ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে খেলেছেন স্বয়ং পেলে। ফুটবলের রাজা ছাড়াও ব্রাজিলের হয়ে এই ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়েছিলেন জিকো, রিভালদো ও রোনালদিনহোর মতো কিংবদন্তিরা। সময়ের পালাক্রমে এই জার্সি পরে এখন খেলছেন নেইমার।
নেইমারের অবসরের পর কার গায়ে উঠবে এই ১০ নম্বর জার্সি? ব্রাজিলিয়ান তারকা ইচ্ছে পোষণ করেছেন, তাঁর অবসরের পর রদ্রিগোর গায়ে এই জার্সি তিনি দেখতে চান।
ইউটিউবে এক আলাপচারিতায় রদ্রিগো নিজেই এ কথা জানিয়েছেন। নেইমারের এই চাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ২১ বছর বয়সী রিয়াল তারকা বলেন, ‘‘নেইমার আমাকে বলেছিলেন, ‘আমি যখন জাতীয় দল ছাড়ব, তখন ১০ নম্বর জার্সিটি হবে তোমার।’ এর জবাবে আমি তাকে কী বলব তা বুঝতে পারছিলাম না। বিব্রত হয়ে হেসে দিয়েছিলাম এবং ঠিক কী বলতে হবে তা জানা ছিল না।”
নেইমার তাঁর জাতীয় দলের সতীর্থ রদ্রিগোর খেলা দেখে মুগ্ধ হয়েই তাঁকে এ কথা বলেছেন ৷ সাম্প্রতিক সময়ে রদ্রিগোও মুগ্ধ হওয়ার মতোই পারফরম্যান্স করেছেন। রিয়ালের হয়ে ২০২১-২২ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে রদ্রিগো।
গেল মৌসুমে রিয়ালের হয়ে সব মিলিয়ে ৪৯ ম্যাচে রদ্রিগো গোল করেছেন ৯টি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে করেছিলেন জোড়া গোল। জাতীয় দলে এর মধ্যে খেলেছেন পাঁচটি ম্যাচ। কাতার বিশ্বকাপেও দলে থাকার সম্ভাবনা আছে এই ফরোয়ার্ডের।
ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে খেলেছেন স্বয়ং পেলে। ফুটবলের রাজা ছাড়াও ব্রাজিলের হয়ে এই ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়েছিলেন জিকো, রিভালদো ও রোনালদিনহোর মতো কিংবদন্তিরা। সময়ের পালাক্রমে এই জার্সি পরে এখন খেলছেন নেইমার।
নেইমারের অবসরের পর কার গায়ে উঠবে এই ১০ নম্বর জার্সি? ব্রাজিলিয়ান তারকা ইচ্ছে পোষণ করেছেন, তাঁর অবসরের পর রদ্রিগোর গায়ে এই জার্সি তিনি দেখতে চান।
ইউটিউবে এক আলাপচারিতায় রদ্রিগো নিজেই এ কথা জানিয়েছেন। নেইমারের এই চাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ২১ বছর বয়সী রিয়াল তারকা বলেন, ‘‘নেইমার আমাকে বলেছিলেন, ‘আমি যখন জাতীয় দল ছাড়ব, তখন ১০ নম্বর জার্সিটি হবে তোমার।’ এর জবাবে আমি তাকে কী বলব তা বুঝতে পারছিলাম না। বিব্রত হয়ে হেসে দিয়েছিলাম এবং ঠিক কী বলতে হবে তা জানা ছিল না।”
নেইমার তাঁর জাতীয় দলের সতীর্থ রদ্রিগোর খেলা দেখে মুগ্ধ হয়েই তাঁকে এ কথা বলেছেন ৷ সাম্প্রতিক সময়ে রদ্রিগোও মুগ্ধ হওয়ার মতোই পারফরম্যান্স করেছেন। রিয়ালের হয়ে ২০২১-২২ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে রদ্রিগো।
গেল মৌসুমে রিয়ালের হয়ে সব মিলিয়ে ৪৯ ম্যাচে রদ্রিগো গোল করেছেন ৯টি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে করেছিলেন জোড়া গোল। জাতীয় দলে এর মধ্যে খেলেছেন পাঁচটি ম্যাচ। কাতার বিশ্বকাপেও দলে থাকার সম্ভাবনা আছে এই ফরোয়ার্ডের।
ফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
২১ মিনিট আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
১ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১ ঘণ্টা আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১ ঘণ্টা আগে