ক্রীড়া ডেস্ক
ঢাকা: গত বছর কন্যাসন্তানের বাবা হয়েছিলেন উসাইন বোল্ট। এবার যমজ পুত্রসন্তানের বাবা হলেন এই জ্যামাইকান কিংবদন্তি। রোববার বাবা দিবসে ইনস্টাগ্রামে বোল্ট নিজেই একটি ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন। বোল্টের বাবা হওয়ার খবরে ভক্তরা প্রিয় তারকাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন।
অলিম্পিকে আটটি সোনা জিতেছেন বিশ্বের দ্রুততম দৌড়বিদ বোল্ট। গত বছর করোনার মধ্যেই বোল্ট আর কাসি বেনেটের ঘর আলো করে এসেছিল কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছিলেন অলিম্পিয়া লিও বোল্ট। এবার একেবারে যমজ পুত্রসন্তান এল তাঁদের সংসারে। গতকাল বাবা দিবসে নিজের ইনস্টাগ্রামে পরিবারের সবাইকে নিয়ে একটি পোস্ট করেন বোল্ট। ছবির ক্যাপশনে দুই যমজ সন্তানের নামও জানিয়েছেন বোল্ট। একজনের নাম রেখেছেন থান্ডার বোল্ট, আরেকজন সেন্ট লিয়ো বোল্ট।
ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন বোল্ট। এক ভক্ত মজা করে লিখেছেন, ‘তোমার নাম বোল্ট আর তুমি বিশ্বের দ্রুততম মানব। তোমার সন্তানদেরই তো এ রকম নাম মানায়।’ আরেকজন লিখেছেন, ‘লাইটনিং এবং থান্ডার একসঙ্গে? মনে হচ্ছে বড়সড় একটা ঝড় আসতে চলেছে!’
একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বোল্টের স্ত্রী বেনেট। ছবির ক্যাপশনে বেনেট বোল্টের উদ্দেশে লিখেছেন, ‘তুমিই এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সেরা বাবা। আমরা সবাই তোমাকে ভালোবাসি।’
ঢাকা: গত বছর কন্যাসন্তানের বাবা হয়েছিলেন উসাইন বোল্ট। এবার যমজ পুত্রসন্তানের বাবা হলেন এই জ্যামাইকান কিংবদন্তি। রোববার বাবা দিবসে ইনস্টাগ্রামে বোল্ট নিজেই একটি ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন। বোল্টের বাবা হওয়ার খবরে ভক্তরা প্রিয় তারকাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন।
অলিম্পিকে আটটি সোনা জিতেছেন বিশ্বের দ্রুততম দৌড়বিদ বোল্ট। গত বছর করোনার মধ্যেই বোল্ট আর কাসি বেনেটের ঘর আলো করে এসেছিল কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছিলেন অলিম্পিয়া লিও বোল্ট। এবার একেবারে যমজ পুত্রসন্তান এল তাঁদের সংসারে। গতকাল বাবা দিবসে নিজের ইনস্টাগ্রামে পরিবারের সবাইকে নিয়ে একটি পোস্ট করেন বোল্ট। ছবির ক্যাপশনে দুই যমজ সন্তানের নামও জানিয়েছেন বোল্ট। একজনের নাম রেখেছেন থান্ডার বোল্ট, আরেকজন সেন্ট লিয়ো বোল্ট।
ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন বোল্ট। এক ভক্ত মজা করে লিখেছেন, ‘তোমার নাম বোল্ট আর তুমি বিশ্বের দ্রুততম মানব। তোমার সন্তানদেরই তো এ রকম নাম মানায়।’ আরেকজন লিখেছেন, ‘লাইটনিং এবং থান্ডার একসঙ্গে? মনে হচ্ছে বড়সড় একটা ঝড় আসতে চলেছে!’
একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বোল্টের স্ত্রী বেনেট। ছবির ক্যাপশনে বেনেট বোল্টের উদ্দেশে লিখেছেন, ‘তুমিই এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সেরা বাবা। আমরা সবাই তোমাকে ভালোবাসি।’
কদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১০ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
২৩ মিনিট আগেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১৩ ঘণ্টা আগে