ক্রীড়া ডেস্ক
অসুস্থতার কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা। আজ নারী সিঙ্গেলের তৃতীয় রাউন্ডে স্পেনের সারা সোরিবেস টোরমোর বিপক্ষে কোর্টে নামার খানিক আগে এ সিদ্ধান্ত নেন তিনি।
রোলাঁ গারো জয়ের ফেবারিটদের একজন ছিলেন রাইবাকিনা। প্রথম দুই রাউন্ড দাপটের সঙ্গে জিতেছেন ২৩ বছর বয়সী কাজাখ। নাম প্রত্যাহারের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি দুই দিন ধরে ঘুমাইনি। আমার জ্বর, মাথাব্যথা।’
গত বছর উইম্বলডন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পান রাইবাকিনা। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও খেলেছেন। নিজের অসুস্থতার প্রসঙ্গে চতুর্থ বাছাই তারকা আরও বলেছেন, ‘পারফর্ম করা খুব কঠিন, দৌড়ানো এমনকি শ্বাস নেওয়াও। তাই আমি চিন্তা করেছি, সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত।’
সম্প্রতি ইতালিয়ান ওপেন জিতে রোলাঁ গারোতে এসেছিলেন রাইবাকিনা। বর্তমানের ডব্লুটিএর ‘বিগ থ্রি’র একজন তিনি। শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সিয়াতেক ও দ্বিতীয় বাছাই বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কার পাশাপাশি ক্লে-কোর্টের সম্ভাব্য গ্র্যান্ড স্ল্যাম জয়ীদের একজন হিসেবে ভাবা হচ্ছিল রাইবাকিনাকে। প্রথম দুই রাউন্ডে একটি সেটও না হেরে সেই সম্ভাবনা আরও জোরালো করেছিলেন তিনি।
ম্যাচের আগেই হুট করে ‘ওয়াকওভার’ করতে হওয়ায় হতাশ রাইবাকিনা। নাম প্রত্যাহারের ব্যাপারে তিনি বলেছেন, ‘অবশ্যই, খেলতে না পারায় আমি সত্যিই হতাশ। তবে আমি মনে করি, এটাই জীবন। যেখানে প্রচুর উত্থান-পতন হয়। আমি শতভাগ দিতে চেয়েছিলাম, এবং আমি এর থেকে শতভাগ দূরে আছি। গতকাল থেকে আমার ভালো লাগছিল না। আমি দুই রাত ঘুমোতে পারিনি, শরীরে জ্বরও আছে। আমি সত্যিই ওয়ার্ম-আপ করার চেষ্টা করেছিলাম। তবে আমার মনে হয়েছে, নাম প্রত্যাহারই সঠিক সিদ্ধান্ত। কারণ এই অবস্থায় খেলা সত্যিই কঠিন।’
অসুস্থতার কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা। আজ নারী সিঙ্গেলের তৃতীয় রাউন্ডে স্পেনের সারা সোরিবেস টোরমোর বিপক্ষে কোর্টে নামার খানিক আগে এ সিদ্ধান্ত নেন তিনি।
রোলাঁ গারো জয়ের ফেবারিটদের একজন ছিলেন রাইবাকিনা। প্রথম দুই রাউন্ড দাপটের সঙ্গে জিতেছেন ২৩ বছর বয়সী কাজাখ। নাম প্রত্যাহারের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি দুই দিন ধরে ঘুমাইনি। আমার জ্বর, মাথাব্যথা।’
গত বছর উইম্বলডন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পান রাইবাকিনা। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও খেলেছেন। নিজের অসুস্থতার প্রসঙ্গে চতুর্থ বাছাই তারকা আরও বলেছেন, ‘পারফর্ম করা খুব কঠিন, দৌড়ানো এমনকি শ্বাস নেওয়াও। তাই আমি চিন্তা করেছি, সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত।’
সম্প্রতি ইতালিয়ান ওপেন জিতে রোলাঁ গারোতে এসেছিলেন রাইবাকিনা। বর্তমানের ডব্লুটিএর ‘বিগ থ্রি’র একজন তিনি। শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সিয়াতেক ও দ্বিতীয় বাছাই বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কার পাশাপাশি ক্লে-কোর্টের সম্ভাব্য গ্র্যান্ড স্ল্যাম জয়ীদের একজন হিসেবে ভাবা হচ্ছিল রাইবাকিনাকে। প্রথম দুই রাউন্ডে একটি সেটও না হেরে সেই সম্ভাবনা আরও জোরালো করেছিলেন তিনি।
ম্যাচের আগেই হুট করে ‘ওয়াকওভার’ করতে হওয়ায় হতাশ রাইবাকিনা। নাম প্রত্যাহারের ব্যাপারে তিনি বলেছেন, ‘অবশ্যই, খেলতে না পারায় আমি সত্যিই হতাশ। তবে আমি মনে করি, এটাই জীবন। যেখানে প্রচুর উত্থান-পতন হয়। আমি শতভাগ দিতে চেয়েছিলাম, এবং আমি এর থেকে শতভাগ দূরে আছি। গতকাল থেকে আমার ভালো লাগছিল না। আমি দুই রাত ঘুমোতে পারিনি, শরীরে জ্বরও আছে। আমি সত্যিই ওয়ার্ম-আপ করার চেষ্টা করেছিলাম। তবে আমার মনে হয়েছে, নাম প্রত্যাহারই সঠিক সিদ্ধান্ত। কারণ এই অবস্থায় খেলা সত্যিই কঠিন।’
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
২৩ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
৪৪ মিনিট আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে