প্রযুক্তি ডেস্ক
মাইক্রোসফটের নিজস্ব বিং চ্যাটবটে আসছে একাধিক নতুন সুবিধা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মাইক্রোসফট চ্যাটে ছবি দেখার সুবিধা। চ্যাটবটের জনপ্রিয়তা বাড়াতে চ্যাটবটের ভিজ্যুয়ালে গুরুত্ব দিচ্ছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিডিনেটের প্রতিবেদন অনুযায়ী, উদাহরণস্বরূপ বিং চ্যাটে কেউ কোনো প্রাণীর নাম জিজ্ঞেস করলে সেই প্রাণী সম্পর্কিত বিভিন্ন তথ্যের সঙ্গে একটি ছবিও যুক্ত করে দেবে বিং চ্যাটবট। শুধু ছবি দেওয়াতেই সীমাবদ্ধ নয় বিষয়টি, ছবিতে ক্লিক করলে প্রাণীটি সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ থাকবে। ছবি ছাড়াও টেবিল আকারে বিভিন্ন তথ্য দেখাবে বিং চ্যাটবট।
এদিকে, বিংয়ের এআইযুক্ত সংস্করণ সবার জন্য উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ফলে আর অপেক্ষমাণ তালিকায় থাকতে হবে না ব্যবহারকারীকে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, ‘আমরা (বিং) গতিতে আরও ভালো হয়ে উঠছি, আমরা আরও নির্ভুল হয়ে উঠছি … তবে আমরা জিনিসগুলোকে আরও ভালো এবং আরও ভালো করার অন্তহীন অনুসন্ধানে আছি।’
গত ফেব্রুয়ারিতে নিজস্ব সার্চ ইঞ্জিন বিংয়ের চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। তবে যে কেউ চাইলেই তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারতেন না সার্চ ইঞ্জিনটির এই নতুন সংস্করণ। এটি ব্যবহার করতে হলে আগে মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করে অপেক্ষমাণ তালিকায় নাম লেখাতে হতো ব্যবহারকারীদের। পরবর্তীকালে মাইক্রোসফট থেকে অনুমোদন মিললেই বিংয়ের এআই ব্যবহারের সুযোগ পেতেন ব্যবহারকারীরা।
মাইক্রোসফটের নিজস্ব বিং চ্যাটবটে আসছে একাধিক নতুন সুবিধা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মাইক্রোসফট চ্যাটে ছবি দেখার সুবিধা। চ্যাটবটের জনপ্রিয়তা বাড়াতে চ্যাটবটের ভিজ্যুয়ালে গুরুত্ব দিচ্ছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিডিনেটের প্রতিবেদন অনুযায়ী, উদাহরণস্বরূপ বিং চ্যাটে কেউ কোনো প্রাণীর নাম জিজ্ঞেস করলে সেই প্রাণী সম্পর্কিত বিভিন্ন তথ্যের সঙ্গে একটি ছবিও যুক্ত করে দেবে বিং চ্যাটবট। শুধু ছবি দেওয়াতেই সীমাবদ্ধ নয় বিষয়টি, ছবিতে ক্লিক করলে প্রাণীটি সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ থাকবে। ছবি ছাড়াও টেবিল আকারে বিভিন্ন তথ্য দেখাবে বিং চ্যাটবট।
এদিকে, বিংয়ের এআইযুক্ত সংস্করণ সবার জন্য উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ফলে আর অপেক্ষমাণ তালিকায় থাকতে হবে না ব্যবহারকারীকে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, ‘আমরা (বিং) গতিতে আরও ভালো হয়ে উঠছি, আমরা আরও নির্ভুল হয়ে উঠছি … তবে আমরা জিনিসগুলোকে আরও ভালো এবং আরও ভালো করার অন্তহীন অনুসন্ধানে আছি।’
গত ফেব্রুয়ারিতে নিজস্ব সার্চ ইঞ্জিন বিংয়ের চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। তবে যে কেউ চাইলেই তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারতেন না সার্চ ইঞ্জিনটির এই নতুন সংস্করণ। এটি ব্যবহার করতে হলে আগে মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করে অপেক্ষমাণ তালিকায় নাম লেখাতে হতো ব্যবহারকারীদের। পরবর্তীকালে মাইক্রোসফট থেকে অনুমোদন মিললেই বিংয়ের এআই ব্যবহারের সুযোগ পেতেন ব্যবহারকারীরা।
ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ
৪০ মিনিট আগেঅ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। ফিচারটি মাধ্যমে নতুন ডিভাইস সেট আপ করার প্রক্রিয়া দ্রুত এবং আরও কার্যকরী হবে। এই ফিচারটির নাম ‘রিস্টোর ক্রেডেনশিয়ালস’, যা ডিভাইস পরিবর্তনের পর ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে অ্যাপগুলোতে লগ ইন করতে সাহায্য করবে। এজন্য ফিচারটি একটি ‘রিস্টোর
৩ ঘণ্টা আগেমেমোরি এবং ফাউন্ড্রি চিপ ইউনিটের জন্য নতুন প্রধানদের সরিয়ে দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি–এর মতো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানদারকারী সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চেষ্টা করছে কোম্পানিটি।
৬ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তথ্য যাচাই করার জন্য ‘জরুরিভিত্তিতে’ সহায়তার প্রয়োজন বলে সতর্ক করেছে ইউনেসকো। ফলোয়ারদের কাছে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য ইনফ্লুয়েন্সার ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন।
৮ ঘণ্টা আগে