ক্রীড়া ডেস্ক
তিন ঘণ্টা ১৩ মিনিটের কাব্যিক জয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের মেয়ে ক্যারোলিনা মুচোভা। ফেবারিট হিসেবে রোলাঁ গারোয় নামা আরিয়ানা সাবালেংকাকে ৭-৬ (৭-৫),৬-৭ (৫-৭),৭-৫ গেমে হারিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। র্যাঙ্কিংয়ের নিচের দিকের খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার কীর্তি গড়লেন তিনি।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ৪৩তম বাছাই মুচোভা। এর আগে তাঁর সর্বোচ্চ দৌড় ছিল ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। হারলেও দুর্দান্ত লড়াই করেছেন সাবালেংকা। প্রথম সেটে মুচোভা টাইব্রেকারে জিতলেও দ্বিতীয় সেটে একইভাবে সমতায় ফেরেন বেলারুশিয়ান মেয়ে। তবে নারী এককের ২ নম্বর বাছাই তৃতীয় সেটে হেরে বসেন ৭-৫ ব্যবধানে।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ২০২৩ সাল শুরু করেছিলেন সাবালেংকা। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের অপেক্ষার ইতিটা এবার ক্লে-কোর্টে টানতে চেয়েছিলেন তিনি। রোলাঁ গারোতে এবারই প্রথম শেষ চারে খেললেন ২৫ বছর বয়সী তারকা।
প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠে উচ্ছ্বসিত মুচোভা। ম্যাচ শেষে কোর্টে তিনি বলেছেন, ‘আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি। আমি আনন্দিত যে এটা কাজে দিয়েছে। আমার দলকে ধন্যবাদ। আমরা একসঙ্গে কাজ করেছি, তাই এই সাফল্যটা আমাদের।’
আজ রাতে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের আরেক সেমিতে শীর্ষ বাছাই ইগা সিয়াতেকের মুখোমুখি হবেন ব্রাজিলের বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। দেখার বিষয়, মুচোভা কাকে পাচ্ছেন আগামী শনিবারের (১০ জুন) ফাইনালে।
সাবালেংকার বিদায় মানে র্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছেন সিয়াতেক।
তিন ঘণ্টা ১৩ মিনিটের কাব্যিক জয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের মেয়ে ক্যারোলিনা মুচোভা। ফেবারিট হিসেবে রোলাঁ গারোয় নামা আরিয়ানা সাবালেংকাকে ৭-৬ (৭-৫),৬-৭ (৫-৭),৭-৫ গেমে হারিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। র্যাঙ্কিংয়ের নিচের দিকের খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার কীর্তি গড়লেন তিনি।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ৪৩তম বাছাই মুচোভা। এর আগে তাঁর সর্বোচ্চ দৌড় ছিল ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। হারলেও দুর্দান্ত লড়াই করেছেন সাবালেংকা। প্রথম সেটে মুচোভা টাইব্রেকারে জিতলেও দ্বিতীয় সেটে একইভাবে সমতায় ফেরেন বেলারুশিয়ান মেয়ে। তবে নারী এককের ২ নম্বর বাছাই তৃতীয় সেটে হেরে বসেন ৭-৫ ব্যবধানে।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ২০২৩ সাল শুরু করেছিলেন সাবালেংকা। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের অপেক্ষার ইতিটা এবার ক্লে-কোর্টে টানতে চেয়েছিলেন তিনি। রোলাঁ গারোতে এবারই প্রথম শেষ চারে খেললেন ২৫ বছর বয়সী তারকা।
প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠে উচ্ছ্বসিত মুচোভা। ম্যাচ শেষে কোর্টে তিনি বলেছেন, ‘আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি। আমি আনন্দিত যে এটা কাজে দিয়েছে। আমার দলকে ধন্যবাদ। আমরা একসঙ্গে কাজ করেছি, তাই এই সাফল্যটা আমাদের।’
আজ রাতে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের আরেক সেমিতে শীর্ষ বাছাই ইগা সিয়াতেকের মুখোমুখি হবেন ব্রাজিলের বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। দেখার বিষয়, মুচোভা কাকে পাচ্ছেন আগামী শনিবারের (১০ জুন) ফাইনালে।
সাবালেংকার বিদায় মানে র্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছেন সিয়াতেক।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
২০ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
৪২ মিনিট আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে