ক্রীড় ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর এবার বুন্দেসলিগার শীর্ষস্থানটাও হারাতে হলো বায়ার্ন মিউনিখকে। নতুন কোচ টমাস টুখেলের অধীনে কিছুতেই যেন গুছিয়ে উঠতে পারছে না বাভারিয়ানরা। গত রাতে আরেকবার বড় ধাক্কা খেল বায়ার্ন। সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পরও মেইঞ্জের বিপক্ষে তাদের মাঠে ৩-১ গোলে হেরেছে টুখেলের দল।
তাতেই এক লজ্জাজনক অবস্থায় পড়লেন জার্মান কোচ। টুখেলের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্ন ৭ ম্যাচ খেলে হেরেছে ৩ ম্যাচে, যা তাদের বরখাস্ত হওয়া সাবেক কোচ হুলিয়ান নাগেলসম্যানের সমান। এই জার্মান কোচ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় থাকাকালীন ৩৭ ম্যাচে হেরেছিলেন ৩ ম্যাচে। হঠাৎ করে চাকরি থেকে ছাঁটাই হন তিনি। তাঁর স্থলাভিষিক্ত হওয়া টুখেলের অধীনে এখন বায়ার্ন পড়েছে অকূলপাথারে।
অবস্থা এমন যে, তাঁর অধীনে বাভারিয়ানরা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি। তার আগে ফ্রেইবুর্গের কাছে হেরে বিদায় নিয়েছিল জার্মান কাপের কোয়ার্টার ফাইনাল থেকে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ট্রেবল জয়ের স্বপ্ন ভাঙলেও চলতি মৌসুমের বুন্দেসলিগা হারানোরও পথে তারা। মেইঞ্জের বিপক্ষে হারায় গত ১০ বারের লিগ চ্যাম্পিয়নরা নেমে গেছে দুইয়ে।
বায়ার্নের হারে সুযোগটা নিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। গতরাতে তারা নিজেদের মাঠে ডনিল মালেনের জোড়া গোলে এইনট্রাখট ফ্রাংকফুর্টেক উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। এই দাপুটে জয়ে ফের শীর্ষস্থান দখল করেছে ডর্টমুন্ড। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বায়ার্ন। লিগে আর বাকি আছে ৭ ম্যাচ। সেই ম্যাচগুলোতে যদি জয়ের ধারা অব্যাহত রাখে ডর্টমুন্ড তবে ২০১২-১৩ মৌসুমের পর লিগ শিরোপা হারাবে বায়ার্ন।
দলের এমন পরিস্থিতে নিজের চাকরি নিয়েও শঙ্কায় পড়ে গেছেন টুখেল। ইতিমধ্যে বায়ার্নের সমর্থকেরা তাঁকে ‘ওভাররেটেড’ তকমা দিয়ে দিয়েছে। তবে বরখাস্ত হওয়া টুখেলের জীবনে এ আর এমন কী! এর আগে তিনি পিএসজি ও চেলসি থেকেও ছাঁটাই হয়েছিলেন। কঠিন এক সপ্তাহ কাটানো টুখেল মেইঞ্জের বিপক্ষে হারে বিচলিতও। হারের পেছনে কারণও জানিয়েছেন তিনি, ‘আমরা ত্রুটিহীন ফুটবল খেলতে পারছি না। পয়েন্ট বালির মতো আমাদের হাত গলে পড়ে যাচ্ছে।’
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর এবার বুন্দেসলিগার শীর্ষস্থানটাও হারাতে হলো বায়ার্ন মিউনিখকে। নতুন কোচ টমাস টুখেলের অধীনে কিছুতেই যেন গুছিয়ে উঠতে পারছে না বাভারিয়ানরা। গত রাতে আরেকবার বড় ধাক্কা খেল বায়ার্ন। সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পরও মেইঞ্জের বিপক্ষে তাদের মাঠে ৩-১ গোলে হেরেছে টুখেলের দল।
তাতেই এক লজ্জাজনক অবস্থায় পড়লেন জার্মান কোচ। টুখেলের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্ন ৭ ম্যাচ খেলে হেরেছে ৩ ম্যাচে, যা তাদের বরখাস্ত হওয়া সাবেক কোচ হুলিয়ান নাগেলসম্যানের সমান। এই জার্মান কোচ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় থাকাকালীন ৩৭ ম্যাচে হেরেছিলেন ৩ ম্যাচে। হঠাৎ করে চাকরি থেকে ছাঁটাই হন তিনি। তাঁর স্থলাভিষিক্ত হওয়া টুখেলের অধীনে এখন বায়ার্ন পড়েছে অকূলপাথারে।
অবস্থা এমন যে, তাঁর অধীনে বাভারিয়ানরা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি। তার আগে ফ্রেইবুর্গের কাছে হেরে বিদায় নিয়েছিল জার্মান কাপের কোয়ার্টার ফাইনাল থেকে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ট্রেবল জয়ের স্বপ্ন ভাঙলেও চলতি মৌসুমের বুন্দেসলিগা হারানোরও পথে তারা। মেইঞ্জের বিপক্ষে হারায় গত ১০ বারের লিগ চ্যাম্পিয়নরা নেমে গেছে দুইয়ে।
বায়ার্নের হারে সুযোগটা নিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। গতরাতে তারা নিজেদের মাঠে ডনিল মালেনের জোড়া গোলে এইনট্রাখট ফ্রাংকফুর্টেক উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। এই দাপুটে জয়ে ফের শীর্ষস্থান দখল করেছে ডর্টমুন্ড। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বায়ার্ন। লিগে আর বাকি আছে ৭ ম্যাচ। সেই ম্যাচগুলোতে যদি জয়ের ধারা অব্যাহত রাখে ডর্টমুন্ড তবে ২০১২-১৩ মৌসুমের পর লিগ শিরোপা হারাবে বায়ার্ন।
দলের এমন পরিস্থিতে নিজের চাকরি নিয়েও শঙ্কায় পড়ে গেছেন টুখেল। ইতিমধ্যে বায়ার্নের সমর্থকেরা তাঁকে ‘ওভাররেটেড’ তকমা দিয়ে দিয়েছে। তবে বরখাস্ত হওয়া টুখেলের জীবনে এ আর এমন কী! এর আগে তিনি পিএসজি ও চেলসি থেকেও ছাঁটাই হয়েছিলেন। কঠিন এক সপ্তাহ কাটানো টুখেল মেইঞ্জের বিপক্ষে হারে বিচলিতও। হারের পেছনে কারণও জানিয়েছেন তিনি, ‘আমরা ত্রুটিহীন ফুটবল খেলতে পারছি না। পয়েন্ট বালির মতো আমাদের হাত গলে পড়ে যাচ্ছে।’
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৯ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে