ক্রীড়া ডেস্ক
ব্যান্ডেজে ঢাকা সিমোন বাইলসের বাঁ অ্যাঙ্কেল। কেউ একজন কাছে গিয়ে তাঁর শুশ্রূষা করছেন।
কোয়ালিফিকেশন রাউন্ডে ফ্লোর এক্সারসাইজে পারফর্ম করার সময় এমন দৃশ্য দেখে শঙ্কিত হয়ে গিয়েছিলেন অনেকে—চোট কী আর পারফর্ম করতে দেবে তাঁকে! ‘তাঁকে’ শব্দটার পরিবর্তে এই সময়ের জিমন্যাস্টিকসের বড় তারকাও বলা যায়। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক মিলিয়ে তাঁর নামের পাশে ৩৭টি পদক।
দর্শক-সমর্থকদের উৎকণ্ঠা লাঘব করতে কথা বলতে হলো বাইলসের ব্যক্তিগত এবং যুক্তরাষ্ট্র জিমন্যাস্ট দলের কোচ সেসিলি ল্যান্ডিকে। বললেন, সামান্য ব্যথা পেয়েছেন বাইলস। তবে সেটা অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার মতো তেমন কিছু নয়। আর চোটটাও কয়েক সপ্তাহ আগের।
তবে অ্যাঙ্কেলের অস্বস্তি তাঁর পারফরম্যান্সে তেমন প্রভাব ফেলেনি। অল-অ্যারাউন্ডে করেছেন ৫৯.৫৬৬ স্কোর; যা কোচ ল্যান্ডির ভাষায়, ‘৫৯.৫ চমৎকার একটা স্কোর। পুরোপুরি নিখুঁত না হলেও সে আরও উন্নতি করতে পারে...এটা ভালো স্কোর।’
বাইলসের ভালো কিছু দেখার জন্যই তাঁর পারফরম্যান্সের সময় প্যারিসের বার্সি অ্যারেনায় বসেছিল তারার মেলা। সেই মেলায় ছিলেন না কে! হলিউড তারকা টম ক্রুজ থেকে শুরু করে অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চাস্তেইন, গ্রেটা গারভিগ, পপতারকা আরিয়ানা গ্র্যান্দে, ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর এডিটর-ইন-চিফ আনা উইনট্যুর। তালিকায় আরও ছিলেন অলিম্পিক স্নোবোর্ডের চ্যাম্পিয়ন শন হোয়াইন ও তাঁর স্ত্রী এবং কানাডিয়ান অভিনেত্রী নিনা দোভরেভও।
তারকাদের এই উপস্থিতি হয়তো প্রেরণা জুগিয়েছে বাইলসকে। সেরা ফর্মে থেকেই বছর তিনেক আগে তিনি অংশ নিয়েছিলেন টোকিও অলিম্পিকে। ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিকে ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছিলেন। এই সাফল্যই পরের টোকিও অলিম্পিকে প্রত্যাশা বাড়িয়ে দেয় সমর্থকদের। কিন্তু টোকিও অলিম্পিকে এসে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। সেটা এতটাই যে টোকিওতে একটি রুপা ও একটি ব্রোঞ্জ জয়ের পর টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। তখন অনেকে ভেবেছিলেন, অলিম্পিকে বাইলস-অধ্যায় শেষ। কিন্তু মানসিক চিকিৎসা নিয়ে, মনের জোরে নতুন করে জিমন্যাস্টিকস শুরু করেন বাইলস। তাঁর সেই মনের জোরেরই ফসল—প্যারিসের অলিম্পিক মঞ্চে সিমোন বাইলসকে পারফর্ম করতে দেখা।
মানসিক প্রতিবন্ধকতা যিনি জয় করে এসেছেন, তাঁকে কি কেউ হারাতে পারে নাকি!
ব্যান্ডেজে ঢাকা সিমোন বাইলসের বাঁ অ্যাঙ্কেল। কেউ একজন কাছে গিয়ে তাঁর শুশ্রূষা করছেন।
কোয়ালিফিকেশন রাউন্ডে ফ্লোর এক্সারসাইজে পারফর্ম করার সময় এমন দৃশ্য দেখে শঙ্কিত হয়ে গিয়েছিলেন অনেকে—চোট কী আর পারফর্ম করতে দেবে তাঁকে! ‘তাঁকে’ শব্দটার পরিবর্তে এই সময়ের জিমন্যাস্টিকসের বড় তারকাও বলা যায়। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক মিলিয়ে তাঁর নামের পাশে ৩৭টি পদক।
দর্শক-সমর্থকদের উৎকণ্ঠা লাঘব করতে কথা বলতে হলো বাইলসের ব্যক্তিগত এবং যুক্তরাষ্ট্র জিমন্যাস্ট দলের কোচ সেসিলি ল্যান্ডিকে। বললেন, সামান্য ব্যথা পেয়েছেন বাইলস। তবে সেটা অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার মতো তেমন কিছু নয়। আর চোটটাও কয়েক সপ্তাহ আগের।
তবে অ্যাঙ্কেলের অস্বস্তি তাঁর পারফরম্যান্সে তেমন প্রভাব ফেলেনি। অল-অ্যারাউন্ডে করেছেন ৫৯.৫৬৬ স্কোর; যা কোচ ল্যান্ডির ভাষায়, ‘৫৯.৫ চমৎকার একটা স্কোর। পুরোপুরি নিখুঁত না হলেও সে আরও উন্নতি করতে পারে...এটা ভালো স্কোর।’
বাইলসের ভালো কিছু দেখার জন্যই তাঁর পারফরম্যান্সের সময় প্যারিসের বার্সি অ্যারেনায় বসেছিল তারার মেলা। সেই মেলায় ছিলেন না কে! হলিউড তারকা টম ক্রুজ থেকে শুরু করে অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চাস্তেইন, গ্রেটা গারভিগ, পপতারকা আরিয়ানা গ্র্যান্দে, ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর এডিটর-ইন-চিফ আনা উইনট্যুর। তালিকায় আরও ছিলেন অলিম্পিক স্নোবোর্ডের চ্যাম্পিয়ন শন হোয়াইন ও তাঁর স্ত্রী এবং কানাডিয়ান অভিনেত্রী নিনা দোভরেভও।
তারকাদের এই উপস্থিতি হয়তো প্রেরণা জুগিয়েছে বাইলসকে। সেরা ফর্মে থেকেই বছর তিনেক আগে তিনি অংশ নিয়েছিলেন টোকিও অলিম্পিকে। ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিকে ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছিলেন। এই সাফল্যই পরের টোকিও অলিম্পিকে প্রত্যাশা বাড়িয়ে দেয় সমর্থকদের। কিন্তু টোকিও অলিম্পিকে এসে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। সেটা এতটাই যে টোকিওতে একটি রুপা ও একটি ব্রোঞ্জ জয়ের পর টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। তখন অনেকে ভেবেছিলেন, অলিম্পিকে বাইলস-অধ্যায় শেষ। কিন্তু মানসিক চিকিৎসা নিয়ে, মনের জোরে নতুন করে জিমন্যাস্টিকস শুরু করেন বাইলস। তাঁর সেই মনের জোরেরই ফসল—প্যারিসের অলিম্পিক মঞ্চে সিমোন বাইলসকে পারফর্ম করতে দেখা।
মানসিক প্রতিবন্ধকতা যিনি জয় করে এসেছেন, তাঁকে কি কেউ হারাতে পারে নাকি!
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১০ মিনিট আগেবাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে