ক্রীড়া ডেস্ক
যে শিরোপা কাছে পেতে এত কিছু, এত অপেক্ষা—সেটি অবশেষে এসেছে। লিওনেল মেসি শিরোপাটা যেন কিছুতেই হাতছাড়া করতে চান না! আর্জেন্টিনায় পৌঁছে একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলেন। সকালে তাঁর বিছানায় দেখা গেল ট্রফিটাও।
অবশ্য ট্রফি নিয়ে ঘুমানোর দৃশ্য অপরিচিত নয়। তারকারা বড় শিরোপা জিতলে বিছানায় নিয়ে এটির একটি ছবি দেবেনই সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু মেসির কাছে এই শিরোপার তাৎপর্য অন্যরকম। আর্জেন্টিনায় মেসিরা পৌঁছেছেন গতকাল স্থানীয় সময় রাত আড়াইটায়। এই মুহূর্তে সেখানে সকাল। ঘুম থেকে উঠেই মেসি ট্রফি নিয়ে ‘শুভ সকাল’ জানিয়েছেন ভক্ত-সমর্থকদের।
দোহা থেকে ২১ ঘণ্টার ভ্রমণ শেষে বুয়েনস এইরেসে গভীর রাতে পৌঁছেই মেসিরা অনুভব করেছেন, তাঁদের বরণ করে নিতে লাখ লাখ আর্জেন্টাইনরা অধীর অপেক্ষায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেসিরা রাতেই বুয়েনস এইরেসে বিমানবন্দরের কাছে একটি হোটেলে উঠেছেন। সেখান থেকে আজ তাঁদের যাওয়ার কথা গণ সংবর্ধনায়।
মেসিরা ট্রফি হাতে ছাদ খোলা বাসে জনতার স্রোতে যাবেন—এমন সকাল, এমন দিন আর্জেন্টাইনরা পেল ৩৬ বছর পর।
যে শিরোপা কাছে পেতে এত কিছু, এত অপেক্ষা—সেটি অবশেষে এসেছে। লিওনেল মেসি শিরোপাটা যেন কিছুতেই হাতছাড়া করতে চান না! আর্জেন্টিনায় পৌঁছে একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলেন। সকালে তাঁর বিছানায় দেখা গেল ট্রফিটাও।
অবশ্য ট্রফি নিয়ে ঘুমানোর দৃশ্য অপরিচিত নয়। তারকারা বড় শিরোপা জিতলে বিছানায় নিয়ে এটির একটি ছবি দেবেনই সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু মেসির কাছে এই শিরোপার তাৎপর্য অন্যরকম। আর্জেন্টিনায় মেসিরা পৌঁছেছেন গতকাল স্থানীয় সময় রাত আড়াইটায়। এই মুহূর্তে সেখানে সকাল। ঘুম থেকে উঠেই মেসি ট্রফি নিয়ে ‘শুভ সকাল’ জানিয়েছেন ভক্ত-সমর্থকদের।
দোহা থেকে ২১ ঘণ্টার ভ্রমণ শেষে বুয়েনস এইরেসে গভীর রাতে পৌঁছেই মেসিরা অনুভব করেছেন, তাঁদের বরণ করে নিতে লাখ লাখ আর্জেন্টাইনরা অধীর অপেক্ষায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেসিরা রাতেই বুয়েনস এইরেসে বিমানবন্দরের কাছে একটি হোটেলে উঠেছেন। সেখান থেকে আজ তাঁদের যাওয়ার কথা গণ সংবর্ধনায়।
মেসিরা ট্রফি হাতে ছাদ খোলা বাসে জনতার স্রোতে যাবেন—এমন সকাল, এমন দিন আর্জেন্টাইনরা পেল ৩৬ বছর পর।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে