নাজিম আল শমষের, ঢাকা
প্যারিসের শার্লে স্টেডিয়ামের অলিম্পিক বাছাইপর্বের দ্বিতীয় পর্ব। স্লোভেনিয়ান প্রতিপক্ষ আনা উমেরের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলাদেশের তিরন্দাজ দিয়া সিদ্দিকীর। দিয়ার আত্মবিশ্বাস, তাঁর জয়ের সম্ভাবনা ৯৯ শতাংশ! প্রথম দুই সেটে পিছিয়ে পড়লেও পরের দুই সেটে দারুণভাবে ফিরলেন দিয়া। খেলা গড়াল পঞ্চম সেটে। শেষ সেটে দুজনের স্কোর সমান হওয়ায় এবার টাইব্রেকের পালা। দিয়া-আনা দুজনেরই স্কোর হলো আট। লক্ষ্য থেকে খানিকটা দূরে তির পড়ায় হেরে গেলেন দিয়া। ভেঙে গেল অলিম্পিকে দিয়ার সরাসরি সুযোগ পাওয়ার স্বপ্ন!
প্রায় জেতা ম্যাচটা হেরেছেন, অলিম্পিকে খেলা হবে কি না সেটাও নিশ্চিত নয়। প্যারিসে সতীর্থদের মাঝে দিয়া চেষ্টা করছেন নিজেকে স্বাভাবিক রাখতে। অথচ ভেতরটা জ্বলছে হেরে যাওয়ার যন্ত্রণায়। এমন সময়ই সন্ধ্যায় সতীর্থ রোমান সানার বার্তা ‘অভিনন্দন’! ই–মেইলে ওয়ার্ল্ড আর্চারি জানিয়েছে, বিশেষ আমন্ত্রণে টোকিও অলিম্পিকে রোমান সানার সঙ্গী হয়েছেন বাংলাদেশের আরেক আর্চার দিয়া সিদ্দিকী।
আগামীকাল টোকিওর বিমান ধরবেন দিয়া। সঙ্গী দুই বছর আগে অলিম্পিকে সরাসরি সুযোগ করে নেওয়া আরেক আর্চার রোমান সানা ও শুটার আবদুল্লাহ হেল বাকি। স্বপ্নের অলিম্পিকে খেলতে যাওয়ার আগে নিজের সম্ভাবনা ও লক্ষ্যের কথা জানিয়ে গেছেন প্যারিস বিশ্বকাপে মিক্সড ইভেন্টে রুপাজয়ী তিরন্দাজ। বলেছেন, ‘লক্ষ্য সব সময় উঁচুতে থাকা উচিত। কিন্তু একই সঙ্গে খেয়াল রাখতে হবে বিশ্বের সেরা আর্চাররা অলিম্পিকে খেলেন। সব মিলিয়ে ১৬৮ আর্চার খেলবেন অলিম্পিকে। খুব কঠিন। লোজান-প্যারিস বিশ্বকাপে চীন, কোরিয়া, চায়নিজ তাইপের খেলোয়াড়েরা খেলেনি। আর্চারিতে এসব দেশের আর্চাররা খুবই ভালো করে থাকে। র্যাঙ্কিংয়েও তারা এগিয়ে। তবু চেষ্টা করে যাব।’
বাছাইপর্বে হেরেছেন। কিন্তু যখন অলিম্পিকে খেলতে যাওয়ার আমন্ত্রণপত্রটা পেলেন, কেমন লাগছিল দিয়ার? ‘রোমান ভাই বললেন, তুমি তো অলিম্পিকে আমন্ত্রণ পেয়েছ! ই-মেইলটা খুলে দেখো। মেইল খুলেই দেখি আমাকে অলিম্পিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তখন পর্যন্ত বিশ্বাস করতে পারছিলাম না! কোচ না বলা পর্যন্ত নিশ্চিত হতে পারছিলাম না। খুব করে চাইছিলাম এবারই যেন অলিম্পিকে খেলতে পারি।’—বলছিলেন দিয়া।
কেন এই অনিশ্চয়তা ভর করেছিল মনে, সেটিও খুলে বললেন দিয়া, ‘ভবিষ্যতে কী হবে সেটা তো জানি না। আমাদের পরে আরও ভালো খেলোয়াড় আসবে। এখন হয়তো আমি পর্যায়ে আছি। সেই ধারাটা ভবিষ্যতে নাও থাকতে পারে। খেলোয়াড়দের উত্থান-পতন আছেই। হয়তো দেখা যাবে আমার জায়গাটা কেউ নিয়ে নিয়েছে। সব মিলিয়ে চাইছিলাম এবারই যেন অলিম্পিকে সুযোগটা পাই।’
প্যারিস বিশ্বকাপে মিক্সড ইভেন্টে রোমান সানার সঙ্গী হয়ে রুপা জিতেছিলেন দিয়া। অলিম্পিকেও কি এমন কিছুর স্বপ্নই দেখাচ্ছেন দুই তিরন্দাজ? দিয়া নিজেদের সম্ভাবনার কথা জানালেন এভাবে, ‘রোমান ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। তিনি সব সময় আমাকে দিকনির্দেশনা দেন, সাহস জোগান। বড় মানের একজন খেলোয়াড়, তাঁর কাঁধে বড় দায়িত্ব। রোমান ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়াটা ভীষণ ভালো। ভালো একটা দল গড়তে হলে বোঝাপড়াটাও ভালো হতে হয়।’
ইতিহাস গড়ার প্রথম শর্ত, দলের বোঝাপড়াটা হতে হবে ভালো। সেটি যখন আছে, এখন আসল মঞ্চে দিয়া জ্বলে উঠলেই হয়!
প্যারিসের শার্লে স্টেডিয়ামের অলিম্পিক বাছাইপর্বের দ্বিতীয় পর্ব। স্লোভেনিয়ান প্রতিপক্ষ আনা উমেরের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলাদেশের তিরন্দাজ দিয়া সিদ্দিকীর। দিয়ার আত্মবিশ্বাস, তাঁর জয়ের সম্ভাবনা ৯৯ শতাংশ! প্রথম দুই সেটে পিছিয়ে পড়লেও পরের দুই সেটে দারুণভাবে ফিরলেন দিয়া। খেলা গড়াল পঞ্চম সেটে। শেষ সেটে দুজনের স্কোর সমান হওয়ায় এবার টাইব্রেকের পালা। দিয়া-আনা দুজনেরই স্কোর হলো আট। লক্ষ্য থেকে খানিকটা দূরে তির পড়ায় হেরে গেলেন দিয়া। ভেঙে গেল অলিম্পিকে দিয়ার সরাসরি সুযোগ পাওয়ার স্বপ্ন!
প্রায় জেতা ম্যাচটা হেরেছেন, অলিম্পিকে খেলা হবে কি না সেটাও নিশ্চিত নয়। প্যারিসে সতীর্থদের মাঝে দিয়া চেষ্টা করছেন নিজেকে স্বাভাবিক রাখতে। অথচ ভেতরটা জ্বলছে হেরে যাওয়ার যন্ত্রণায়। এমন সময়ই সন্ধ্যায় সতীর্থ রোমান সানার বার্তা ‘অভিনন্দন’! ই–মেইলে ওয়ার্ল্ড আর্চারি জানিয়েছে, বিশেষ আমন্ত্রণে টোকিও অলিম্পিকে রোমান সানার সঙ্গী হয়েছেন বাংলাদেশের আরেক আর্চার দিয়া সিদ্দিকী।
আগামীকাল টোকিওর বিমান ধরবেন দিয়া। সঙ্গী দুই বছর আগে অলিম্পিকে সরাসরি সুযোগ করে নেওয়া আরেক আর্চার রোমান সানা ও শুটার আবদুল্লাহ হেল বাকি। স্বপ্নের অলিম্পিকে খেলতে যাওয়ার আগে নিজের সম্ভাবনা ও লক্ষ্যের কথা জানিয়ে গেছেন প্যারিস বিশ্বকাপে মিক্সড ইভেন্টে রুপাজয়ী তিরন্দাজ। বলেছেন, ‘লক্ষ্য সব সময় উঁচুতে থাকা উচিত। কিন্তু একই সঙ্গে খেয়াল রাখতে হবে বিশ্বের সেরা আর্চাররা অলিম্পিকে খেলেন। সব মিলিয়ে ১৬৮ আর্চার খেলবেন অলিম্পিকে। খুব কঠিন। লোজান-প্যারিস বিশ্বকাপে চীন, কোরিয়া, চায়নিজ তাইপের খেলোয়াড়েরা খেলেনি। আর্চারিতে এসব দেশের আর্চাররা খুবই ভালো করে থাকে। র্যাঙ্কিংয়েও তারা এগিয়ে। তবু চেষ্টা করে যাব।’
বাছাইপর্বে হেরেছেন। কিন্তু যখন অলিম্পিকে খেলতে যাওয়ার আমন্ত্রণপত্রটা পেলেন, কেমন লাগছিল দিয়ার? ‘রোমান ভাই বললেন, তুমি তো অলিম্পিকে আমন্ত্রণ পেয়েছ! ই-মেইলটা খুলে দেখো। মেইল খুলেই দেখি আমাকে অলিম্পিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তখন পর্যন্ত বিশ্বাস করতে পারছিলাম না! কোচ না বলা পর্যন্ত নিশ্চিত হতে পারছিলাম না। খুব করে চাইছিলাম এবারই যেন অলিম্পিকে খেলতে পারি।’—বলছিলেন দিয়া।
কেন এই অনিশ্চয়তা ভর করেছিল মনে, সেটিও খুলে বললেন দিয়া, ‘ভবিষ্যতে কী হবে সেটা তো জানি না। আমাদের পরে আরও ভালো খেলোয়াড় আসবে। এখন হয়তো আমি পর্যায়ে আছি। সেই ধারাটা ভবিষ্যতে নাও থাকতে পারে। খেলোয়াড়দের উত্থান-পতন আছেই। হয়তো দেখা যাবে আমার জায়গাটা কেউ নিয়ে নিয়েছে। সব মিলিয়ে চাইছিলাম এবারই যেন অলিম্পিকে সুযোগটা পাই।’
প্যারিস বিশ্বকাপে মিক্সড ইভেন্টে রোমান সানার সঙ্গী হয়ে রুপা জিতেছিলেন দিয়া। অলিম্পিকেও কি এমন কিছুর স্বপ্নই দেখাচ্ছেন দুই তিরন্দাজ? দিয়া নিজেদের সম্ভাবনার কথা জানালেন এভাবে, ‘রোমান ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। তিনি সব সময় আমাকে দিকনির্দেশনা দেন, সাহস জোগান। বড় মানের একজন খেলোয়াড়, তাঁর কাঁধে বড় দায়িত্ব। রোমান ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়াটা ভীষণ ভালো। ভালো একটা দল গড়তে হলে বোঝাপড়াটাও ভালো হতে হয়।’
ইতিহাস গড়ার প্রথম শর্ত, দলের বোঝাপড়াটা হতে হবে ভালো। সেটি যখন আছে, এখন আসল মঞ্চে দিয়া জ্বলে উঠলেই হয়!
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩১ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে