ক্রীড়া ডেস্ক
মঞ্চটা প্রস্তুতই ছিল—যে দল জিতবে তারাই উয়েফা কনফারেন্স লিগের নতুন চ্যাম্পিয়ন হবে। তবে ফিওরেন্টিনার চেয়ে অলিম্পিয়াকোসের সামনে আরও বড় ইতিহাস গড়ার সুযোগ ছিল। সেই সুযোগের সদ্ব্যবহারও করেছে গ্রিসের ক্লাব।
অ্যাথেন্সের সোফিয়া স্টেডিয়ামে গতকাল ফিওরেন্টিনাকে ১-০ গোল হারিয়ে ইতিহাস গড়েছে অলিম্পিয়াকোস। গ্রিসের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান কোনো শিরোপা জিতেছে তারা। গ্রিস ফুটবলের ইতিহাসে এমন নজির নেই দেশটির কোনো ক্লাবের। এর আগে সর্বোচ্চ সাফল্য বলতে ১৯৭১ সালে ইউরোপিয়ান কাপে (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ) রানার্সআপ হয়েছিল গ্রিসের সবচেয়ে সফল দল প্যানাথিনাইকোস।
সেবার উয়েফার প্রথম শিরোপাজয়ের খুব কাছে গিয়েও স্বাদটা পাওয়া হয়নি প্যানাথিনাইকোসের। ৫৩ বছর আগে ইউরোপিয়ান কাপের ফাইনালে ইয়োহান ক্রুইফদের আয়াক্সের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল তাদের। ইউরোপিয়ান শিরোপার সেই দীর্ঘ খরা এবার কাটাল অলিম্পিয়াকোস। শিরোপাজয়ের নায়ক হচ্ছেন আইয়ুব এল কাবির।
কাবির গোলেই স্মরণীয় মুহূর্তটা উপভোগ করছেন গ্রিক সমর্থকেরা। নির্ধারিত সময় শেষে যখন অতিরিক্ত সময়ও শেষের পথে, ঠিক তখনই ক্লাব সমর্থকদের শ্রেষ্ঠতম মুহূর্তটি এনে দিলেন মরোক্কান স্ট্রাইকার। ১১৬ মিনিটে গোল করে পাইরায়েয়ুস অঞ্চলকে উৎসবের নগরী বানিয়ে দিলেন তিনি। অঞ্চলটির কোরাই স্কয়ার আতশবাজি ও পটকায় এখন মুখরিত।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না অলিম্পিয়াকোসের উইঙ্গার গিওর্গোস মাসুরাস। তিনি বলেছেন, ‘বলার ভাষাই হারিয়েছি। আমরা এখন ইউরোপের অভিজাতদের কাতারে। তবে এই ধরা আমাদের ভবিষ্যতে ধরে রাখতে হবে।’
অলিম্পিয়াকোসের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ফিওরেন্টিনার কষ্টটা আরও বেড়েছে। গতবারও উয়েফার তৃতীয় স্তরের লিগ শিরোপাজয়ের সুযোগ পেয়েছিল ইতালিয়ান ক্লাবটি। কিন্তু সেবারও হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে তাদের। গত মৌসুমে ওয়েস্ট হামের কাছে ২-১ গোলে হেরেছিল তারা।
মঞ্চটা প্রস্তুতই ছিল—যে দল জিতবে তারাই উয়েফা কনফারেন্স লিগের নতুন চ্যাম্পিয়ন হবে। তবে ফিওরেন্টিনার চেয়ে অলিম্পিয়াকোসের সামনে আরও বড় ইতিহাস গড়ার সুযোগ ছিল। সেই সুযোগের সদ্ব্যবহারও করেছে গ্রিসের ক্লাব।
অ্যাথেন্সের সোফিয়া স্টেডিয়ামে গতকাল ফিওরেন্টিনাকে ১-০ গোল হারিয়ে ইতিহাস গড়েছে অলিম্পিয়াকোস। গ্রিসের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান কোনো শিরোপা জিতেছে তারা। গ্রিস ফুটবলের ইতিহাসে এমন নজির নেই দেশটির কোনো ক্লাবের। এর আগে সর্বোচ্চ সাফল্য বলতে ১৯৭১ সালে ইউরোপিয়ান কাপে (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ) রানার্সআপ হয়েছিল গ্রিসের সবচেয়ে সফল দল প্যানাথিনাইকোস।
সেবার উয়েফার প্রথম শিরোপাজয়ের খুব কাছে গিয়েও স্বাদটা পাওয়া হয়নি প্যানাথিনাইকোসের। ৫৩ বছর আগে ইউরোপিয়ান কাপের ফাইনালে ইয়োহান ক্রুইফদের আয়াক্সের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল তাদের। ইউরোপিয়ান শিরোপার সেই দীর্ঘ খরা এবার কাটাল অলিম্পিয়াকোস। শিরোপাজয়ের নায়ক হচ্ছেন আইয়ুব এল কাবির।
কাবির গোলেই স্মরণীয় মুহূর্তটা উপভোগ করছেন গ্রিক সমর্থকেরা। নির্ধারিত সময় শেষে যখন অতিরিক্ত সময়ও শেষের পথে, ঠিক তখনই ক্লাব সমর্থকদের শ্রেষ্ঠতম মুহূর্তটি এনে দিলেন মরোক্কান স্ট্রাইকার। ১১৬ মিনিটে গোল করে পাইরায়েয়ুস অঞ্চলকে উৎসবের নগরী বানিয়ে দিলেন তিনি। অঞ্চলটির কোরাই স্কয়ার আতশবাজি ও পটকায় এখন মুখরিত।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না অলিম্পিয়াকোসের উইঙ্গার গিওর্গোস মাসুরাস। তিনি বলেছেন, ‘বলার ভাষাই হারিয়েছি। আমরা এখন ইউরোপের অভিজাতদের কাতারে। তবে এই ধরা আমাদের ভবিষ্যতে ধরে রাখতে হবে।’
অলিম্পিয়াকোসের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ফিওরেন্টিনার কষ্টটা আরও বেড়েছে। গতবারও উয়েফার তৃতীয় স্তরের লিগ শিরোপাজয়ের সুযোগ পেয়েছিল ইতালিয়ান ক্লাবটি। কিন্তু সেবারও হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে তাদের। গত মৌসুমে ওয়েস্ট হামের কাছে ২-১ গোলে হেরেছিল তারা।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১৭ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে