ক্রীড়া ডেস্ক
রূপকথার গল্প লিখে ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল লেস্টার সিটি। আর্সেনাল, দুই ম্যানচেস্টার সিটি এবং ইউনাইটেডের মতো দলকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের সেরার মুকুট পরেছিল তারা। তবে সর্বশেষ মৌসুমে মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়েছে তাদের।
প্রিমিয়ার লিগের শেষ তিন দলের একটি হয়ে চ্যাম্পিয়নশিপে নেমে যেতে হয়েছে লেস্টার সিটিকে। হতাশাটা অবশ্য দীর্ঘ হতে দেননি জেমি ভার্ডি-হামজা চৌধুরীরা। এক মৌসুম পরেই আবারও ইংল্যান্ডের শীর্ষ লিগে প্রত্যাবর্তন হয়েছে তাদের।
গতকাল কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ৪-০ গোলে লিডস ইউনাইটেড বিধ্বস্ত হলে ফেরার সুখবরটি নিশ্চিত হয় লেস্টারের। প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ায় খুশির ঢল নেমেছে লেস্টারের ড্রেসিংরুমে। নেচে-গেয়ে খুশির সংবাদটি উদ্যাপন করেছে তারা। অন্যদিকে দর্শক-সমর্থকেরা রাস্তায় নেমে লেস্টারের জার্সি গায়ে পতাকা হাতে উদ্যাপন করছে।
অবশ্য লিডস জিতলেও প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ থাকত লেস্টারের। এর জন্য নিজেদের শেষ দুই ম্যাচ জিততেই হতো তাদের। এখন আগামী দুই ম্যাচে জয় না পেলেও প্রিমিয়ার লিগে ফেরাটা নিশ্চিত তাদের। চ্যাম্পিয়নশিপে ৪৪ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে আছে তারা। অন্যদিকে মৌসুমের এক ম্যাচ বাকি আছে দুইয়ে থাকা লিডসের। তাদের বর্তমান পয়েন্ট ৪৫ ম্যাচে ৯০।
শেষ ম্যাচে জয় পেলেও তাই লেস্টারকে পেছনে ফেলার সুযোগ নেই লিডসের। তবে তিনে থাকা ইপসউইচের সুযোগ রয়েছে লেস্টারকে টপকে যাওয়ার। আর সেটা করতে পারলে চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে প্রিমিয়ার লিগেও সুযোগ পাবে তারা। এর জন্য অবশ্য শেষ তিন ম্যাচেই জিততে হবে তাদের। ৪৩ ম্যাচে ইপসউইচের বর্তমানে পয়েন্ট ৮৯।
এখন প্রিমিয়ার লিগে কোন দল লেস্টারের সঙ্গে সরাসরি সুযোগ পাবে সেটাই দেখার বিষয়। শেষ ম্যাচে যদি লিডস জয় পায়, তাহলে ইপসউইচকে কমপক্ষে দুই ম্যাচ জিততে হবে। অন্যথায় প্লে অফ খেলে পুনরায় সুযোগ নিতে হবে শীর্ষ লিগে খেলার। আর লিডস জিততে না পারলে এক ম্যাচ জিতলেই চলবে ইপসউইচের। তখন পয়েন্ট তালিকার তিনে নেমে যাওয়া লিডসকে বাকি চার, পাঁচ ও ছয় নম্বর দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে।
রূপকথার গল্প লিখে ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল লেস্টার সিটি। আর্সেনাল, দুই ম্যানচেস্টার সিটি এবং ইউনাইটেডের মতো দলকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের সেরার মুকুট পরেছিল তারা। তবে সর্বশেষ মৌসুমে মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়েছে তাদের।
প্রিমিয়ার লিগের শেষ তিন দলের একটি হয়ে চ্যাম্পিয়নশিপে নেমে যেতে হয়েছে লেস্টার সিটিকে। হতাশাটা অবশ্য দীর্ঘ হতে দেননি জেমি ভার্ডি-হামজা চৌধুরীরা। এক মৌসুম পরেই আবারও ইংল্যান্ডের শীর্ষ লিগে প্রত্যাবর্তন হয়েছে তাদের।
গতকাল কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ৪-০ গোলে লিডস ইউনাইটেড বিধ্বস্ত হলে ফেরার সুখবরটি নিশ্চিত হয় লেস্টারের। প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ায় খুশির ঢল নেমেছে লেস্টারের ড্রেসিংরুমে। নেচে-গেয়ে খুশির সংবাদটি উদ্যাপন করেছে তারা। অন্যদিকে দর্শক-সমর্থকেরা রাস্তায় নেমে লেস্টারের জার্সি গায়ে পতাকা হাতে উদ্যাপন করছে।
অবশ্য লিডস জিতলেও প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ থাকত লেস্টারের। এর জন্য নিজেদের শেষ দুই ম্যাচ জিততেই হতো তাদের। এখন আগামী দুই ম্যাচে জয় না পেলেও প্রিমিয়ার লিগে ফেরাটা নিশ্চিত তাদের। চ্যাম্পিয়নশিপে ৪৪ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে আছে তারা। অন্যদিকে মৌসুমের এক ম্যাচ বাকি আছে দুইয়ে থাকা লিডসের। তাদের বর্তমান পয়েন্ট ৪৫ ম্যাচে ৯০।
শেষ ম্যাচে জয় পেলেও তাই লেস্টারকে পেছনে ফেলার সুযোগ নেই লিডসের। তবে তিনে থাকা ইপসউইচের সুযোগ রয়েছে লেস্টারকে টপকে যাওয়ার। আর সেটা করতে পারলে চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে প্রিমিয়ার লিগেও সুযোগ পাবে তারা। এর জন্য অবশ্য শেষ তিন ম্যাচেই জিততে হবে তাদের। ৪৩ ম্যাচে ইপসউইচের বর্তমানে পয়েন্ট ৮৯।
এখন প্রিমিয়ার লিগে কোন দল লেস্টারের সঙ্গে সরাসরি সুযোগ পাবে সেটাই দেখার বিষয়। শেষ ম্যাচে যদি লিডস জয় পায়, তাহলে ইপসউইচকে কমপক্ষে দুই ম্যাচ জিততে হবে। অন্যথায় প্লে অফ খেলে পুনরায় সুযোগ নিতে হবে শীর্ষ লিগে খেলার। আর লিডস জিততে না পারলে এক ম্যাচ জিতলেই চলবে ইপসউইচের। তখন পয়েন্ট তালিকার তিনে নেমে যাওয়া লিডসকে বাকি চার, পাঁচ ও ছয় নম্বর দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪১ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে