ক্রীড়া ডেস্ক
টেনিসের ‘ব্যাড বয়’ নিক কিরগিওস। উইম্বলডনে নিজের প্রথম ম্যাচেই বিতর্কিত এক ঘটনায় বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে নয় লাখ টাকার জরিমানা গুনতে হয়েছে তাঁকে।
গত সপ্তাহে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কিরগিওস এক দর্শককে থুতু মেরেছেন। তিনি দাবি করেছেন, ম্যাচ চলাকালীন দর্শকটি তাঁকে উত্ত্যক্ত করেছিল। পরে বিরক্ত হয়ে তার দিকে থুতু ছোড়েন। পরে তিনি এটি স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। ব্রিটেনের পল জাবেরের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর অস্ট্রেলিয়ান খেলোয়াড় বলেছেন,‘ ম্যাচ শেষে সেই দর্শকের দিকে তাকিয়েছিলাম। তিনি আমার উদ্দেশে অপমানজনক কথা বলেছিলেন। তার প্রতি কোনো ঘৃণা নেই।’
কিরগিওস সমর্থকদের নিয়েও কথা বলেছেন। ২৭ বছর বয়সী খেলোয়াড় বলেছেন,‘ সাধারণত দর্শকদের কোনো কিছু বলি না, যতক্ষণ না তারা কোনো কিছু বলে। এসব লোকদের থেকে দূরে থাকার চেষ্টা করি। অনেকেই আমাকে অসম্মান ও অপমান করে কথা বলে। তবে নিজের সমর্থকের সঙ্গে এমন কিছু করব না।’
ঘটনার দিনে ক্ষমা চেয়েও কিরগিওস জরিমানা এড়িয়ে যেতে পারলেন না। উইম্বলডন কর্তৃপক্ষ তাঁকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করে। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় আর্থিক শাস্তি।
নিক কিরগিওসের বিরুদ্ধে অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগ এবারেই প্রথম নয়। তিনি আগেও বহুবার কোর্টে এমন আচরণ করেছেন। পেশাদার টেনিস কর্তৃপক্ষ (এটিপি) তাঁকে শাস্তি হিসেবে বিশাল অঙ্কের জরিমানাসহ নিষিদ্ধও করেছিল। তিনি ২০১৯ সালের সিনসিনাটি মাস্টার্সে আম্পায়ারের সঙ্গে ঝামেলা করে প্রায় এক কোটি টাকা জরিমানা দিয়েছেন। এর আগে ২০১৫ সালে স্তানিসলাস ভাভারিঙ্কার প্রেমিকাকে নিয়ে স্পর্শকাতর মন্তব্য করেছিলেন। ভালো হওয়ার সুযোগ দেওয়ার পরও নিজেকে বদলাননি। এখন তাই প্রশ্ন জাগে, টেনিসের ‘ব্যাড বয়’ কি আর কখনোই ভালো হবেন না!
টেনিসের ‘ব্যাড বয়’ নিক কিরগিওস। উইম্বলডনে নিজের প্রথম ম্যাচেই বিতর্কিত এক ঘটনায় বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে নয় লাখ টাকার জরিমানা গুনতে হয়েছে তাঁকে।
গত সপ্তাহে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কিরগিওস এক দর্শককে থুতু মেরেছেন। তিনি দাবি করেছেন, ম্যাচ চলাকালীন দর্শকটি তাঁকে উত্ত্যক্ত করেছিল। পরে বিরক্ত হয়ে তার দিকে থুতু ছোড়েন। পরে তিনি এটি স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। ব্রিটেনের পল জাবেরের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর অস্ট্রেলিয়ান খেলোয়াড় বলেছেন,‘ ম্যাচ শেষে সেই দর্শকের দিকে তাকিয়েছিলাম। তিনি আমার উদ্দেশে অপমানজনক কথা বলেছিলেন। তার প্রতি কোনো ঘৃণা নেই।’
কিরগিওস সমর্থকদের নিয়েও কথা বলেছেন। ২৭ বছর বয়সী খেলোয়াড় বলেছেন,‘ সাধারণত দর্শকদের কোনো কিছু বলি না, যতক্ষণ না তারা কোনো কিছু বলে। এসব লোকদের থেকে দূরে থাকার চেষ্টা করি। অনেকেই আমাকে অসম্মান ও অপমান করে কথা বলে। তবে নিজের সমর্থকের সঙ্গে এমন কিছু করব না।’
ঘটনার দিনে ক্ষমা চেয়েও কিরগিওস জরিমানা এড়িয়ে যেতে পারলেন না। উইম্বলডন কর্তৃপক্ষ তাঁকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করে। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় আর্থিক শাস্তি।
নিক কিরগিওসের বিরুদ্ধে অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগ এবারেই প্রথম নয়। তিনি আগেও বহুবার কোর্টে এমন আচরণ করেছেন। পেশাদার টেনিস কর্তৃপক্ষ (এটিপি) তাঁকে শাস্তি হিসেবে বিশাল অঙ্কের জরিমানাসহ নিষিদ্ধও করেছিল। তিনি ২০১৯ সালের সিনসিনাটি মাস্টার্সে আম্পায়ারের সঙ্গে ঝামেলা করে প্রায় এক কোটি টাকা জরিমানা দিয়েছেন। এর আগে ২০১৫ সালে স্তানিসলাস ভাভারিঙ্কার প্রেমিকাকে নিয়ে স্পর্শকাতর মন্তব্য করেছিলেন। ভালো হওয়ার সুযোগ দেওয়ার পরও নিজেকে বদলাননি। এখন তাই প্রশ্ন জাগে, টেনিসের ‘ব্যাড বয়’ কি আর কখনোই ভালো হবেন না!
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে