ক্রীড়া ডেস্ক
এবারের মৌসুমে এতই বাজে পারফরম্যান্স যে অন্তর্বর্তীকালীন কোচকেও বরখাস্ত করতে হলো টটেনহামের। গত মাসের শেষের দিকে ছাঁটাই হন পূর্ণকালীন কোচ আন্তোনিও কন্তে। পরে তাঁর জায়গায় ক্রিস্টিয়ান স্টেল্লিনিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় টটেনহাম। কিন্তু এবার তিনিও বরখাস্ত হলেন।
এক মাসের মাথায় স্টেল্লিনিকে ছাঁটাই করেছে টটেনহাম। তাঁর পরিবর্তে এবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন রায়ান ম্যাসন। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পাঁচে থাকলেও এবারের মৌসুমে পারফরম্যান্স একদম বাজে টটেনহামের।
স্টেল্লিনির ছাঁটাই নিয়ে টটেনহামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলছেন, ‘নিউক্যাসলের বিপক্ষ ৬-১ গোলের ফল অগ্রহণযোগ্য। দেখতে বিধ্বংসী ছিল। এটি কেন ঘটেছে তার কারণ হিসেবে আমরা অনেক কিছু বলতে পারি। সম্মিলিতভাবে বোর্ড, কোচ, খেলোয়াড় এবং আমাকে এর দায়িত্ব নিতে হবে। তবে শেষ পর্যন্ত দায়ভার আমার।’
পরে স্টেল্লিনিকে শুভকামনা জানিয়ে লেভি আরও বলেছেন, ‘ক্রিস্টিয়ান মৌসুমের কঠিন এক সময়ে দায়িত্ব নিয়েছে। এ জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। পেশাদারি মনোভাব দেখিয়ে সে এবং তার কোচিং স্টাফরা এমন একটি চ্যালেঞ্জিং সময়ে দলকে পরিচালনা করেছে।’
শেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে বিধ্বস্ত হওয়াতেই অবশ্য স্টেল্লিনির ছাঁটাই নিয়ে গুঞ্জন উঠেছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। প্রতিপক্ষের মাঠে সেদিন ৬-১ গোলে বিধ্বস্ত হয় টটেনহাম, যা এবারের মৌসুমে তাদের সবচেয়ে বড় পরাজয়। ৬ গোলের ৫টি আবারও ম্যাচ শুরুর ২১ মিনিটেই হজম করে তারা, যার ফল ৪ ম্যাচ পরেই দায়িত্ব থেকে ছাঁটাই হলেন স্টেল্লিনি।
এবারের মৌসুমে এতই বাজে পারফরম্যান্স যে অন্তর্বর্তীকালীন কোচকেও বরখাস্ত করতে হলো টটেনহামের। গত মাসের শেষের দিকে ছাঁটাই হন পূর্ণকালীন কোচ আন্তোনিও কন্তে। পরে তাঁর জায়গায় ক্রিস্টিয়ান স্টেল্লিনিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় টটেনহাম। কিন্তু এবার তিনিও বরখাস্ত হলেন।
এক মাসের মাথায় স্টেল্লিনিকে ছাঁটাই করেছে টটেনহাম। তাঁর পরিবর্তে এবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন রায়ান ম্যাসন। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পাঁচে থাকলেও এবারের মৌসুমে পারফরম্যান্স একদম বাজে টটেনহামের।
স্টেল্লিনির ছাঁটাই নিয়ে টটেনহামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলছেন, ‘নিউক্যাসলের বিপক্ষ ৬-১ গোলের ফল অগ্রহণযোগ্য। দেখতে বিধ্বংসী ছিল। এটি কেন ঘটেছে তার কারণ হিসেবে আমরা অনেক কিছু বলতে পারি। সম্মিলিতভাবে বোর্ড, কোচ, খেলোয়াড় এবং আমাকে এর দায়িত্ব নিতে হবে। তবে শেষ পর্যন্ত দায়ভার আমার।’
পরে স্টেল্লিনিকে শুভকামনা জানিয়ে লেভি আরও বলেছেন, ‘ক্রিস্টিয়ান মৌসুমের কঠিন এক সময়ে দায়িত্ব নিয়েছে। এ জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। পেশাদারি মনোভাব দেখিয়ে সে এবং তার কোচিং স্টাফরা এমন একটি চ্যালেঞ্জিং সময়ে দলকে পরিচালনা করেছে।’
শেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে বিধ্বস্ত হওয়াতেই অবশ্য স্টেল্লিনির ছাঁটাই নিয়ে গুঞ্জন উঠেছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। প্রতিপক্ষের মাঠে সেদিন ৬-১ গোলে বিধ্বস্ত হয় টটেনহাম, যা এবারের মৌসুমে তাদের সবচেয়ে বড় পরাজয়। ৬ গোলের ৫টি আবারও ম্যাচ শুরুর ২১ মিনিটেই হজম করে তারা, যার ফল ৪ ম্যাচ পরেই দায়িত্ব থেকে ছাঁটাই হলেন স্টেল্লিনি।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১৯ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে