ক্রীড়া ডেস্ক
অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমসে নিজেদের প্রথম দুই ম্যাচে বিশাল ব্যবধানে হারার পর আজ প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন পুষ্কর খিসা মিমো-আশরাফুল ইসলামরা।
তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। চীনের হাংঝুর গংশু কানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছেন পুষ্কর-আশরাফুলরা। তার সুফলও পায় বাংলাদেশ। ম্যাচের ৭ মিনিটে দলকে লিড এনে দেন পুষ্কর।
প্রথম কোয়ার্টারের মতো দ্বিতীয় কোয়ার্টারেরও এক গোল পায় বাংলাদেশ। এবার দলের হয়ে ২-০ ব্যবধানের গোলটি করেন মিলন হোসেন। ২৩ মিনিটে গোলটি করেন তিনি। পিছিয়ে তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিঙ্গাপুর। তবে তার আগে ৩-০ গোলে পিছিয়ে পড়ে তারা। পেনাল্টি শট থেকে ৩৫ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন আশরাফুল।
২ মিনিট পরেই অবশ্য গোলের দেখা পায় সিঙ্গাপুর। ৩৮ মিনিটে সিঙ্গাপুরের হয়ে ব্যবধান কমান হরিরাজ নাইডু। তাঁর গোলের রেশ কাটতে না কাটতেই দলকে দ্বিতীয় গোল এনে দেন কেন্ট লু। ফিরতি মিনিটে তিনি দলকে ৩-২ ব্যবধানে আনেন। তবে তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার এক মিনিট আগে বাংলাদেশকে চতুর্থ গোল এনে দেন আরশাদ হোসেন।
৪-২ ব্যবধানে এগিয়ে গিয়ে সিঙ্গাপুরকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি বাংলাদেশ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরও দুর্দান্ত খেলে। বাংলাদেশের হয়ে শুরুটা করেন রাকিবুল হাসান। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে ৫-২ গোলের ব্যবধান এনে দেন তিনি। অবশ্য ৫১ মিনিটে আরও এক গোল শোধ করে সিঙ্গাপুর। দলের হয়ে নিজের দ্বিতীয় গোল করেন হরিরাজ।
হরিরাজের সেই গোলের পর আর কোনো গোল শোধ দিতে পারেনি সিঙ্গাপুর। উল্টো সোহানুর সবুজের শেষ মুহূর্তের জোড়া গোলে বড় পরাজয় দেখতে হয় তাদের। ৫৭ মিনিটের পর ম্যাচের শেষ মিনিটে গোল দুটি করেন সবুজ। দুটি গোলই পেনাল্টি কর্নার থেকে করেন তিনি।
এতে করে ৭-৩ ব্যবধানে এশিয়াডে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জাপানের কাছে ৭-২ ব্যবধানের পর পাকিস্তানের বিপক্ষে ৫-২ গোলে হারে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও ভারত। বর্তমানে ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্টে চারে বাংলাদেশ। ৩ ম্যাচের প্রতিটিতে জিতে ৯ পয়েন্টে শীর্ষে পাকিস্তান।
অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমসে নিজেদের প্রথম দুই ম্যাচে বিশাল ব্যবধানে হারার পর আজ প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন পুষ্কর খিসা মিমো-আশরাফুল ইসলামরা।
তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। চীনের হাংঝুর গংশু কানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছেন পুষ্কর-আশরাফুলরা। তার সুফলও পায় বাংলাদেশ। ম্যাচের ৭ মিনিটে দলকে লিড এনে দেন পুষ্কর।
প্রথম কোয়ার্টারের মতো দ্বিতীয় কোয়ার্টারেরও এক গোল পায় বাংলাদেশ। এবার দলের হয়ে ২-০ ব্যবধানের গোলটি করেন মিলন হোসেন। ২৩ মিনিটে গোলটি করেন তিনি। পিছিয়ে তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিঙ্গাপুর। তবে তার আগে ৩-০ গোলে পিছিয়ে পড়ে তারা। পেনাল্টি শট থেকে ৩৫ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন আশরাফুল।
২ মিনিট পরেই অবশ্য গোলের দেখা পায় সিঙ্গাপুর। ৩৮ মিনিটে সিঙ্গাপুরের হয়ে ব্যবধান কমান হরিরাজ নাইডু। তাঁর গোলের রেশ কাটতে না কাটতেই দলকে দ্বিতীয় গোল এনে দেন কেন্ট লু। ফিরতি মিনিটে তিনি দলকে ৩-২ ব্যবধানে আনেন। তবে তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার এক মিনিট আগে বাংলাদেশকে চতুর্থ গোল এনে দেন আরশাদ হোসেন।
৪-২ ব্যবধানে এগিয়ে গিয়ে সিঙ্গাপুরকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি বাংলাদেশ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরও দুর্দান্ত খেলে। বাংলাদেশের হয়ে শুরুটা করেন রাকিবুল হাসান। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে ৫-২ গোলের ব্যবধান এনে দেন তিনি। অবশ্য ৫১ মিনিটে আরও এক গোল শোধ করে সিঙ্গাপুর। দলের হয়ে নিজের দ্বিতীয় গোল করেন হরিরাজ।
হরিরাজের সেই গোলের পর আর কোনো গোল শোধ দিতে পারেনি সিঙ্গাপুর। উল্টো সোহানুর সবুজের শেষ মুহূর্তের জোড়া গোলে বড় পরাজয় দেখতে হয় তাদের। ৫৭ মিনিটের পর ম্যাচের শেষ মিনিটে গোল দুটি করেন সবুজ। দুটি গোলই পেনাল্টি কর্নার থেকে করেন তিনি।
এতে করে ৭-৩ ব্যবধানে এশিয়াডে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জাপানের কাছে ৭-২ ব্যবধানের পর পাকিস্তানের বিপক্ষে ৫-২ গোলে হারে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও ভারত। বর্তমানে ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্টে চারে বাংলাদেশ। ৩ ম্যাচের প্রতিটিতে জিতে ৯ পয়েন্টে শীর্ষে পাকিস্তান।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১৮ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে