ক্রীড়া ডেস্ক
নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই জিতেছে ইন্টার মায়ামি। তবে লিওনেল মেসি মায়ামিতে ধারাবাহিক হতে পারছেন না কিছুতেই। এক ম্যাচ খেলেন তো অপর ম্যাচে তাঁকে দেখা যায় না। এবার মেসিকে না খেলানোয় ক্ষমা চাইলেন মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো।
মেসি ফেরার পরই ১৯ মে এমএলএসে ডিসি ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পায় মায়ামি। ম্যাচটি ছিল মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়াম। এক সপ্তাহ পর আজ ভ্যানকুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে খেলেছে মায়ামি। বিসি প্লেসে এমএলএসের ম্যাচটিতে মূল একাদশ তো দূরে থাক, মায়ামির বদলি খেলোয়াড়দের তালিকাতেও রাখা হয়নি মেসিকে। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে বিশ্রাম দেওয়ায় ভক্ত-সমর্থকেরা হতাশ হয়ে পড়েন। ‘লিওনেল মেসি কোথায়’ ভক্তরা এমন স্লোগান দিতে থাকেন। শুধু মেসিই নয়, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতসের মতো তারকাদের খেলানো হয়নি। ম্যাচ শেষে মার্তিনো বলেন, ‘আমাদের যে পরিমাণ খেলোয়াড় অনুপস্থিত, তাতে এটা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি না যে ক্ষমা চাইতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ক্ষমা চাইতে হয়। কেননা, আমরা তারকাদের নিয়ে আসতে পারিনি। বড় খেলোয়াড়দের ছাড়া যেহেতু আমরা এখানে এসেছি, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে।’
মেসি-বুসকেতস-সুয়ারেজরা যেমন ছিলেন না, তেমনি আজ দেখা যায়নি মায়ামির অন্যতম তারকা মিডফিল্ডার ডিয়েগো গোমেজকেও। এই ম্যাচে ভ্যাঙ্কুভারকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। ৩৮ ও ৫৪ মিনিটে মায়ামির গোল দুটি করেন রবার্ট টেলর ও লিওনার্দো কাম্পানা। মার্তিনো বলেন, ‘লিও, লুইস, বুসি, ডিয়েগো গোমেজ—কেউ ছিল না। তবু আমরা ভালো করেছি।’
এবারের এমএলএসে ইস্টার্ন কনফারেনসের শীর্ষে মায়ামি। ১৬ ম্যাচে ১০ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে ৩৪ পয়েন্ট দলটির। ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিনসিনাটি। ওয়েস্টার্ন কনফারেনসের ৭ নম্বরে রয়েছে ভ্যানকুভার।
নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই জিতেছে ইন্টার মায়ামি। তবে লিওনেল মেসি মায়ামিতে ধারাবাহিক হতে পারছেন না কিছুতেই। এক ম্যাচ খেলেন তো অপর ম্যাচে তাঁকে দেখা যায় না। এবার মেসিকে না খেলানোয় ক্ষমা চাইলেন মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো।
মেসি ফেরার পরই ১৯ মে এমএলএসে ডিসি ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পায় মায়ামি। ম্যাচটি ছিল মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়াম। এক সপ্তাহ পর আজ ভ্যানকুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে খেলেছে মায়ামি। বিসি প্লেসে এমএলএসের ম্যাচটিতে মূল একাদশ তো দূরে থাক, মায়ামির বদলি খেলোয়াড়দের তালিকাতেও রাখা হয়নি মেসিকে। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে বিশ্রাম দেওয়ায় ভক্ত-সমর্থকেরা হতাশ হয়ে পড়েন। ‘লিওনেল মেসি কোথায়’ ভক্তরা এমন স্লোগান দিতে থাকেন। শুধু মেসিই নয়, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতসের মতো তারকাদের খেলানো হয়নি। ম্যাচ শেষে মার্তিনো বলেন, ‘আমাদের যে পরিমাণ খেলোয়াড় অনুপস্থিত, তাতে এটা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি না যে ক্ষমা চাইতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ক্ষমা চাইতে হয়। কেননা, আমরা তারকাদের নিয়ে আসতে পারিনি। বড় খেলোয়াড়দের ছাড়া যেহেতু আমরা এখানে এসেছি, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে।’
মেসি-বুসকেতস-সুয়ারেজরা যেমন ছিলেন না, তেমনি আজ দেখা যায়নি মায়ামির অন্যতম তারকা মিডফিল্ডার ডিয়েগো গোমেজকেও। এই ম্যাচে ভ্যাঙ্কুভারকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। ৩৮ ও ৫৪ মিনিটে মায়ামির গোল দুটি করেন রবার্ট টেলর ও লিওনার্দো কাম্পানা। মার্তিনো বলেন, ‘লিও, লুইস, বুসি, ডিয়েগো গোমেজ—কেউ ছিল না। তবু আমরা ভালো করেছি।’
এবারের এমএলএসে ইস্টার্ন কনফারেনসের শীর্ষে মায়ামি। ১৬ ম্যাচে ১০ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে ৩৪ পয়েন্ট দলটির। ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিনসিনাটি। ওয়েস্টার্ন কনফারেনসের ৭ নম্বরে রয়েছে ভ্যানকুভার।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৮ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩৯ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে