ক্রীড়া ডেস্ক, ঢাকা
সেমিফাইনালে ওঠার পরই পদক জয় নিশ্চিত হয়েছিল লভলিনা বড়গোহাইয়ের। কিন্তু কেবল ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে চাননি ভারতের এই নারী বক্সার। বলেছিলেন, সোনা জিতেই দেশে ফিরতে চান তিনি। তাঁর সেই ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ হলো না। অলিম্পিকের সেমিফাইনালে হেরে এখন ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরতে হবে তাঁকে।
অলিম্পিকের মঞ্চে এটি ভারতের তৃতীয় পদক। ভারতের হয়ে অন্য দুটি পদক এসেছে ভারোত্তোলক মীরাবাঈ চানু ও ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর হাত ধরে। সে তালিকায় এবার যুক্ত হলো লভলিনার নামও। অলিম্পিকে বক্সিং ইভেন্টে সেমিফাইনালে হারলেও পদক পাওয়া যায়। তাই আজকে হারার পরও পদক বঞ্চিত থাকতে হচ্ছে না লভলিনাকে। ফাইনালে ওঠার লড়াইয়ে লভলিনা হেরেছেন নারী বক্সিংয়ের অন্যতম সেরা তারকা তুরস্কের বুসেনাজ সুরমেনালি কাছে।
লভলিনার অলিম্পিকের মঞ্চে আসার গল্পটা এত সহজ ছিল না। বাবা ছিলেন চা বাগানের ছোট পদে কাজ করা কর্মচারী। মাত্র ২৫০০ টাকা বেতন পেতেন। মেয়ের মার্শাল আর্ট শেখার শখ পূরণ করতে চড়া সুদেও লোন করতে হয়েছিল তাঁকে। যা পরে কিস্তিতে শোধ করতে হয়েছিল।
এভাবেই স্বপ্নের পথে যাত্রাটা শুরু করেছিলেন লভলিনা। এখন সেই টাকায় যেন এবার বহু গুনে ফির আসল। কেবল বাবার মুখ নয়, উজ্জ্বল করল ভারতের নামও।
সেমিফাইনালে ওঠার পরই পদক জয় নিশ্চিত হয়েছিল লভলিনা বড়গোহাইয়ের। কিন্তু কেবল ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে চাননি ভারতের এই নারী বক্সার। বলেছিলেন, সোনা জিতেই দেশে ফিরতে চান তিনি। তাঁর সেই ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ হলো না। অলিম্পিকের সেমিফাইনালে হেরে এখন ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরতে হবে তাঁকে।
অলিম্পিকের মঞ্চে এটি ভারতের তৃতীয় পদক। ভারতের হয়ে অন্য দুটি পদক এসেছে ভারোত্তোলক মীরাবাঈ চানু ও ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর হাত ধরে। সে তালিকায় এবার যুক্ত হলো লভলিনার নামও। অলিম্পিকে বক্সিং ইভেন্টে সেমিফাইনালে হারলেও পদক পাওয়া যায়। তাই আজকে হারার পরও পদক বঞ্চিত থাকতে হচ্ছে না লভলিনাকে। ফাইনালে ওঠার লড়াইয়ে লভলিনা হেরেছেন নারী বক্সিংয়ের অন্যতম সেরা তারকা তুরস্কের বুসেনাজ সুরমেনালি কাছে।
লভলিনার অলিম্পিকের মঞ্চে আসার গল্পটা এত সহজ ছিল না। বাবা ছিলেন চা বাগানের ছোট পদে কাজ করা কর্মচারী। মাত্র ২৫০০ টাকা বেতন পেতেন। মেয়ের মার্শাল আর্ট শেখার শখ পূরণ করতে চড়া সুদেও লোন করতে হয়েছিল তাঁকে। যা পরে কিস্তিতে শোধ করতে হয়েছিল।
এভাবেই স্বপ্নের পথে যাত্রাটা শুরু করেছিলেন লভলিনা। এখন সেই টাকায় যেন এবার বহু গুনে ফির আসল। কেবল বাবার মুখ নয়, উজ্জ্বল করল ভারতের নামও।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে