ক্রীড়া ডেস্ক
মঞ্চটা ছিল আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয় মেজর শিরোপা জয়ের। কিন্তু হঠাৎ ঝড়ে সব এলোমেলো হয়ে যায়। শিরোপা আর জেতা হলো না আল নাসরের। হতাশায় সতীর্থদের প্রতি মাঠেই রাগ ঝাড়েন রোনালদো।
প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে গত রাতে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল হিলাল। ৪৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা আল নাসর খেই হারানো শুরু করে দ্বিতীয়ার্ধে। ৫৫ থেকে ৭২—এই ১৭ মিনিটে ৪ গোল করে আল হিলাল। যেখানে জোড়া গোল করেন আলেকজান্দার মিত্রোভিচ এবং একটি করে গোল করেন ম্যালকম ও সার্জেজ আলেক্সান্দার মিত্রভিচ। একের পর এক গোল হজম করায় সতীর্থদের ওপর বেশ খেপে যান রোনালদো। ঘুমানোর মতো ভান করে সতীর্থদের যেন বোঝাতে চেয়েছেন ফাইনালে হঠাৎ করে খেই হারানোর মানে কী।
হঠাৎই খেই হারানো আল নাসরকে ৪-১ গোলে হারিয়ে পঞ্চম সৌদি সুপার কাপের শিরোপা জেতে আল হিলাল। এই আল হিলাল যে রোনালদোদের শিরোপা জয়ের কাঁটা। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলালের কাছেই শিরোপা খোয়াতে হয়েছে হয়েছে আল নাসরকে। এরপর গত মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও আল নাসরকে কাঁদিয়েছিল আল হিলাল।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের জার্সিতে পথচলা শুরু রোনালদো। দেড় বছরে সৌদি ক্লাবটির ক্যারিয়ারে খেলেছেন ৬৬ ম্যাচ। ৬০ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। সৌদিতে প্রথমবার এসেই জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।
মঞ্চটা ছিল আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয় মেজর শিরোপা জয়ের। কিন্তু হঠাৎ ঝড়ে সব এলোমেলো হয়ে যায়। শিরোপা আর জেতা হলো না আল নাসরের। হতাশায় সতীর্থদের প্রতি মাঠেই রাগ ঝাড়েন রোনালদো।
প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে গত রাতে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল হিলাল। ৪৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা আল নাসর খেই হারানো শুরু করে দ্বিতীয়ার্ধে। ৫৫ থেকে ৭২—এই ১৭ মিনিটে ৪ গোল করে আল হিলাল। যেখানে জোড়া গোল করেন আলেকজান্দার মিত্রোভিচ এবং একটি করে গোল করেন ম্যালকম ও সার্জেজ আলেক্সান্দার মিত্রভিচ। একের পর এক গোল হজম করায় সতীর্থদের ওপর বেশ খেপে যান রোনালদো। ঘুমানোর মতো ভান করে সতীর্থদের যেন বোঝাতে চেয়েছেন ফাইনালে হঠাৎ করে খেই হারানোর মানে কী।
হঠাৎই খেই হারানো আল নাসরকে ৪-১ গোলে হারিয়ে পঞ্চম সৌদি সুপার কাপের শিরোপা জেতে আল হিলাল। এই আল হিলাল যে রোনালদোদের শিরোপা জয়ের কাঁটা। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলালের কাছেই শিরোপা খোয়াতে হয়েছে হয়েছে আল নাসরকে। এরপর গত মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও আল নাসরকে কাঁদিয়েছিল আল হিলাল।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের জার্সিতে পথচলা শুরু রোনালদো। দেড় বছরে সৌদি ক্লাবটির ক্যারিয়ারে খেলেছেন ৬৬ ম্যাচ। ৬০ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। সৌদিতে প্রথমবার এসেই জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে