নওরোজ চৌধুরী
বাইক চালাতে চালাতে কল ধরা যে কত কষ্টকর তা বাইকারমাত্রই জানেন; কিংবা দীর্ঘ পথে বাইক চালিয়ে যাওয়ার সময় গান শোনার ইচ্ছা হলেও তা ছিল বেশ দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বময় ঘটছে নানা ধরনের প্রযুক্তির উন্নতি। সেই উন্নতির হাত ধরেই বাইকারদের ইচ্ছাপূরণের সময় এসেছে। তাঁদের সুবিধার্থেই তৈরি হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি হেলমেট; যা ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে। নিত্যনতুন প্রযুক্তির সংযোগ ঘটিয়ে চলেছে বিভিন্ন হেলমেট প্রতিষ্ঠান।
আর সেই প্রতিযোগিতাতেই নাম লেখাল এক নয়া হেলমেট; যার ভেতরে রয়েছে ওয়্যারলেস সিস্টেম, আইএসআই এবং ডিওটি সার্টিফায়েড হেলমেট। জানিয়েছে প্রস্তুতকারী সংস্থা আর্থার। সম্প্রতি আর্থারের নির্মিত স্মার্ট হ্যালো হেলমেটটির দুই ধরনের ডিজাইন ভারতের বাজারে লঞ্চ হয়েছে। একটি হাফ ফেস, আরেকটি ফুল ফেস হেলমেট। সম্প্রতি একটি স্কুটির সঙ্গে এই স্মার্ট হ্যালো হেলমেট লঞ্চ করেছে আর্থার সংস্থা। মজবুত উপাদান দিয়ে তৈরি হয়েছে এই স্মার্ট হ্যালো হেলমেট; যা স্ক্র্যাচ ফি। কোথাও ঘর্ষণ লাগলে দাগ পড়বে না এই হেলমেটের গায়ে।
লঞ্চ হওয়া স্মার্ট হ্যালো হেলমেটের যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হলো ব্লুটুথ কানেকটিভিটি। ফলে ফোনের সঙ্গে হেলমেট কানেক্ট করে সহজে ফোন কল ধরা যাবে। অটোমেটিক স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করার জন্য রয়েছে একাধিক সেন্সর। রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা; যা একবার চার্জ দিলে চলবে পুরো সপ্তাহ। তবে ব্যাটারি ব্যাকআপ বা চার্জিং সময় কতক্ষণ লাগবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রস্তুতকারী সংস্থাটি।
হ্যালো হেলমেটে রয়েছে দুটি স্পিকার; যা এয়ার ভেন্ট এবং হারমোন কারডোন দ্বারা নির্মিত। এতে যুক্ত করা হয়েছে দুটি মাইক্রোফোন—যে স্পিকার ও মাইক্রোফোনের মাধ্যমে ফোনে কথা বলা যাবে। পাশাপাশি গানও শোনা যাবে। তবে আশঙ্কা থেকে যায়, স্পিকার থাকার ফলে বাইক আরোহী অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ির হর্ন বা আশপাশের আওয়াজ শুনতে পাবেন তো? এমন প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অবশ্যই শোনা যাবে।
শুধু তা-ই নয়, স্মার্ট হেলমেটে থাকা অত্যাধুনিক একটি ফিচার হলো চিটচ্যাট। যে ফিচারের কাজ হলো বাইক আরোহী ও পিলিওনের বার্তালাপের সংযোগ ঘটানো। অনেক সময় বাইক চলাকালে পিলিওন রাইডারদের কথা শুনতে পান না। তবে পিলিওন ও রাইডার—উভয়ের মাথায় যদি এই হেলমেট থাকে, তাহলে তাঁরা স্পিকার ও মাইক্রোফোন থাকায় নির্বিঘ্নে একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন। পাশাপাশি দুজন একই মিউজিক শুনতে পারবেন।
হাফ ফেস হেলমেটটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার এবং ফুল ফেস প্রায় ১৫ হাজার টাকা। কোম্পানির ওয়েবসাইট এবং শোরুম থেকে অর্ডার করা যাবে।
সূত্র: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
বাইক চালাতে চালাতে কল ধরা যে কত কষ্টকর তা বাইকারমাত্রই জানেন; কিংবা দীর্ঘ পথে বাইক চালিয়ে যাওয়ার সময় গান শোনার ইচ্ছা হলেও তা ছিল বেশ দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বময় ঘটছে নানা ধরনের প্রযুক্তির উন্নতি। সেই উন্নতির হাত ধরেই বাইকারদের ইচ্ছাপূরণের সময় এসেছে। তাঁদের সুবিধার্থেই তৈরি হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি হেলমেট; যা ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে। নিত্যনতুন প্রযুক্তির সংযোগ ঘটিয়ে চলেছে বিভিন্ন হেলমেট প্রতিষ্ঠান।
আর সেই প্রতিযোগিতাতেই নাম লেখাল এক নয়া হেলমেট; যার ভেতরে রয়েছে ওয়্যারলেস সিস্টেম, আইএসআই এবং ডিওটি সার্টিফায়েড হেলমেট। জানিয়েছে প্রস্তুতকারী সংস্থা আর্থার। সম্প্রতি আর্থারের নির্মিত স্মার্ট হ্যালো হেলমেটটির দুই ধরনের ডিজাইন ভারতের বাজারে লঞ্চ হয়েছে। একটি হাফ ফেস, আরেকটি ফুল ফেস হেলমেট। সম্প্রতি একটি স্কুটির সঙ্গে এই স্মার্ট হ্যালো হেলমেট লঞ্চ করেছে আর্থার সংস্থা। মজবুত উপাদান দিয়ে তৈরি হয়েছে এই স্মার্ট হ্যালো হেলমেট; যা স্ক্র্যাচ ফি। কোথাও ঘর্ষণ লাগলে দাগ পড়বে না এই হেলমেটের গায়ে।
লঞ্চ হওয়া স্মার্ট হ্যালো হেলমেটের যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হলো ব্লুটুথ কানেকটিভিটি। ফলে ফোনের সঙ্গে হেলমেট কানেক্ট করে সহজে ফোন কল ধরা যাবে। অটোমেটিক স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করার জন্য রয়েছে একাধিক সেন্সর। রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা; যা একবার চার্জ দিলে চলবে পুরো সপ্তাহ। তবে ব্যাটারি ব্যাকআপ বা চার্জিং সময় কতক্ষণ লাগবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রস্তুতকারী সংস্থাটি।
হ্যালো হেলমেটে রয়েছে দুটি স্পিকার; যা এয়ার ভেন্ট এবং হারমোন কারডোন দ্বারা নির্মিত। এতে যুক্ত করা হয়েছে দুটি মাইক্রোফোন—যে স্পিকার ও মাইক্রোফোনের মাধ্যমে ফোনে কথা বলা যাবে। পাশাপাশি গানও শোনা যাবে। তবে আশঙ্কা থেকে যায়, স্পিকার থাকার ফলে বাইক আরোহী অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ির হর্ন বা আশপাশের আওয়াজ শুনতে পাবেন তো? এমন প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অবশ্যই শোনা যাবে।
শুধু তা-ই নয়, স্মার্ট হেলমেটে থাকা অত্যাধুনিক একটি ফিচার হলো চিটচ্যাট। যে ফিচারের কাজ হলো বাইক আরোহী ও পিলিওনের বার্তালাপের সংযোগ ঘটানো। অনেক সময় বাইক চলাকালে পিলিওন রাইডারদের কথা শুনতে পান না। তবে পিলিওন ও রাইডার—উভয়ের মাথায় যদি এই হেলমেট থাকে, তাহলে তাঁরা স্পিকার ও মাইক্রোফোন থাকায় নির্বিঘ্নে একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন। পাশাপাশি দুজন একই মিউজিক শুনতে পারবেন।
হাফ ফেস হেলমেটটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার এবং ফুল ফেস প্রায় ১৫ হাজার টাকা। কোম্পানির ওয়েবসাইট এবং শোরুম থেকে অর্ডার করা যাবে।
সূত্র: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪২ মিনিট আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে