ক্রীড়া ডেস্ক
জয়ের পর কী ঘটেছে তা বুঝতেই কিছুটা সময় লাগল অ্যাশলে বার্টির! তারপর উদযাপনে মেতেছেন, অঝোরে কেঁদেছেনও। প্রথম উইম্বলডন শিরোপা বলে কথা! চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে স্নায়ুক্ষয়ী ফাইনালে ৬–৩, ৬–৭ (৪–৭) ও ৬–৩ গেমে জিতেছেন বার্টি। এটি বার্টির দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছিলেন তিনি।
সেন্টার কোর্টের ঘাসে প্রথম সেটের শুরু থেকেই দাপুটে বার্টি। চেক প্রতিপক্ষ প্লিসকোভা স্নায়ু চাপে বেশ জবুথবু হয়ে ছিলেন। পিছিয়ে যান ৩–০ গেমে। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা যথেষ্ট ছিল না। হেরে যান ৬–৩ গেমে।
দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান প্লিসকোভা। বার্টিও পাল্টা আক্রমণে গেলে জমে উঠে ম্যাচ। এক পর্যায়ে সেটটি চলে যায় টাইব্রেকারে। সেখানে শুরুতে বার্টি এগিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। ৬–৭ (৪–৭) গেমে হেরে পিছিয়ে যান তিনি।
তৃতীয় সেটে অবশ্য আবারও বার্টির দাপট। এবার আর প্লিসকোভাকে কোনো সুযোগ দেননি তিনি। ৬–৩ গেমে জিতে শিরোপাও নিজের করে নেন।
জয়ের পর স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েন অস্ট্রেলিয়ান শীর্ষ বাছাই বার্টি। জয়ের আনন্দে কেঁদেছেন। শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা অবিশ্বাস্য! প্রথমে প্লিসকোভাকে অভিনন্দন জানাতে চাই। পাশাপাশি স্টেডিয়ামে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার স্বপ্নকে আরও রাঙিয়েছেন। সবাইকে ধন্যবাদ।’
জয়ের পর কী ঘটেছে তা বুঝতেই কিছুটা সময় লাগল অ্যাশলে বার্টির! তারপর উদযাপনে মেতেছেন, অঝোরে কেঁদেছেনও। প্রথম উইম্বলডন শিরোপা বলে কথা! চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে স্নায়ুক্ষয়ী ফাইনালে ৬–৩, ৬–৭ (৪–৭) ও ৬–৩ গেমে জিতেছেন বার্টি। এটি বার্টির দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছিলেন তিনি।
সেন্টার কোর্টের ঘাসে প্রথম সেটের শুরু থেকেই দাপুটে বার্টি। চেক প্রতিপক্ষ প্লিসকোভা স্নায়ু চাপে বেশ জবুথবু হয়ে ছিলেন। পিছিয়ে যান ৩–০ গেমে। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা যথেষ্ট ছিল না। হেরে যান ৬–৩ গেমে।
দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান প্লিসকোভা। বার্টিও পাল্টা আক্রমণে গেলে জমে উঠে ম্যাচ। এক পর্যায়ে সেটটি চলে যায় টাইব্রেকারে। সেখানে শুরুতে বার্টি এগিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। ৬–৭ (৪–৭) গেমে হেরে পিছিয়ে যান তিনি।
তৃতীয় সেটে অবশ্য আবারও বার্টির দাপট। এবার আর প্লিসকোভাকে কোনো সুযোগ দেননি তিনি। ৬–৩ গেমে জিতে শিরোপাও নিজের করে নেন।
জয়ের পর স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েন অস্ট্রেলিয়ান শীর্ষ বাছাই বার্টি। জয়ের আনন্দে কেঁদেছেন। শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা অবিশ্বাস্য! প্রথমে প্লিসকোভাকে অভিনন্দন জানাতে চাই। পাশাপাশি স্টেডিয়ামে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার স্বপ্নকে আরও রাঙিয়েছেন। সবাইকে ধন্যবাদ।’
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২৭ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে