কন্সটেলেশন’ তৈরি হবে।
হারো বলেন, বেটা প্রোগ্রামের (পরীক্ষা মূলক পর্যায়ের) গ্রাহকেরা ইতিমধ্যেই ফিচারটি ব্যবহার করতে পারছেন। ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে বা ২০২৬ সালের প্রথম দিকে সর্বমোট ৩২টি স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে এই কোম্পানির। তবে স্যাটেলাইটগুলো কক্ষপথের পাঠানোর জন্য কোন কোম্পানির মহাকাশযান ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয়।
হাবলের মোট ৩৬টি স্যাটেলাইট কোম্পানিটি প্রথম ধাপের নেটওয়ার্ক তৈরিতে সাহায্য করবে। প্রাথমিক পর্যায়ে পৃথিবীর যে কোন স্থান থেকে প্রতিদিন ২–৩ ঘণ্টা ব্লুটুথ সংযুক্ত দিতে পারবে হাবল স্যাটেলাইটগুলো।
প্রথমবারের মতো সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ব্লুটুথ সংযোগ দেবে হাবল নেটওয়ার্ক। এটি কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্বের যে কোনো জায়গা থেকে লক্ষাধিক ডিভাইসকে সংযুক্ত করার নতুন একটি উপায় উন্মোচন করল কোম্পানিটি।
স্পেসএক্সের ট্রান্সপোর্টার-১০ রাইড-শেয়ার মিশনের মাধ্যমে গত মার্চে পৃথিবীর কক্ষপথে দুটি স্যাটেলাইট চালু করে সিয়াটল-ভিত্তিক স্টার্টআপটি। সেই সময় থেকেই ৬০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব থাকা ৩.৫ এমএম ব্লুটুথ চিপ থেকে সংকেত সংগ্রহ করছে স্যাটেলাইটটি।
স্টার্টআপটি বলেছে, এই প্রযুক্তি বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। লজিস্টিক, গবাদিপশু ট্র্যাকিং, পোষা প্রাণীদের জন্য স্মার্ট কলার, বাচ্চাদের জন্য জিপিএস ঘড়ি, গাড়ি শনাক্ত, নির্মাণ সাইট ও মাটির তাপমাত্রা পর্যবেক্ষণে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। কিছু শিল্পের জন্য নেটওয়ার্কের আওতায় থাকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন: তেল ও গ্যাস শিল্পের ক্ষেত্রে সম্পদগুলোর দূরবর্তী পর্যবেক্ষণ জরুরি। এ ছাড়া কৃষিকাজের জন্য মাটি পর্যবেক্ষণ ও বৃদ্ধ মানুষের ওপর নজর রাখতেও এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।
প্রযুক্তিটি চালু হলে গ্রাহকদের ফোনে শুধু একটি চিপ যুক্ত করতে হবে। এই চিপ হাবল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে।
লাইফ ৩৬০-এর সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্স হারো, আইওটেরা কোম্পানির প্রতিষ্ঠাতা বেন ওয়াইল্ড ও মহাকাশ প্রকৌশলী জন কিম ২০২১ সালে হাবল কোম্পানি প্রতিষ্ঠিত করেন। হারো বলেন, ওয়াইল্ড প্রথমবার একটি ব্লুটুথ চিপকে একটি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত করার ধারণাটি উপস্থাপন করেছিলেন। প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি এবং পাগলের প্রলাপ মনে করেছিলেন। কারণ মাত্র কয়েক ফুট দূরের ব্লুটুথ ডিভাইসের সঙ্গে সংযোগই এখনও পর্যন্ত নির্বিঘ্ন নয়।
তবে এই ধরনের প্রযুক্তির ব্যাপক চাহিদা রয়েছে। আইওটি (স্মার্ট টিভি, ফ্রিজ) ডিভাইসগুলোর সংযোগের জন্য এই প্রযুক্তি প্রয়োজন। এসব ডিভাইসের জন্য অনেক বিদ্যুৎ প্রয়োজন ও এগুলো পরিচালনা করতে অনেক খরচও হয়। বিদ্যমান ব্লুটুথ প্রযুক্তি এসব ডিভাইসকে সংযুক্ত রাখার ক্ষেত্রে খুবই দুর্বল। ফলে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো আইওটি ডিভাইসে বিনিয়োগ করতে চায় না।
২০২২ সালে কোম্পানিটি ওয়াই কম্বিনেটরের সঙ্গে অংশীদারত্ব করে। এর ফলে প্রকল্পগুলোর জন্য ২ হাজার কোটি ডলার বিনিয়োগ পায় হাবল। প্রথমেই একটি সফটওয়্যার তৈরি করে যা কম বিদ্যুৎ খরচে অনেক দূর থেকে ডিভাইসগুলোর সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে বিদ্যমান ব্লুটুথ চিপগুলোকে সাহায্য করবে।
অপরদিকে কোম্পানিটি একটি নতুন ধরনের পর্যায়ক্রমিক অ্যারে অ্যানটেনা পেটেন্ট করে, যা ছোট ছোট স্যাটেলাইটের সঙ্গে কাজ করে। এসব অ্যানটেনা ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাচ হিসেবে ব্যবহৃত হয়। ব্লুটুথ চিপগুলোকে হাবল স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত করতে এসব অ্যানটেনা সাহায্য করবে। রেডিও তরঙ্গের মাধ্যমে যুক্ত দ্রুত-চলমান ডেটা আদান-প্রদানকারী ডিভাইসের মধ্যে ফ্রিকোয়েন্সির অমিল ঘটে, তাই কোম্পানিটিকে ডপলার-সম্পর্কিত সমস্যাগুলোও সমাধান করতে হয়।
স্পেসএক্সের ট্রান্সপোর্টার–১১ মিশনের মাধ্যমে এই গ্রীষ্মে কোম্পানিটি তাদের তৃতীয় স্যাটেলাইট স্থাপন করবে। আর ট্রান্সপোর্টার–১৩ মিশনের মাধ্যমে চতুর্থ স্যাটেলাইট স্থাপন করবে হাবল। চারটি স্যাটেলাইট মিলে ‘বেটা কন্সটেলেশন’ তৈরি হবে।
হারো বলেন, বেটা প্রোগ্রামের (পরীক্ষা মূলক পর্যায়ের) গ্রাহকেরা ইতিমধ্যেই ফিচারটি ব্যবহার করতে পারছেন। ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে বা ২০২৬ সালের প্রথম দিকে সর্বমোট ৩২টি স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে এই কোম্পানির। তবে স্যাটেলাইটগুলো কক্ষপথের পাঠানোর জন্য কোন কোম্পানির মহাকাশযান ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয়।
হাবলের মোট ৩৬টি স্যাটেলাইট কোম্পানিটি প্রথম ধাপের নেটওয়ার্ক তৈরিতে সাহায্য করবে। প্রাথমিক পর্যায়ে পৃথিবীর যে কোন স্থান থেকে প্রতিদিন ২–৩ ঘণ্টা ব্লুটুথ সংযুক্ত দিতে পারবে হাবল স্যাটেলাইটগুলো।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২৯ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে