বার্সা সভাপতির সঙ্গে কী কথা হয়েছে মেসির বাবার 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ১৫: ৩৫

যতই দিন যাচ্ছে, লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা উঁকি দিচ্ছে। কান পাতলেই শোনা যায় মেসির বার্সায় ফেরার গুঞ্জন। মেসির বাবা হোর্হে মেসি এবার দেখা করেছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে। 

মেসির বাবার সঙ্গে লাপোর্তার সাক্ষাতের কথা জানিয়েছে স্পেনের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম কাদেনা সার। স্প্যানিশ এই সংবাদমাধ্যম জানিয়েছে, কদিন আগে মেসির বাবা ও এজেন্ট দেখা করেছেন লাপোর্তার সঙ্গে। বার্সায় মেসির ফেরার ব্যাপারে কোনো আলাপ হয়নি। তবে মেসিকে সম্মান জানাতে ক্যাম্প ন্যুতে এক বিশেষ ম্যাচ আয়োজন করার কথা উল্লেখ করেছেন বার্সা সভাপতি।

২০২১ সালে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমান মেসি। এ বছরের জুনে পিএসজির সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন করে চুক্তি না বাড়ানোর সম্ভাবনাই বেশি। কেননা, গত মাসে ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক বিচ্ছেদের কথা জানিয়েছে। এমন অবস্থায় অনেক জায়গায়, বিশেষ করে বার্সার কথা শোনা যাচ্ছে বেশি।

এর আগেও মেসিকে পরোক্ষভাবে বার্সেলোনায় ফেরানোর চেষ্টা করেছিলেন লাপোর্তা। মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে যোগাযোগ করেছিলেন বার্সার বর্তমান সভাপতি। এ ব্যাপারে লাপোর্তা তখন বলেন, ‘আমি হোর্হে মেসির সঙ্গে কথা বলেছি। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলেছি এবং মেসিকে সম্মান জানাতে একটি বিশেষ ম্যাচ আয়োজন করতে চাই। সে এখন পিএসজিতে আছে। তাই আমি বলতে চাই না যে সে ফিরবে কি ফিরবে না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত