অনলাইন ডেস্ক
পুরোনো আইফোন ও আইপ্যাডের মডেলের জন্য অ্যাপ আপডেট বন্ধ করার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। যেসব আইফোন ও আইফোনের মডেল আইওএস ১৬ সংস্করণে আটকে রয়েছে, সেগুলোর নেটফ্লিক্স অ্যাপে আর আপডেট দেওয়া হবে না। তবে এসব ডিভাইসে কনটেন্ট স্ট্রিমিং চালিয়ে যাবে বলে নিশ্চিত করছে কোম্পানিটি। নিয়মিত আপডেট না পেলে অ্যাপটিতে নিরাপত্তাজনিত ত্রুটি দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে নেটফ্লিক্সের মুখপাত্র মোমো ঝো বলেন, ‘অত্যন্ত জরুরি না হলে এই সংস্করণের জন্য নতুন আপডেট আর দেওয়া হবে না।’
এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদমাধ্যম নাইনটুফাইভ ম্যাক বলেছে, কিছু আইওএস ১৬ ডিভাইসে ইতিমধ্যে একটি সতর্কতা দেখাচ্ছে নেটফ্লিক্স। সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘আমরা নেটফ্লিক্স আপডেট করেছি! সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে আইওএস ১৭ বা তার পরের সংস্করণ ইনস্টল করুন।’
এই পরিবর্তন শুধুমাত্র এমন ডিভাইসগুলোতে প্রভাব ফেলবে, যেগুলোতে আইওএস ১৭ আপডেট করা সম্ভব নয়। সেসব আইওএস ডিভাইস হলো—
• আইফোন এক্স
• আইফোন ৮
• আইফোন ৮ প্লাস
• আইপ্যাড প্রো (প্রথম প্রজন্ম)
• আইপ্যাড ৫ (২০১৭)
ফলে নেটফ্লিক্স ভবিষ্যতে এসব ডিভাইসে ভাইরাস এবং অন্যান্য নিরাপত্তাজনিত সমস্যার জন্য আপডেটের নিশ্চয়তা দিচ্ছে না। তবে গুরুতর ত্রুটির ক্ষেত্রে আপডেট দিতে পারে।
তাই নেটফ্লিক্সের আপডেট পেতে ও অ্যাপটি নিরাপদভাবে ব্যবহার করার জন্য আপনার ডিভাইসে আইওএস ১৭ আপডেট দিতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফোনের সেটিংস থেকে জেনারেল সফটওয়্যার আপডেট অপশনে ট্যাপ করুন।
২. আপনার ফোনে নতুন সংস্করণ আপডেট করা গেলে সেই আপডেট এখানে দেখা যাবে।
৩. একাধিক আপডেট দেখা গেলে সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করুন ও ইনস্টল করুন।
তবে আইওএস ১৬–এ আটকে থাকা নেটফ্লিক্স ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে এবং কনটেন্ট স্ট্রিম করতে পারবেন। এ ছাড়া অ্যাপ আর কাজ না করলে একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করেও স্ট্রিমিং করা সম্ভব।
অ্যাপল আগামী ১৬ সেপ্টেম্বর আইওএস ১৮ আইওএস ডিভাইসের জন্য চালু করবে।
পুরোনো আইফোন ও আইপ্যাডের মডেলের জন্য অ্যাপ আপডেট বন্ধ করার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। যেসব আইফোন ও আইফোনের মডেল আইওএস ১৬ সংস্করণে আটকে রয়েছে, সেগুলোর নেটফ্লিক্স অ্যাপে আর আপডেট দেওয়া হবে না। তবে এসব ডিভাইসে কনটেন্ট স্ট্রিমিং চালিয়ে যাবে বলে নিশ্চিত করছে কোম্পানিটি। নিয়মিত আপডেট না পেলে অ্যাপটিতে নিরাপত্তাজনিত ত্রুটি দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে নেটফ্লিক্সের মুখপাত্র মোমো ঝো বলেন, ‘অত্যন্ত জরুরি না হলে এই সংস্করণের জন্য নতুন আপডেট আর দেওয়া হবে না।’
এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদমাধ্যম নাইনটুফাইভ ম্যাক বলেছে, কিছু আইওএস ১৬ ডিভাইসে ইতিমধ্যে একটি সতর্কতা দেখাচ্ছে নেটফ্লিক্স। সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘আমরা নেটফ্লিক্স আপডেট করেছি! সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে আইওএস ১৭ বা তার পরের সংস্করণ ইনস্টল করুন।’
এই পরিবর্তন শুধুমাত্র এমন ডিভাইসগুলোতে প্রভাব ফেলবে, যেগুলোতে আইওএস ১৭ আপডেট করা সম্ভব নয়। সেসব আইওএস ডিভাইস হলো—
• আইফোন এক্স
• আইফোন ৮
• আইফোন ৮ প্লাস
• আইপ্যাড প্রো (প্রথম প্রজন্ম)
• আইপ্যাড ৫ (২০১৭)
ফলে নেটফ্লিক্স ভবিষ্যতে এসব ডিভাইসে ভাইরাস এবং অন্যান্য নিরাপত্তাজনিত সমস্যার জন্য আপডেটের নিশ্চয়তা দিচ্ছে না। তবে গুরুতর ত্রুটির ক্ষেত্রে আপডেট দিতে পারে।
তাই নেটফ্লিক্সের আপডেট পেতে ও অ্যাপটি নিরাপদভাবে ব্যবহার করার জন্য আপনার ডিভাইসে আইওএস ১৭ আপডেট দিতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফোনের সেটিংস থেকে জেনারেল সফটওয়্যার আপডেট অপশনে ট্যাপ করুন।
২. আপনার ফোনে নতুন সংস্করণ আপডেট করা গেলে সেই আপডেট এখানে দেখা যাবে।
৩. একাধিক আপডেট দেখা গেলে সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করুন ও ইনস্টল করুন।
তবে আইওএস ১৬–এ আটকে থাকা নেটফ্লিক্স ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে এবং কনটেন্ট স্ট্রিম করতে পারবেন। এ ছাড়া অ্যাপ আর কাজ না করলে একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করেও স্ট্রিমিং করা সম্ভব।
অ্যাপল আগামী ১৬ সেপ্টেম্বর আইওএস ১৮ আইওএস ডিভাইসের জন্য চালু করবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
১৫ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে