ক্রীড়া ডেস্ক
‘কীর্তিমানের মৃত্যু নেই’—বহুল প্রচলিত এই প্রবাদ যেন গতকাল অনেকের নতুন করে মনে পড়েছে। ডিয়েগো ম্যারাডোনার তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। তিন বছর পেরিয়ে গেলেও ভক্ত-সমর্থকেরা তাঁকে স্মরণ করেছেন। কারণ তিনি যে কিংবদন্তি। দৈহিক মৃত্যু হলেও তিনি যে কীর্তি গড়েছেন ফুটবল ইতিহাসে, তা চিরস্মরণীয়।
ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর দিনই গতকাল সিরি ‘আ’তে নাপোলি খেলেছিল আতালান্তার বিপক্ষে। গিউইস স্টেডিয়ামে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছিল নাপোলি। ফুটবলাররা মাঠের পারফরম্যান্সে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তিকে ‘স্মরণ’ করেছেন। এ ছাড়া গতকাল সকাল থেকেই স্থানীয় ও পর্যটকদের পদচারণা দেখে গেছে কোয়ার্শিনেরি স্পাগনোলিতে। ইতালির নাপোলি শহরের এই এলাকাতেই রয়েছে কিংবদন্তি ম্যারাডোনার ম্যুরাল। নাপোলি ভক্ত-সমর্থকেরা কোয়ার্শিনেরি স্পাগনোলিতে একত্রিত হয়ে খেলা দেখেছেন। বার্গামোতে অনুষ্ঠিত গতকাল সিরি ‘আ’তে নাপোলির জয় দেখেছেন তাঁরা।
নাপোলির ভক্ত-সমর্থকেরা ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর স্মরণে ফ্ল্যাশমবও আয়োজন করেছেন। ভক্ত-সমর্থকেরা গান গেয়ে স্মরণীয় করে রেখেছেন দিনটিকে। সামাজিক মাধ্যমে দেখা যায়, নাপোলি ভক্ত-সমর্থকদের যাঁরা ম্যুরাল দেখেছেন, তাঁরা এলইডি মোমবাতি নিয়ে গেছেন বলে জানিয়েছেন। নাপোলি তাঁদের ইতিহাসে তিনবার সিরি ‘আ’ জিতেছে, যার মধ্যে ১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০—এ দুই মৌসুমের শিরোপা এসেছে ম্যারাডোনার হাত ধরে। তাঁর মৃত্যুর ৩৩ বছর পর ২০২২-২৩ সিরি ‘আ’ জিতেছে নাপোলি। নাপোলি সিরি ‘আ’ জেতার আগে ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ৩৬ বছরের বিশ্বকাপের খরা ঘুচিয়েছে। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আকাশি-নীলরা। আর্জেন্টিনা, নাপোলির পাশাপাশি বার্সেলোনা, স্বদেশি ক্লাব বোকা জুনিয়রসের হয়েও তাঁর শিরোপাজয়ের রেকর্ড রয়েছে। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান না ফেরার দেশে।
‘কীর্তিমানের মৃত্যু নেই’—বহুল প্রচলিত এই প্রবাদ যেন গতকাল অনেকের নতুন করে মনে পড়েছে। ডিয়েগো ম্যারাডোনার তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। তিন বছর পেরিয়ে গেলেও ভক্ত-সমর্থকেরা তাঁকে স্মরণ করেছেন। কারণ তিনি যে কিংবদন্তি। দৈহিক মৃত্যু হলেও তিনি যে কীর্তি গড়েছেন ফুটবল ইতিহাসে, তা চিরস্মরণীয়।
ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর দিনই গতকাল সিরি ‘আ’তে নাপোলি খেলেছিল আতালান্তার বিপক্ষে। গিউইস স্টেডিয়ামে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছিল নাপোলি। ফুটবলাররা মাঠের পারফরম্যান্সে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তিকে ‘স্মরণ’ করেছেন। এ ছাড়া গতকাল সকাল থেকেই স্থানীয় ও পর্যটকদের পদচারণা দেখে গেছে কোয়ার্শিনেরি স্পাগনোলিতে। ইতালির নাপোলি শহরের এই এলাকাতেই রয়েছে কিংবদন্তি ম্যারাডোনার ম্যুরাল। নাপোলি ভক্ত-সমর্থকেরা কোয়ার্শিনেরি স্পাগনোলিতে একত্রিত হয়ে খেলা দেখেছেন। বার্গামোতে অনুষ্ঠিত গতকাল সিরি ‘আ’তে নাপোলির জয় দেখেছেন তাঁরা।
নাপোলির ভক্ত-সমর্থকেরা ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর স্মরণে ফ্ল্যাশমবও আয়োজন করেছেন। ভক্ত-সমর্থকেরা গান গেয়ে স্মরণীয় করে রেখেছেন দিনটিকে। সামাজিক মাধ্যমে দেখা যায়, নাপোলি ভক্ত-সমর্থকদের যাঁরা ম্যুরাল দেখেছেন, তাঁরা এলইডি মোমবাতি নিয়ে গেছেন বলে জানিয়েছেন। নাপোলি তাঁদের ইতিহাসে তিনবার সিরি ‘আ’ জিতেছে, যার মধ্যে ১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০—এ দুই মৌসুমের শিরোপা এসেছে ম্যারাডোনার হাত ধরে। তাঁর মৃত্যুর ৩৩ বছর পর ২০২২-২৩ সিরি ‘আ’ জিতেছে নাপোলি। নাপোলি সিরি ‘আ’ জেতার আগে ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ৩৬ বছরের বিশ্বকাপের খরা ঘুচিয়েছে। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আকাশি-নীলরা। আর্জেন্টিনা, নাপোলির পাশাপাশি বার্সেলোনা, স্বদেশি ক্লাব বোকা জুনিয়রসের হয়েও তাঁর শিরোপাজয়ের রেকর্ড রয়েছে। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান না ফেরার দেশে।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪০ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে