ক্রীড়া ডেস্ক
নরওয়েজীয় প্রতিপক্ষ ক্যাসপার রুডকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন রাফায়েল নাদাল। এই শিরোপা জয়ে নিজেকেও ছাড়িয়ে গেলেন নাদাল। এখন নাদালের দখলে ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে গ্র্যান্ড স্লাম জয়ের চূড়ায় উঠেছিলেন তিনি। সেটি ছিল নাদালের ২১তম শিরোপা। এবার উচ্চতাটা আরেকটু বাড়িয়ে দিলেন তিনি। সে সঙ্গে রোলা গাঁরোতে নিজের ১৪তম গ্র্যান্ড স্লামও জিতলেন এই স্প্যানিয়ার্ড। নাদালের জয় সরাসরি ৬-৩,৬-৩ ও ৬-০ গেমে।
প্রথম নরওয়েজীয় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে আলোড়ন তুলেছিলেন রুড। বাবা ক্রিস্টিয়ান রুড নিজেও ছিলেন পেশাদার টেনিস খেলোয়াড়। রুডকে নিয়ে টেনিস বিশ্বে চর্চাটা আরও বেশি হওয়ার কারণ তিনি নাদালেরই একাডেমির শিক্ষার্থী বলে! নিজ প্রতিষ্ঠানের ছাত্রের বিপক্ষে এদিন শুরু থেকেই রুদ্রমূর্তি নাদালের। নিজ দুর্গে প্রথম শট থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন নাদাল। আগ্রাসী নাদালকে ফিরতি জবাব দেওয়ার মতো কোনো রসদই ছিল না রুডের। ৬-৩ গেমে প্রথম সেট জিতে এগিয়ে যান নাদাল।
প্রথম সেট যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই দ্বিতীয় সেট শুরু করেন নাদাল। স্নায়ু চাপে থাকা ২৩ বছর বয়সী তরুণ রুড নাদালের আগ্রাসী টেনিসের সামনে আরও বেশি কোণঠাসা হয়ে পড়েন। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটেও রুড হার মানের ৬-৩ গেমে।
রুডের অসহায় আত্মসমর্পণ অব্যাহত ছিল তৃতীয় রাউন্ডেও। গুরু নাদালের সামনে যেন হারার আগেই হেরে বসেছিলেন এই তরুণ। তৃতীয় সেটের প্রথম দুটি গেম নাদাল নিজের দখলে ম্যাচ জেতা তখন শুধুই সময়ের ব্যাপার ছিল। এরপর আর দাঁড়াতে দেননি প্রতিপক্ষে। ৬-০ সেটে বাজিমাত করে লাল দুর্গে নিজের ১৪তম আর সব মিলিয়ে ২২তম শিরোপা নিশ্চিত করেন নাদাল।
নরওয়েজীয় প্রতিপক্ষ ক্যাসপার রুডকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন রাফায়েল নাদাল। এই শিরোপা জয়ে নিজেকেও ছাড়িয়ে গেলেন নাদাল। এখন নাদালের দখলে ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে গ্র্যান্ড স্লাম জয়ের চূড়ায় উঠেছিলেন তিনি। সেটি ছিল নাদালের ২১তম শিরোপা। এবার উচ্চতাটা আরেকটু বাড়িয়ে দিলেন তিনি। সে সঙ্গে রোলা গাঁরোতে নিজের ১৪তম গ্র্যান্ড স্লামও জিতলেন এই স্প্যানিয়ার্ড। নাদালের জয় সরাসরি ৬-৩,৬-৩ ও ৬-০ গেমে।
প্রথম নরওয়েজীয় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে আলোড়ন তুলেছিলেন রুড। বাবা ক্রিস্টিয়ান রুড নিজেও ছিলেন পেশাদার টেনিস খেলোয়াড়। রুডকে নিয়ে টেনিস বিশ্বে চর্চাটা আরও বেশি হওয়ার কারণ তিনি নাদালেরই একাডেমির শিক্ষার্থী বলে! নিজ প্রতিষ্ঠানের ছাত্রের বিপক্ষে এদিন শুরু থেকেই রুদ্রমূর্তি নাদালের। নিজ দুর্গে প্রথম শট থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন নাদাল। আগ্রাসী নাদালকে ফিরতি জবাব দেওয়ার মতো কোনো রসদই ছিল না রুডের। ৬-৩ গেমে প্রথম সেট জিতে এগিয়ে যান নাদাল।
প্রথম সেট যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই দ্বিতীয় সেট শুরু করেন নাদাল। স্নায়ু চাপে থাকা ২৩ বছর বয়সী তরুণ রুড নাদালের আগ্রাসী টেনিসের সামনে আরও বেশি কোণঠাসা হয়ে পড়েন। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটেও রুড হার মানের ৬-৩ গেমে।
রুডের অসহায় আত্মসমর্পণ অব্যাহত ছিল তৃতীয় রাউন্ডেও। গুরু নাদালের সামনে যেন হারার আগেই হেরে বসেছিলেন এই তরুণ। তৃতীয় সেটের প্রথম দুটি গেম নাদাল নিজের দখলে ম্যাচ জেতা তখন শুধুই সময়ের ব্যাপার ছিল। এরপর আর দাঁড়াতে দেননি প্রতিপক্ষে। ৬-০ সেটে বাজিমাত করে লাল দুর্গে নিজের ১৪তম আর সব মিলিয়ে ২২তম শিরোপা নিশ্চিত করেন নাদাল।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৭ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩৭ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে