নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাজাখস্তানে ৬০ মিটার স্প্রিন্টে গত বছর সোনা জিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন ইমরানুর রহমান। বছর না ঘুরতেই এই এশিয়ান ইনডোর থেকে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিলেন জহির রায়হান। দৌড়ের ৪০০ মিটারে ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে আজ রুপা জিতেছেন জহির।
জহির জিততে পারতেন সোনাও। ইরানের সাজ্জাদ আঘাইয়ের সঙ্গে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশি স্প্রিন্টারের। একটা সময় পর্যন্ত এগিয়েই ছিলেন জহির, সাজ্জাদ এগিয়ে যেন শেষ সময়ে গিয়ে। শেষ পর্যন্ত জহিরের চেয়ে ১৫ মাইক্রো সেকেন্ড কম নিয়ে ৪৭.৯৫ সেকেন্ডে সোনা জিতেছেন স্বাগতিক স্প্রিন্টার।
এশিয়ান ইনডোরে আগামীকাল আরেকটি পদক জেতার সুযোগ রয়েছে বাংলাদেশের। যার হাত ধরে গতবার সোনা জিতেছিল বাংলাদেশ, সেই ইমরান আবারও উঠেছেন ৬০ মিটারের ফাইনালে। ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালের আজ প্রথম হিটে ৬.৬০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনাল নিশ্চিত করেন ইমরান। এর আগে বাছাইপর্বের তৃতীয় হিটে ৬.৬২ সেকেন্ড সময় নিয়ে সেমিতে উঠেছিলেন বাংলাদেশের দ্রুতমানব। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮.৫৫ মিনিটে সোনা ধরে রাখার লড়াইয়ে ট্র্যাকে নামবেন ইমরান।
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে আজ বাংলাদেশের শুরুটা হয়েছিল দ্রুততম মানবী শিরিন আক্তারের ১৩ তম হওয়ার খবরে। শিরিন না পারলেও এশিয়ান ইনডোরে গতকাল বাংলাদেশের শেষটা হয়েছে একটি পদকের সুসংবাদ আর আরেক পদকের সম্ভাবনা নিয়ে।
কাজাখস্তানে ৬০ মিটার স্প্রিন্টে গত বছর সোনা জিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন ইমরানুর রহমান। বছর না ঘুরতেই এই এশিয়ান ইনডোর থেকে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিলেন জহির রায়হান। দৌড়ের ৪০০ মিটারে ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে আজ রুপা জিতেছেন জহির।
জহির জিততে পারতেন সোনাও। ইরানের সাজ্জাদ আঘাইয়ের সঙ্গে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশি স্প্রিন্টারের। একটা সময় পর্যন্ত এগিয়েই ছিলেন জহির, সাজ্জাদ এগিয়ে যেন শেষ সময়ে গিয়ে। শেষ পর্যন্ত জহিরের চেয়ে ১৫ মাইক্রো সেকেন্ড কম নিয়ে ৪৭.৯৫ সেকেন্ডে সোনা জিতেছেন স্বাগতিক স্প্রিন্টার।
এশিয়ান ইনডোরে আগামীকাল আরেকটি পদক জেতার সুযোগ রয়েছে বাংলাদেশের। যার হাত ধরে গতবার সোনা জিতেছিল বাংলাদেশ, সেই ইমরান আবারও উঠেছেন ৬০ মিটারের ফাইনালে। ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালের আজ প্রথম হিটে ৬.৬০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনাল নিশ্চিত করেন ইমরান। এর আগে বাছাইপর্বের তৃতীয় হিটে ৬.৬২ সেকেন্ড সময় নিয়ে সেমিতে উঠেছিলেন বাংলাদেশের দ্রুতমানব। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮.৫৫ মিনিটে সোনা ধরে রাখার লড়াইয়ে ট্র্যাকে নামবেন ইমরান।
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে আজ বাংলাদেশের শুরুটা হয়েছিল দ্রুততম মানবী শিরিন আক্তারের ১৩ তম হওয়ার খবরে। শিরিন না পারলেও এশিয়ান ইনডোরে গতকাল বাংলাদেশের শেষটা হয়েছে একটি পদকের সুসংবাদ আর আরেক পদকের সম্ভাবনা নিয়ে।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২৭ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে