ক্রীড়া ডেস্ক
ঢাকা: খুঁড়িয়ে খুঁড়িয়ে কোর্টে ঢুকলেন। দর্শক সারিতে যাঁরা বসেছিলেন, তাঁরা করতালি দিয়ে অভিবাদন জানালেন। দর্শকদের ভালোবাসা নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে যেই না সার্ভ করতে গেলেন, বুঝে গেলেন ‘নাহ, এবারও হচ্ছে না’! স্বপ্নের ২৪ তম গ্র্যান্ড স্লাম ছোঁয়ার অপেক্ষা আরও বাড়িয়ে চোখে অশ্রু নিয়ে কাল উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন গ্রাস কোর্টে সাতবারের সেরা সেরেনা উইলিয়ামস।
নারীদের টেনিসে মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিতে ভাগ বসানোর লক্ষ্যে কাল উইম্বলডনে প্রথম রাউন্ডে কোর্টে নেমেছিলেন সেরেনা। প্রতিপক্ষ ছিলেন বেলারুশের আলিকাসান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় পঞ্চম গেমের মাথায় ঘটল অঘটন। সেন্টার কোর্টে আচমকাই খেলেন এক হোঁচট!
গুরুতর চোট যে পেয়েছেন ৩৯ বছর বয়সী সেরেনা, ১০ মিনিট ধরে চিকিৎসা নেওয়া থেকেই বোঝা গেল। চিকিৎসা নেওয়া শেষে দর্শকদের করতালির মধ্যে ফিরে এলেন কোর্টে। কিন্তু সার্ভ করতে গিয়েই বুঝে গেলেন, খেলা চালিয়ে যাওয়াটা কঠিন। অশ্রু চোখে নাম প্রত্যাহার করলেন এবারের উইম্বলডন থেকে।
একজন কিংবদন্তির চোখে অশ্রু দেখে খারাপ লেগেছে সেরেনার প্রতিপক্ষ সাসনোভিচেরও। এমন বিদায় মানতে পারছেন না বেলারুশের টেনিস তারকা, ‘আমি সেরেনার দুঃখে কষ্ট পাচ্ছি। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। টেনিসে এমনটা হয়। তাঁর জন্য শুভ কামনা।’
এমন ঘটনা ঘটেছে ছেলেদের ম্যাচেও। সেরেনার ম্যাচের ঠিক এক ঘণ্টা আগে অপ্রত্যাশিতভাবে ওয়াকওভার পেয়েছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরার। খেলায় যখন ২-২ সেটে সমতা, তখনই কোর্টে হোঁচট খেয়ে নিজের নাম প্রত্যাহার করে নেন ফরাসি আদ্রিয়ান মানারিনো। এক হোঁচটে চোখের পানি ফেলেছেন সেরেনা, আবার এই হোঁচটই শাপে-বর হয়েছে সুইস কিংবদন্তির!
ঢাকা: খুঁড়িয়ে খুঁড়িয়ে কোর্টে ঢুকলেন। দর্শক সারিতে যাঁরা বসেছিলেন, তাঁরা করতালি দিয়ে অভিবাদন জানালেন। দর্শকদের ভালোবাসা নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে যেই না সার্ভ করতে গেলেন, বুঝে গেলেন ‘নাহ, এবারও হচ্ছে না’! স্বপ্নের ২৪ তম গ্র্যান্ড স্লাম ছোঁয়ার অপেক্ষা আরও বাড়িয়ে চোখে অশ্রু নিয়ে কাল উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন গ্রাস কোর্টে সাতবারের সেরা সেরেনা উইলিয়ামস।
নারীদের টেনিসে মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিতে ভাগ বসানোর লক্ষ্যে কাল উইম্বলডনে প্রথম রাউন্ডে কোর্টে নেমেছিলেন সেরেনা। প্রতিপক্ষ ছিলেন বেলারুশের আলিকাসান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় পঞ্চম গেমের মাথায় ঘটল অঘটন। সেন্টার কোর্টে আচমকাই খেলেন এক হোঁচট!
গুরুতর চোট যে পেয়েছেন ৩৯ বছর বয়সী সেরেনা, ১০ মিনিট ধরে চিকিৎসা নেওয়া থেকেই বোঝা গেল। চিকিৎসা নেওয়া শেষে দর্শকদের করতালির মধ্যে ফিরে এলেন কোর্টে। কিন্তু সার্ভ করতে গিয়েই বুঝে গেলেন, খেলা চালিয়ে যাওয়াটা কঠিন। অশ্রু চোখে নাম প্রত্যাহার করলেন এবারের উইম্বলডন থেকে।
একজন কিংবদন্তির চোখে অশ্রু দেখে খারাপ লেগেছে সেরেনার প্রতিপক্ষ সাসনোভিচেরও। এমন বিদায় মানতে পারছেন না বেলারুশের টেনিস তারকা, ‘আমি সেরেনার দুঃখে কষ্ট পাচ্ছি। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। টেনিসে এমনটা হয়। তাঁর জন্য শুভ কামনা।’
এমন ঘটনা ঘটেছে ছেলেদের ম্যাচেও। সেরেনার ম্যাচের ঠিক এক ঘণ্টা আগে অপ্রত্যাশিতভাবে ওয়াকওভার পেয়েছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরার। খেলায় যখন ২-২ সেটে সমতা, তখনই কোর্টে হোঁচট খেয়ে নিজের নাম প্রত্যাহার করে নেন ফরাসি আদ্রিয়ান মানারিনো। এক হোঁচটে চোখের পানি ফেলেছেন সেরেনা, আবার এই হোঁচটই শাপে-বর হয়েছে সুইস কিংবদন্তির!
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২৩ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে