ক্রীড়া ডেস্ক
উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন রজার ফেদেরার। সুইস এই টেনিস তারকাকে কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে ( ৩-৬, ৬-৭, ০-৬ গেমে) হারিয়েছেন পোল্যান্ডের হুভার্ট হুরকাৎস।
সেন্টার কোর্টে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছেন ১৪তম বাছাই হুরকাৎস। এমনকি শেষ সেটে ফেদেরার হেরেছেন ৬-০ গেমে। উইম্বলডনে ফেদেরার এই প্রথম এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন।
২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরারকে শুরু থেকেই চাপে রাখেন হুরকাৎস। ২৪ বছর বয়সী পোলিশ প্রতিপক্ষ প্রথম সেট জেতেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন প্রতিযোগিতায় সর্বোচ্চ ৮ বার উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরার। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে আর পেরে ওঠেননি ৩৯ বছর বয়সী এই তারকা।
হুরকাৎস পোলান্ডের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন। ম্যাচ শেষ তিনি বলেছেন, 'এটা আমার কাছে বিশেষ এক জয়। এখানে খেলতে পারাই আমার জন্য বড় ব্যাপার। সেন্টার কোর্টে ফেদেরারের মতো খেলোয়াড়কে হারানো আমার কাছে স্বপ্নের মতো।'
৩৯ বছর বয়সী ফেদেরার অবশ্য সবচেয়ে বেশি বয়সে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। সেমিফাইনালে যেতে পারলে হতো আরও একটি রেকর্ড। তবে তার আগেই থামতে হলো এই সুইস তারকাকে।
উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন রজার ফেদেরার। সুইস এই টেনিস তারকাকে কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে ( ৩-৬, ৬-৭, ০-৬ গেমে) হারিয়েছেন পোল্যান্ডের হুভার্ট হুরকাৎস।
সেন্টার কোর্টে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছেন ১৪তম বাছাই হুরকাৎস। এমনকি শেষ সেটে ফেদেরার হেরেছেন ৬-০ গেমে। উইম্বলডনে ফেদেরার এই প্রথম এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন।
২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরারকে শুরু থেকেই চাপে রাখেন হুরকাৎস। ২৪ বছর বয়সী পোলিশ প্রতিপক্ষ প্রথম সেট জেতেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন প্রতিযোগিতায় সর্বোচ্চ ৮ বার উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরার। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে আর পেরে ওঠেননি ৩৯ বছর বয়সী এই তারকা।
হুরকাৎস পোলান্ডের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন। ম্যাচ শেষ তিনি বলেছেন, 'এটা আমার কাছে বিশেষ এক জয়। এখানে খেলতে পারাই আমার জন্য বড় ব্যাপার। সেন্টার কোর্টে ফেদেরারের মতো খেলোয়াড়কে হারানো আমার কাছে স্বপ্নের মতো।'
৩৯ বছর বয়সী ফেদেরার অবশ্য সবচেয়ে বেশি বয়সে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। সেমিফাইনালে যেতে পারলে হতো আরও একটি রেকর্ড। তবে তার আগেই থামতে হলো এই সুইস তারকাকে।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩৬ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে