ক্রীড়া ডেস্ক
ফ্রেঞ্চ ওপেনের শেষ আটেই থেমে গেল আরব কন্যা ওনস জাবিরের দৌড়। প্রথম সেটে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। ১৪ তম বাছাই এই ব্রাজিলিয়ান জাবিরকে হারিয়েছেন ৩-৬,৭-৬ (৭-৫),৬-১ গেমে।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে ওঠলেন হাদ্দাদ মাইয়া। আজ রোলাঁ গারোয় প্রথম সেটে হারলেও তিনি পরের দুই সেট জিতে নেন রোমাঞ্চকরভাবে। তিনি ৭-৬ ব্যবধানে দ্বিতীয় সেটে এগিয়ে থাকলেও নিয়ম অনুযায়ী সেটটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-৫ ব্যবধানে জিতে সমতায় ফেরেন হাদ্দাদ মাইয়া। এরপর সেমির টিকিট কাটেন ৬-১ ব্যবধানে তৃতীয় সেট জিতে।
গ্র্যান্ড স্ল্যামে এর আগে হাদ্দাদ মাইয়ার সাফল্য বলতে ছিল তৃতীয় রাউন্ড। ২৭ বছর বয়সী এই তারকা গড়েছেন আরেকটি রেকর্ডও। ১৯৬৮ সালে মারিয়া বুয়েনোর পর প্রথম কোনো ব্রাজিলিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল উঠলেন। নারী এককের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সিয়াতেক বা আমেরিকার ষষ্ঠ বাছাই কোকো গাফকে। আজ নারী এককের আরেক সেমিতে মুখোমুখি হচ্ছে সিয়াতেক-গাফ।
ক্লে-কোর্টে হাদ্দাদ মাইয়া ইতিমধ্যে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন দীর্ঘ সময় ধরে কোর্ট লড়ে যাওয়ার জন্য। চতুর্থ রাউন্ডে স্পেনের সারা সোরিবেস টোরমোর বিপক্ষে প্রায় চার ঘণ্টার মহাকাব্যিক লড়াই জেতেন তিনি। যা এই মৌসুমে নারীদের মধ্যে সর্বোচ্চ সময় ধরে চলা ম্যাচ। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে জাবিরের বিপক্ষেও নিজের শারীরিক ও মানসিক শক্তির প্রমাণ দিয়েছেন হাদ্দাদ মাইয়া।
বছর চারেক আগেও ১৪ তম বাছাই এই মেয়ের ওপর ঝড় বইয়ে গিয়েছিল। ডোপিংয়ের জন্য ১০ মাস নিষিদ্ধ ছিলেন। ২০২০ সালে হাদ্দাদ মাইয়া সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান। আর ফ্রেঞ্চ ওপেনে ফেবারিটের তালিকায় থাকলেও এবারও গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আগেভাগে বিসর্জন দিলেন জাবির। এবারই রোলাঁ গারোতে শেষ আটে খেলেছেন তিউনিসিয়ান কন্যা।
ফ্রেঞ্চ ওপেনের শেষ আটেই থেমে গেল আরব কন্যা ওনস জাবিরের দৌড়। প্রথম সেটে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। ১৪ তম বাছাই এই ব্রাজিলিয়ান জাবিরকে হারিয়েছেন ৩-৬,৭-৬ (৭-৫),৬-১ গেমে।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে ওঠলেন হাদ্দাদ মাইয়া। আজ রোলাঁ গারোয় প্রথম সেটে হারলেও তিনি পরের দুই সেট জিতে নেন রোমাঞ্চকরভাবে। তিনি ৭-৬ ব্যবধানে দ্বিতীয় সেটে এগিয়ে থাকলেও নিয়ম অনুযায়ী সেটটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-৫ ব্যবধানে জিতে সমতায় ফেরেন হাদ্দাদ মাইয়া। এরপর সেমির টিকিট কাটেন ৬-১ ব্যবধানে তৃতীয় সেট জিতে।
গ্র্যান্ড স্ল্যামে এর আগে হাদ্দাদ মাইয়ার সাফল্য বলতে ছিল তৃতীয় রাউন্ড। ২৭ বছর বয়সী এই তারকা গড়েছেন আরেকটি রেকর্ডও। ১৯৬৮ সালে মারিয়া বুয়েনোর পর প্রথম কোনো ব্রাজিলিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল উঠলেন। নারী এককের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সিয়াতেক বা আমেরিকার ষষ্ঠ বাছাই কোকো গাফকে। আজ নারী এককের আরেক সেমিতে মুখোমুখি হচ্ছে সিয়াতেক-গাফ।
ক্লে-কোর্টে হাদ্দাদ মাইয়া ইতিমধ্যে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন দীর্ঘ সময় ধরে কোর্ট লড়ে যাওয়ার জন্য। চতুর্থ রাউন্ডে স্পেনের সারা সোরিবেস টোরমোর বিপক্ষে প্রায় চার ঘণ্টার মহাকাব্যিক লড়াই জেতেন তিনি। যা এই মৌসুমে নারীদের মধ্যে সর্বোচ্চ সময় ধরে চলা ম্যাচ। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে জাবিরের বিপক্ষেও নিজের শারীরিক ও মানসিক শক্তির প্রমাণ দিয়েছেন হাদ্দাদ মাইয়া।
বছর চারেক আগেও ১৪ তম বাছাই এই মেয়ের ওপর ঝড় বইয়ে গিয়েছিল। ডোপিংয়ের জন্য ১০ মাস নিষিদ্ধ ছিলেন। ২০২০ সালে হাদ্দাদ মাইয়া সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান। আর ফ্রেঞ্চ ওপেনে ফেবারিটের তালিকায় থাকলেও এবারও গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আগেভাগে বিসর্জন দিলেন জাবির। এবারই রোলাঁ গারোতে শেষ আটে খেলেছেন তিউনিসিয়ান কন্যা।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৭ মিনিট আগেবাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে