ক্রীড়া ডেস্ক
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তির ঘোষণা রিয়াল মাদ্রিদ দিয়েছিল অনেক আগেই। আনুষ্ঠানিকভাবে গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেয় রিয়াল। আক্রমণভাগে তো আগে থেকেই রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। এমবাপ্পে-ভিনিদের সঙ্গে রিয়াদে থাকার মেয়াদ বাড়ল লুকা মদরিচের।
এ বছরের জুনেই রিয়াল মাদ্রিদে থাকার পুরোনো চুক্তি শেষ হয়ে যায় মদরিচের। তারকা মিডফিল্ডারের সঙ্গে আজ ২০২৫ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেয় রিয়াল। স্প্যানিশ ক্লাবটি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে তা জানিয়েছে। শুধু তাই নয়, মদরিচ রিয়ালকে নেতৃত্ব দেবেন। ২০২৩-২৪ মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ দুটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে ‘রয়্যাল মাদ্রিদ’।
২০০৩ সালে স্বদেশি দিনামো জাগরেব ক্লাবের হয়ে ক্লাব ক্যারিয়ারে পথচলা শুরু হয় মদরিচের। মাঝে জিরিনস্কি মোস্তার, ইন্টার জ্যাপরেসিক দুটি ক্লাবে ধারে খেলতে যাওয়ার ঘটনাও রয়েছে। ২০০৮ পর্যন্ত জাগরেবে খেলার পর পাড়ি জমান ইংল্যান্ডের ক্লাব টটেনহামে। ইংলিশ ক্লাবে চার বছর কাটানোর পর ২০১২ সালে রিয়াল মাদ্রিদে আসেন। দীর্ঘ এক যুগ রিয়াল যেন তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে উঠেছে। টানা ১৩ মৌসুম কাটাতে যাচ্ছেন স্প্যানিশ ক্লাবটিতে। রিয়ালের জার্সিতে জিতেছেন ২৬টি মেজর শিরোপা। যার মধ্যে রয়েছে ৬টি চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগার চারটি শিরোপা।
রিয়ালে মদরিচের এত এত শিরোপা থাকলেও আন্তর্জাতিক ফুটবলে শিরোপার হাহাকার রয়েছে। দুইবার শিরোপা কাছাকাছি গিয়ে তাঁকে ফিরে আসতে হয়েছে। ২০১৮ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হতে হয় ক্রোয়েশিয়াকে। সেবারই ব্যালন ডি’অর জেতেন মদরিচ। ২০২৩ উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে কাঁদিয়েছে স্পেন। ২০২২ ফুটবল বিশ্বকাপে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় ক্রোয়াটদের।
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তির ঘোষণা রিয়াল মাদ্রিদ দিয়েছিল অনেক আগেই। আনুষ্ঠানিকভাবে গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেয় রিয়াল। আক্রমণভাগে তো আগে থেকেই রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। এমবাপ্পে-ভিনিদের সঙ্গে রিয়াদে থাকার মেয়াদ বাড়ল লুকা মদরিচের।
এ বছরের জুনেই রিয়াল মাদ্রিদে থাকার পুরোনো চুক্তি শেষ হয়ে যায় মদরিচের। তারকা মিডফিল্ডারের সঙ্গে আজ ২০২৫ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেয় রিয়াল। স্প্যানিশ ক্লাবটি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে তা জানিয়েছে। শুধু তাই নয়, মদরিচ রিয়ালকে নেতৃত্ব দেবেন। ২০২৩-২৪ মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ দুটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে ‘রয়্যাল মাদ্রিদ’।
২০০৩ সালে স্বদেশি দিনামো জাগরেব ক্লাবের হয়ে ক্লাব ক্যারিয়ারে পথচলা শুরু হয় মদরিচের। মাঝে জিরিনস্কি মোস্তার, ইন্টার জ্যাপরেসিক দুটি ক্লাবে ধারে খেলতে যাওয়ার ঘটনাও রয়েছে। ২০০৮ পর্যন্ত জাগরেবে খেলার পর পাড়ি জমান ইংল্যান্ডের ক্লাব টটেনহামে। ইংলিশ ক্লাবে চার বছর কাটানোর পর ২০১২ সালে রিয়াল মাদ্রিদে আসেন। দীর্ঘ এক যুগ রিয়াল যেন তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে উঠেছে। টানা ১৩ মৌসুম কাটাতে যাচ্ছেন স্প্যানিশ ক্লাবটিতে। রিয়ালের জার্সিতে জিতেছেন ২৬টি মেজর শিরোপা। যার মধ্যে রয়েছে ৬টি চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগার চারটি শিরোপা।
রিয়ালে মদরিচের এত এত শিরোপা থাকলেও আন্তর্জাতিক ফুটবলে শিরোপার হাহাকার রয়েছে। দুইবার শিরোপা কাছাকাছি গিয়ে তাঁকে ফিরে আসতে হয়েছে। ২০১৮ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হতে হয় ক্রোয়েশিয়াকে। সেবারই ব্যালন ডি’অর জেতেন মদরিচ। ২০২৩ উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে কাঁদিয়েছে স্পেন। ২০২২ ফুটবল বিশ্বকাপে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় ক্রোয়াটদের।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২৩ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে