ক্রীড়া ডেস্ক
ব্রাজিল যতবার জাপান সফর করেছে, দুহাত ভরে পেয়েছে। সূর্যোদয়ের দেশে তারা যতবারই খেলতে নেমেছে, জয়ের আনন্দে মেতেছে।
দুই দশক আগে এই জাপান থেকেই নিজেদের পঞ্চম আর সর্বশেষ বিশ্বকাপ জয় করে ফিরেছিল ব্রাজিলিয়ানরা। তবে আজ আরেকটু হলেই অজেয় থাকার রেকর্ড ছেদ পড়ত তাদের।
সেটি অবশ্য হতে দেননি নেইমার। ৭৭ মিনিটে তাঁর সফল স্পট কিকে জাপানকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগের ম্যাচে মুড়ি-মুড়কির মতো গোল করেছে ব্রাজিল। তবে টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে আজ ব্রাজিলিয়ানদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন জাপানি গোলরক্ষক শুইচি গন্ডা। কাজটা কঠিন করে তুলেছিল পোস্টও। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত কষ্টের জয় নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল।
এস্তোনিয়ার বিপক্ষে গত রাতে লিওনেল মেসি একাই করেছেন ৫ গোল, সুইজারল্যান্ডকে উড়িয়ে দেওয়ার ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো দুবার পেয়েছেন জালের সন্ধান। আজ ব্রাজিলকে জেতাতেও প্রাণভোমরা নেইমারকেই এগিয়ে আসতে হলো।
এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে নেইমার গোল হলো ৭৪টি। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করা কিংবদন্তি পেলেকে ছুঁতে পিএসজি তারকার দরকার আর তিনটি।
জাপানের বিপক্ষে ম্যাচের স্কোরলাইন দেখে অবশ্য ব্রাজিলের দাপট বোঝার উপায় নেই। ৫৩ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে ২১টি শট নেন নেইমার-ভিনিসিয়াস জুনিয়র-কাসেমিরোরা, যার পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে স্বাগতিকদের সব শট ছিল লক্ষ্যভ্রষ্ট।
ম্যাচের শেষ ভাগে ব্রাজিলের একের পর আক্রমণে বেকায়দায় পড়ে জাপান। রিচার্লিসনকে রুখতে নিজেদের বক্সে ফাউল করে বসেন ইয়াতারু এন্ডো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। সেটি থেকেই ম্যাচের ব্যবধান গড়ে দেন নেইমার।
এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ইউতো নাগাতোমো। দীর্ঘ ১৪ বছর জাপানের রক্ষণভাগ আগলে রাখা ডিফেন্ডার দেশের হয়ে খেলেছেন ১৩৫ ম্যাচ।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
ব্রাজিল যতবার জাপান সফর করেছে, দুহাত ভরে পেয়েছে। সূর্যোদয়ের দেশে তারা যতবারই খেলতে নেমেছে, জয়ের আনন্দে মেতেছে।
দুই দশক আগে এই জাপান থেকেই নিজেদের পঞ্চম আর সর্বশেষ বিশ্বকাপ জয় করে ফিরেছিল ব্রাজিলিয়ানরা। তবে আজ আরেকটু হলেই অজেয় থাকার রেকর্ড ছেদ পড়ত তাদের।
সেটি অবশ্য হতে দেননি নেইমার। ৭৭ মিনিটে তাঁর সফল স্পট কিকে জাপানকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগের ম্যাচে মুড়ি-মুড়কির মতো গোল করেছে ব্রাজিল। তবে টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে আজ ব্রাজিলিয়ানদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন জাপানি গোলরক্ষক শুইচি গন্ডা। কাজটা কঠিন করে তুলেছিল পোস্টও। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত কষ্টের জয় নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল।
এস্তোনিয়ার বিপক্ষে গত রাতে লিওনেল মেসি একাই করেছেন ৫ গোল, সুইজারল্যান্ডকে উড়িয়ে দেওয়ার ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো দুবার পেয়েছেন জালের সন্ধান। আজ ব্রাজিলকে জেতাতেও প্রাণভোমরা নেইমারকেই এগিয়ে আসতে হলো।
এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে নেইমার গোল হলো ৭৪টি। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করা কিংবদন্তি পেলেকে ছুঁতে পিএসজি তারকার দরকার আর তিনটি।
জাপানের বিপক্ষে ম্যাচের স্কোরলাইন দেখে অবশ্য ব্রাজিলের দাপট বোঝার উপায় নেই। ৫৩ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে ২১টি শট নেন নেইমার-ভিনিসিয়াস জুনিয়র-কাসেমিরোরা, যার পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে স্বাগতিকদের সব শট ছিল লক্ষ্যভ্রষ্ট।
ম্যাচের শেষ ভাগে ব্রাজিলের একের পর আক্রমণে বেকায়দায় পড়ে জাপান। রিচার্লিসনকে রুখতে নিজেদের বক্সে ফাউল করে বসেন ইয়াতারু এন্ডো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। সেটি থেকেই ম্যাচের ব্যবধান গড়ে দেন নেইমার।
এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ইউতো নাগাতোমো। দীর্ঘ ১৪ বছর জাপানের রক্ষণভাগ আগলে রাখা ডিফেন্ডার দেশের হয়ে খেলেছেন ১৩৫ ম্যাচ।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
ফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
২৮ মিনিট আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
১ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১ ঘণ্টা আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১ ঘণ্টা আগে