ক্রীড়া ডেস্ক
ঢাকা: এবারের উইম্বলডন শুরুর পর থেকে সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটা হলো কোর্টে খেলোয়াড়দের হোঁচট খেয়ে পড়ে যাওয়া। উইম্বলডন কর্তৃপক্ষ অবশ্য বলছে কোর্ট সব সময় যেমন থাকে তেমনই আছে তবে এবারের আবহাওয়াটা একটু ভিন্ন। এই আবহাওয়ার ভিন্নতায় এমনটা হচ্ছে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনই সার্ভ করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন সেরেনা উইলিয়ামস। পরে বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে নাম প্রত্যাহার করে নেন মার্কিন টেনিস তারকা। সেরেনার ম্যাচের ঘণ্টাখানেক আগে ছেলেদের ম্যাচেও একই ছবি। ফরাসি তারকা আদ্রিয়ান মানারিনোর টুর্নামেন্ট শেষ গেছে কোর্টে হোঁচট খেয়ে।
শুধু সেরেনা কিংবা মানারিনো নয় কোর্টে হোঁচট খেয়েছেন নোভাক জোকোভিচ। সেন্টার কোর্টে এই সার্বিয়ান তারকা পা পিছলে পড়ে গেছেন পাঁচবার। জোকার অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাননি। হোঁচট খাওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার কেভিন আন্ডারসনকে হারিয়েছেন সরাসরি সেটে। কোর্টে খেলোয়াড়দের এমন হোঁচট খাওয়ার ঘটনায় চটেছেন নিক কিরগিওস। অস্ট্রেলিয়ান তারকা তো কোর্টে এটাকে 'তামাশা' হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে দাবি করেছেন কোর্ট অনেক মন্থর।
অল ইংল্যান্ড ক্লাব কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি এভাবে দেখছে না। অল ইংল্যান্ড ক্লাবের সদস্য সাবেক ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিস তারকা টিম হেনম্যান বলেছেন, ‘সবকিছুই খেলোয়াড়দের নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে। টুর্নামেন্ট শুরুর আগে কোর্টের প্রস্তুতির ব্যাপারে সব তথ্য-উপাত্তই আমাদের কাছে আছে। উইম্বলডন কর্তৃপক্ষ চেষ্টার কোনো ত্রুটি করেনি। আমরা আশা করছি আর কেউ চোটে পড়বে না। কোর্ট সব সময় যেমনটা থাকে তেমনই আছে।’
আপাতদৃষ্টিতে কোর্টে সমস্যা না দেখা গেলেও পিছলে যাওয়ার অন্যতম বড় কারণ আবহাওয়া, এমনটাই মনে করছেন উইম্বলডন কর্তৃপক্ষ। টিম হেনম্যান বলেছেন, 'আসল বিষয় হলো এই বছর আবহাওয়া একটু অন্যরকম। তবে আবহাওয়ার কারণে কোর্ট ভিজে যাওয়ার সুযোগ নেই। আবার এটাও ঠিক টুর্নামেন্ট শুরুর প্রথম দুই দিন ছাদ বন্ধ রাখা ছিল। স্যাঁতসেঁতে কোর্টে পিছলে পড়ে যাওয়ার পেছনে এটাই কারণ।’
এদিকে বরিস বেকারের চোখে কোর্টের তেমন কোনো সমস্যা নেই। তিনবারের উইম্বলডন জয়ী বেকার বলেছেন, ‘গত বছর উইম্বলডন না হওয়ায় প্রায় দুই বছর কোর্টে খেলা হয়নি। কোর্ট প্রায় ঠিকই আছে। যথেষ্ট সবুজ ও সতেজ।’
ঢাকা: এবারের উইম্বলডন শুরুর পর থেকে সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটা হলো কোর্টে খেলোয়াড়দের হোঁচট খেয়ে পড়ে যাওয়া। উইম্বলডন কর্তৃপক্ষ অবশ্য বলছে কোর্ট সব সময় যেমন থাকে তেমনই আছে তবে এবারের আবহাওয়াটা একটু ভিন্ন। এই আবহাওয়ার ভিন্নতায় এমনটা হচ্ছে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনই সার্ভ করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন সেরেনা উইলিয়ামস। পরে বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে নাম প্রত্যাহার করে নেন মার্কিন টেনিস তারকা। সেরেনার ম্যাচের ঘণ্টাখানেক আগে ছেলেদের ম্যাচেও একই ছবি। ফরাসি তারকা আদ্রিয়ান মানারিনোর টুর্নামেন্ট শেষ গেছে কোর্টে হোঁচট খেয়ে।
শুধু সেরেনা কিংবা মানারিনো নয় কোর্টে হোঁচট খেয়েছেন নোভাক জোকোভিচ। সেন্টার কোর্টে এই সার্বিয়ান তারকা পা পিছলে পড়ে গেছেন পাঁচবার। জোকার অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাননি। হোঁচট খাওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার কেভিন আন্ডারসনকে হারিয়েছেন সরাসরি সেটে। কোর্টে খেলোয়াড়দের এমন হোঁচট খাওয়ার ঘটনায় চটেছেন নিক কিরগিওস। অস্ট্রেলিয়ান তারকা তো কোর্টে এটাকে 'তামাশা' হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে দাবি করেছেন কোর্ট অনেক মন্থর।
অল ইংল্যান্ড ক্লাব কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি এভাবে দেখছে না। অল ইংল্যান্ড ক্লাবের সদস্য সাবেক ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিস তারকা টিম হেনম্যান বলেছেন, ‘সবকিছুই খেলোয়াড়দের নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে। টুর্নামেন্ট শুরুর আগে কোর্টের প্রস্তুতির ব্যাপারে সব তথ্য-উপাত্তই আমাদের কাছে আছে। উইম্বলডন কর্তৃপক্ষ চেষ্টার কোনো ত্রুটি করেনি। আমরা আশা করছি আর কেউ চোটে পড়বে না। কোর্ট সব সময় যেমনটা থাকে তেমনই আছে।’
আপাতদৃষ্টিতে কোর্টে সমস্যা না দেখা গেলেও পিছলে যাওয়ার অন্যতম বড় কারণ আবহাওয়া, এমনটাই মনে করছেন উইম্বলডন কর্তৃপক্ষ। টিম হেনম্যান বলেছেন, 'আসল বিষয় হলো এই বছর আবহাওয়া একটু অন্যরকম। তবে আবহাওয়ার কারণে কোর্ট ভিজে যাওয়ার সুযোগ নেই। আবার এটাও ঠিক টুর্নামেন্ট শুরুর প্রথম দুই দিন ছাদ বন্ধ রাখা ছিল। স্যাঁতসেঁতে কোর্টে পিছলে পড়ে যাওয়ার পেছনে এটাই কারণ।’
এদিকে বরিস বেকারের চোখে কোর্টের তেমন কোনো সমস্যা নেই। তিনবারের উইম্বলডন জয়ী বেকার বলেছেন, ‘গত বছর উইম্বলডন না হওয়ায় প্রায় দুই বছর কোর্টে খেলা হয়নি। কোর্ট প্রায় ঠিকই আছে। যথেষ্ট সবুজ ও সতেজ।’
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে