ক্রীড়া ডেস্ক
শীর্ষ বাছাই ইগা সিয়াতেককে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না এলিনা সভিতোলিনার। আবারও উইম্বলডনের শেষ চারে থামলেন তিনি। তৃতীয় বাছাই ইউক্রনীয়কে বিদায় করে সেন্টার কোর্টের ফাইনালে উঠেছেন মার্তেকা ভন্দ্রোসভা।
প্রথম অবাছাই হিসেবে নারী এককের উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করলেন ২৪ বছর বয়সী চেক তারকা। উন্মুক্ত যুগে এই কীর্তি আর কারও নেই। ১৯৬৩ সালে অবাছাই নারী হিসেবে সবশেষ উইম্বলডনের ফাইনাল খেলেছিলেন টেনিস কিংবদন্তি বিলি জিন কিং, সেটি উন্মুক্ত যুগের পাঁচ বছর আগে।
ভন্দ্রোসভা এর আগে কখনো অল ইংল্যান্ড ক্লাবের দ্বিতীয় রাউন্ড পেরোতে পারেননি। এবারই প্রথম সেন্টার কোর্টে খেলছেন তিনি। আর একের পর ‘জায়ান্ট’ বধ করে ফাইনালে। তাঁর সামনে দাঁড়াতেই পারেননি ৯ মাস আগে সন্তান জন্ম দেওয়া সভিতোলিনা। ভন্দ্রোসভা জিতেছেন ৬-৩,৬-৩ গেমে। আগামী শনিবারের ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন বেলারুশের মেয়ে আরিনা সাবালেঙ্কা বা তিউনিসিয়ার ওনস জাবিরকে। আজ সেন্টার কোর্টের আরেক সেমিতে মুখোমুখি হয়েছেন তারা। ফাইনালে যে জিতুক না কেন, এবার নতুন রানি পাবে উইম্বলডন।
২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেন ভন্দ্রোসভা। চার বছর পর আরেকটি ফাইনালে ওঠা যেন বিশ্বাসই হচ্ছে না চেক প্রজাতন্ত্রের মেয়ে, ‘আমি সত্যি বিশ্বাসই করতে পারছি না। আমি খুবই খুশি। এলেনা দুর্দান্ত লড়াকু এবং খুবই ভালো মেয়ে। এটা খুবই কঠিন ম্যাচ ছিল।’
শীর্ষ বাছাই ইগা সিয়াতেককে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না এলিনা সভিতোলিনার। আবারও উইম্বলডনের শেষ চারে থামলেন তিনি। তৃতীয় বাছাই ইউক্রনীয়কে বিদায় করে সেন্টার কোর্টের ফাইনালে উঠেছেন মার্তেকা ভন্দ্রোসভা।
প্রথম অবাছাই হিসেবে নারী এককের উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করলেন ২৪ বছর বয়সী চেক তারকা। উন্মুক্ত যুগে এই কীর্তি আর কারও নেই। ১৯৬৩ সালে অবাছাই নারী হিসেবে সবশেষ উইম্বলডনের ফাইনাল খেলেছিলেন টেনিস কিংবদন্তি বিলি জিন কিং, সেটি উন্মুক্ত যুগের পাঁচ বছর আগে।
ভন্দ্রোসভা এর আগে কখনো অল ইংল্যান্ড ক্লাবের দ্বিতীয় রাউন্ড পেরোতে পারেননি। এবারই প্রথম সেন্টার কোর্টে খেলছেন তিনি। আর একের পর ‘জায়ান্ট’ বধ করে ফাইনালে। তাঁর সামনে দাঁড়াতেই পারেননি ৯ মাস আগে সন্তান জন্ম দেওয়া সভিতোলিনা। ভন্দ্রোসভা জিতেছেন ৬-৩,৬-৩ গেমে। আগামী শনিবারের ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন বেলারুশের মেয়ে আরিনা সাবালেঙ্কা বা তিউনিসিয়ার ওনস জাবিরকে। আজ সেন্টার কোর্টের আরেক সেমিতে মুখোমুখি হয়েছেন তারা। ফাইনালে যে জিতুক না কেন, এবার নতুন রানি পাবে উইম্বলডন।
২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেন ভন্দ্রোসভা। চার বছর পর আরেকটি ফাইনালে ওঠা যেন বিশ্বাসই হচ্ছে না চেক প্রজাতন্ত্রের মেয়ে, ‘আমি সত্যি বিশ্বাসই করতে পারছি না। আমি খুবই খুশি। এলেনা দুর্দান্ত লড়াকু এবং খুবই ভালো মেয়ে। এটা খুবই কঠিন ম্যাচ ছিল।’
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৬ ঘণ্টা আগে