ক্রীড়া ডেস্ক
সেন্ট জেমস পার্কের প্রথম ২১ মিনিট দেখেই বোঝা গিয়েছে নিউক্যাসল-টটেনহামের ম্যাচের ফল কী হতে যাচ্ছে। ম্যাচ শেষে অনুমেয় ফলটাই হয়েছে। নির্ধারিত সময় শেষে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে হেরেছে টটেনহাম। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা।
গত ম্যাচে নিজেদের মাঠ হটস্পারে বোর্নমাউথের কাছে ৩-২ গোলের পরাজয় ভুলে আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল টটেনহামের। ঘুরে দাঁড়ানো তো হয়নি উল্টো নিউক্যাসলের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। ম্যাচ শুরু হতে না হতেই ২ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে হ্যারি কেইন-সন হিয়ুং-মিনরা।
জ্যাকব মারফির গোলে নিজেদের দর্শকদের সামনে এগিয়ে যায় নিউক্যাসল। এরপর তো গোল উৎসব শুরু করে তারা। ২১ মিনিটের মধ্যে পাঁচ গোল দিয়ে বসে টটেনহামের জালে। ৯ মিনিটে মারফির দ্বিতীয় গোলের আগে এক গোল করেন জোলিন্টন। আর তিন মিনিটের মধ্যে জোড়া গোল করেন আলেক্সজান্ডার ইসাক। পাঁচ গোল হজম করেন তখন অকুল পাথারের মতো টটেনহাম।
তবে বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোল হজম করেনি টটেনহাম। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এক গোল শোধ করেন অধিনায়ক কেইন। তখন মনে হয়েছিল হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তাঁর দল। কিন্তু ম্যাচ শেষে সেটিই তাঁদের প্রথম ও শেষ গোল হয়ে থাকে। এর মাঝে উল্টো আরও একটি গোল হজম করে বসে টটেনহাম। ৬৭ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক দেন নিউক্যাসলের স্ট্রাইকার কালাম উইলসন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত এবারের মৌসুমে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় দেখল টটেনহাম। নিউক্যাসলের কাছে ৬-১ গোলে হারার আগে মৌসুমের বড় হারটি ছিল লেস্টার সিটির বিপক্ষে। ১১ ফেব্রুয়ারির ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচে থাকা দল।
এ হারে অবশ্য পয়েন্ট তালিকায় আগের জায়গাই ধরে রেখেছে টটেনহাম। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্টে পাঁচে আছে তারা। অন্যদিকে নিউক্যাসল এ ম্যাচের তিন পয়েন্টসহ ৫৯ পয়েন্টে তিনে। শুরু থেকেই মৌসুমে দুর্দান্ত খেলা দলটি এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছে।
সেন্ট জেমস পার্কের প্রথম ২১ মিনিট দেখেই বোঝা গিয়েছে নিউক্যাসল-টটেনহামের ম্যাচের ফল কী হতে যাচ্ছে। ম্যাচ শেষে অনুমেয় ফলটাই হয়েছে। নির্ধারিত সময় শেষে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে হেরেছে টটেনহাম। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা।
গত ম্যাচে নিজেদের মাঠ হটস্পারে বোর্নমাউথের কাছে ৩-২ গোলের পরাজয় ভুলে আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল টটেনহামের। ঘুরে দাঁড়ানো তো হয়নি উল্টো নিউক্যাসলের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। ম্যাচ শুরু হতে না হতেই ২ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে হ্যারি কেইন-সন হিয়ুং-মিনরা।
জ্যাকব মারফির গোলে নিজেদের দর্শকদের সামনে এগিয়ে যায় নিউক্যাসল। এরপর তো গোল উৎসব শুরু করে তারা। ২১ মিনিটের মধ্যে পাঁচ গোল দিয়ে বসে টটেনহামের জালে। ৯ মিনিটে মারফির দ্বিতীয় গোলের আগে এক গোল করেন জোলিন্টন। আর তিন মিনিটের মধ্যে জোড়া গোল করেন আলেক্সজান্ডার ইসাক। পাঁচ গোল হজম করেন তখন অকুল পাথারের মতো টটেনহাম।
তবে বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোল হজম করেনি টটেনহাম। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এক গোল শোধ করেন অধিনায়ক কেইন। তখন মনে হয়েছিল হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তাঁর দল। কিন্তু ম্যাচ শেষে সেটিই তাঁদের প্রথম ও শেষ গোল হয়ে থাকে। এর মাঝে উল্টো আরও একটি গোল হজম করে বসে টটেনহাম। ৬৭ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক দেন নিউক্যাসলের স্ট্রাইকার কালাম উইলসন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত এবারের মৌসুমে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় দেখল টটেনহাম। নিউক্যাসলের কাছে ৬-১ গোলে হারার আগে মৌসুমের বড় হারটি ছিল লেস্টার সিটির বিপক্ষে। ১১ ফেব্রুয়ারির ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচে থাকা দল।
এ হারে অবশ্য পয়েন্ট তালিকায় আগের জায়গাই ধরে রেখেছে টটেনহাম। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্টে পাঁচে আছে তারা। অন্যদিকে নিউক্যাসল এ ম্যাচের তিন পয়েন্টসহ ৫৯ পয়েন্টে তিনে। শুরু থেকেই মৌসুমে দুর্দান্ত খেলা দলটি এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছে।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৯ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে