ক্রীড়া ডেস্ক
ভয়ডরহীন ক্যারিয়ারে কোর্টের প্রতিপক্ষদের কতশতবারই তো নাকানি-চুবানি খাইয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। কিন্তু শরীরে ক্যানসার ধরা পড়ার পর বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। ভেবেছিলেন, হয়তা পরের ক্রিসমাস চোখে দেখা হবে না।
তবে সেই ভয় কেটে গেছে টেনিস কিংবদন্তির। ভক্তদের দিয়েছেন সুখবর। নাভ্রাতিলোভা জানিয়েছেন, চিকিৎসার পরে তিনি এখন ক্যানসারমুক্ত।
নারী এককে ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাভ্রাতিলোভা। ২০১০ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। গত বছর স্তন ক্যানসারের পাশাপাশি তাঁর কণ্ঠেও ছড়িয়ে পড়ে ক্যানসার। গত জানুয়ারিতে নাভ্রাতিলোভা জানান, তাঁর দুই ক্যানসারই প্রাথমিক পর্যায়ে আছে।
গতকাল পিয়ের্স মরগানের টক টিভি শো’তে ৬৬ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘তারা (চিকিৎসক) যতদূর জানেন, আমি ক্যানসারমুক্ত। তবে আমাকে এখনো ডান স্তনে চিকিৎসা নিতে হচ্ছে। এটা ৯৯ শতাংশ সমাধানযোগ্য।’
নাভ্রাতিলোভা জানিয়েছেন, তাঁর বন্ধু ও সাবেক প্রতিদ্বন্দ্বী ক্রিস এভার্ট কঠিন সময়ে তাঁকে খুব সহযোগিতা করেছেন। এভার্ট নিজেও ২০২১ সালের ডিসেম্বরে ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। নাভ্রাতিলোভা ও এভার্ট ১৯৭০ ও ১৯৮০ ’র দশকে নারী টেনিস শাসন করেছেন। দুজনে ক্যানসারের চিকিৎসার নিয়েছেন নিউইয়র্কে।
ভয়ডরহীন ক্যারিয়ারে কোর্টের প্রতিপক্ষদের কতশতবারই তো নাকানি-চুবানি খাইয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। কিন্তু শরীরে ক্যানসার ধরা পড়ার পর বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। ভেবেছিলেন, হয়তা পরের ক্রিসমাস চোখে দেখা হবে না।
তবে সেই ভয় কেটে গেছে টেনিস কিংবদন্তির। ভক্তদের দিয়েছেন সুখবর। নাভ্রাতিলোভা জানিয়েছেন, চিকিৎসার পরে তিনি এখন ক্যানসারমুক্ত।
নারী এককে ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাভ্রাতিলোভা। ২০১০ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। গত বছর স্তন ক্যানসারের পাশাপাশি তাঁর কণ্ঠেও ছড়িয়ে পড়ে ক্যানসার। গত জানুয়ারিতে নাভ্রাতিলোভা জানান, তাঁর দুই ক্যানসারই প্রাথমিক পর্যায়ে আছে।
গতকাল পিয়ের্স মরগানের টক টিভি শো’তে ৬৬ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘তারা (চিকিৎসক) যতদূর জানেন, আমি ক্যানসারমুক্ত। তবে আমাকে এখনো ডান স্তনে চিকিৎসা নিতে হচ্ছে। এটা ৯৯ শতাংশ সমাধানযোগ্য।’
নাভ্রাতিলোভা জানিয়েছেন, তাঁর বন্ধু ও সাবেক প্রতিদ্বন্দ্বী ক্রিস এভার্ট কঠিন সময়ে তাঁকে খুব সহযোগিতা করেছেন। এভার্ট নিজেও ২০২১ সালের ডিসেম্বরে ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। নাভ্রাতিলোভা ও এভার্ট ১৯৭০ ও ১৯৮০ ’র দশকে নারী টেনিস শাসন করেছেন। দুজনে ক্যানসারের চিকিৎসার নিয়েছেন নিউইয়র্কে।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪১ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে