ক্রীড়া ডেস্ক
অলিম্পিক ভিলেজে একাধিক অ্যাথলেটের করোনা আক্রান্ত হওয়ার খবরটা পুরোনো। তবে অলিম্পিক শুরুর আগ মুহূর্তে নতুন খবর হচ্ছে, প্রথমবারের মতো জাপানে অবস্থানরত দুই অ্যাথলেট করোনার কারণে গেমস থেকে বাদ পড়লেন।
করোনা পজিটিভ হয়ে ছিটকে যাওয়া দুই অ্যাথলেট হলেন চিলির তায়কোয়ান্দো খেলোয়াড় ফার্নান্দো আগুইরে ও নেদারল্যান্ডসের স্কেটবোর্ডার কেন্ডি জেকবস।
তায়কোয়ান্দোতে প্যান আমেরিকান গেমসে ব্রোঞ্জ মেডেল জেতা আগুইরে উজবেকিস্তান থেকে ফ্লাইট ধরার আগেও নেগেটিভ ছিলেন। কিন্তু জাপানে নেমে পুনরায় টেস্ট করালে তাঁর করোনা পজিটিভ আসে।
অন্যদিকে কেন্ডি ষষ্ঠ অ্যাথলেট হিসেবে অলিম্পিক ভিলেজে মধ্যেই করোনা আক্রান্ত হলেন। আগামী সোমবারই স্কেটবোর্ডিং ইভেন্টে তাঁর অংশ নেওয়ার কথা ছিল। তবে এই সময়ের মাঝে কোয়ারেন্টিনের সময় শেষ না হওয়ায় কেন্ডি আর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুইরের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তবে কেন্ডিকে ভাইরাসের সঙ্গে বেশ লড়াই করতে হচ্ছে। ইনস্টাগ্রামে তিনি নিজেও জানিয়েছেন করোনার সঙ্গে লড়াই করার কথা। কেন্ডি লিখেছেন, ‘আমার মন ভেঙে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে আমার কোভিড–১৯ পজিটিভ এসেছে। যার অর্থ আমার অলিম্পিক অভিযান এখানেই শেষ। তবে সৌভাগ্যবশত আমরা প্রোটোকল মেনে চলেছি, যে কারণে আমার অনেক সতীর্থ আলো ছড়ানোর সুযোগ পাবেন। খেলতে না পারার ক্ষত সারতে আমার কিছু সময় লাগবে। এখন প্যারিস ২০২৪ অলিম্পিকে চোখ রাখছি।’
অলিম্পিক ভিলেজে একাধিক অ্যাথলেটের করোনা আক্রান্ত হওয়ার খবরটা পুরোনো। তবে অলিম্পিক শুরুর আগ মুহূর্তে নতুন খবর হচ্ছে, প্রথমবারের মতো জাপানে অবস্থানরত দুই অ্যাথলেট করোনার কারণে গেমস থেকে বাদ পড়লেন।
করোনা পজিটিভ হয়ে ছিটকে যাওয়া দুই অ্যাথলেট হলেন চিলির তায়কোয়ান্দো খেলোয়াড় ফার্নান্দো আগুইরে ও নেদারল্যান্ডসের স্কেটবোর্ডার কেন্ডি জেকবস।
তায়কোয়ান্দোতে প্যান আমেরিকান গেমসে ব্রোঞ্জ মেডেল জেতা আগুইরে উজবেকিস্তান থেকে ফ্লাইট ধরার আগেও নেগেটিভ ছিলেন। কিন্তু জাপানে নেমে পুনরায় টেস্ট করালে তাঁর করোনা পজিটিভ আসে।
অন্যদিকে কেন্ডি ষষ্ঠ অ্যাথলেট হিসেবে অলিম্পিক ভিলেজে মধ্যেই করোনা আক্রান্ত হলেন। আগামী সোমবারই স্কেটবোর্ডিং ইভেন্টে তাঁর অংশ নেওয়ার কথা ছিল। তবে এই সময়ের মাঝে কোয়ারেন্টিনের সময় শেষ না হওয়ায় কেন্ডি আর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুইরের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তবে কেন্ডিকে ভাইরাসের সঙ্গে বেশ লড়াই করতে হচ্ছে। ইনস্টাগ্রামে তিনি নিজেও জানিয়েছেন করোনার সঙ্গে লড়াই করার কথা। কেন্ডি লিখেছেন, ‘আমার মন ভেঙে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে আমার কোভিড–১৯ পজিটিভ এসেছে। যার অর্থ আমার অলিম্পিক অভিযান এখানেই শেষ। তবে সৌভাগ্যবশত আমরা প্রোটোকল মেনে চলেছি, যে কারণে আমার অনেক সতীর্থ আলো ছড়ানোর সুযোগ পাবেন। খেলতে না পারার ক্ষত সারতে আমার কিছু সময় লাগবে। এখন প্যারিস ২০২৪ অলিম্পিকে চোখ রাখছি।’
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩৫ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে