ক্রীড়া ডেস্ক
শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকলেও সেমিফাইনালের লাইনআপ নিশ্চিত হওয়ার পর থেকেই ভিয়ারিয়ালকে সমীহ করে আসছেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। এমনকি প্রথম লেগে ২-০ গোলে জয়ের পরও পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না লিভারপুল বস। বলেছেন, এখনো খেলা অর্ধেকটা বাকি আছে। তাই শিষ্যদের সতর্কবার্তাই যেন শোনালেন এই জার্মান কোচ।
ঘরের মাঠে দাপুটে ফুটবল খেলে জয় পেয়েছে লিভারপুল। আক্রমণে ও সুযোগ তৈরিতে প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল ‘অল রেড’রা। তবে সেই সুযোগের মাত্র ২টিকেই কাজে লাগাতে পেরেছে তারা। ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম লেগে ২ গোলে এগিয়ে থাকায় অনেকে লিভারপুলকে এখনই ফাইনালে দেখছেন।
তবে এমনটা মানতে নারাজ লিভারপুল বস ক্লপ। তাঁর মতে, লড়াই এখনো অনেক বাকি আছে। ক্লপ বলেন, ‘প্রথমার্ধের খেলা আমার বেশি ভালো লেগেছিল। তবে আমরা গোল পাইনি। চাপ প্রয়োগ করে তারা আমাদের ওপর হুমকির তৈরি করতে পারত। আমরা তাদের ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছি। ২-০ কিন্তু বিপজ্জনক স্কোরলাইন। এখনো অর্ধেক খেলা মাত্র শেষ হয়েছে। এখনো পুরো কাজ বাকি। শতভাগ সতর্ক থাকতে হবে।’
এই ম্যাচে দ্বিতীয় গোলটি এসেছে সাদিও মানের কাছ থেকে। দারুণ ছন্দে থাকা এই স্ট্রাইকারকে নিয়ে ক্লপ বলেন, ‘মানে দারুণ একটি মৌসুম পার করছে।’ এ সময় মানের ব্যালন ডি’অর পাওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে লিভারপুল বস আরও বলেন, ‘মানে বিশ্বমানের খেলোয়াড়। তবে আপনি যদি মেসি বা রোনালদো না হন, তবে ব্যালন ডি’অর জেতার জন্য আপনাকে শিরোপা জিততে হবে। এটা অবশ্য তার সেরা মৌসুম।’
শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকলেও সেমিফাইনালের লাইনআপ নিশ্চিত হওয়ার পর থেকেই ভিয়ারিয়ালকে সমীহ করে আসছেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। এমনকি প্রথম লেগে ২-০ গোলে জয়ের পরও পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না লিভারপুল বস। বলেছেন, এখনো খেলা অর্ধেকটা বাকি আছে। তাই শিষ্যদের সতর্কবার্তাই যেন শোনালেন এই জার্মান কোচ।
ঘরের মাঠে দাপুটে ফুটবল খেলে জয় পেয়েছে লিভারপুল। আক্রমণে ও সুযোগ তৈরিতে প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল ‘অল রেড’রা। তবে সেই সুযোগের মাত্র ২টিকেই কাজে লাগাতে পেরেছে তারা। ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম লেগে ২ গোলে এগিয়ে থাকায় অনেকে লিভারপুলকে এখনই ফাইনালে দেখছেন।
তবে এমনটা মানতে নারাজ লিভারপুল বস ক্লপ। তাঁর মতে, লড়াই এখনো অনেক বাকি আছে। ক্লপ বলেন, ‘প্রথমার্ধের খেলা আমার বেশি ভালো লেগেছিল। তবে আমরা গোল পাইনি। চাপ প্রয়োগ করে তারা আমাদের ওপর হুমকির তৈরি করতে পারত। আমরা তাদের ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছি। ২-০ কিন্তু বিপজ্জনক স্কোরলাইন। এখনো অর্ধেক খেলা মাত্র শেষ হয়েছে। এখনো পুরো কাজ বাকি। শতভাগ সতর্ক থাকতে হবে।’
এই ম্যাচে দ্বিতীয় গোলটি এসেছে সাদিও মানের কাছ থেকে। দারুণ ছন্দে থাকা এই স্ট্রাইকারকে নিয়ে ক্লপ বলেন, ‘মানে দারুণ একটি মৌসুম পার করছে।’ এ সময় মানের ব্যালন ডি’অর পাওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে লিভারপুল বস আরও বলেন, ‘মানে বিশ্বমানের খেলোয়াড়। তবে আপনি যদি মেসি বা রোনালদো না হন, তবে ব্যালন ডি’অর জেতার জন্য আপনাকে শিরোপা জিততে হবে। এটা অবশ্য তার সেরা মৌসুম।’
ফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
৭ মিনিট আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৩৩ মিনিট আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১ ঘণ্টা আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১ ঘণ্টা আগে