নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বলটা যে জালে জড়িয়েছে তা যেন বিশ্বাসই করতে পারছিলেন না রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি দলের গোলরক্ষক জিয়াউর রহমান। গোল হজম করে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন হতবাক দৃষ্টিতে। আবাহনীর দুই ব্রাজিলিয়ান রাফায়েল অগুস্তো আর ডারিলটন গোমেজের পায়ের যে জাদুতে যেভাবে বলটা জড়াল এমন গোল যে খুব বেশি দেখা যায় না বাংলাদেশের ফুটবলে!
গত মৌসুম থেকেই আবাহনীর হয়ে খেলছেন রাফায়েল অগুস্তো। দলের আক্রমণের ‘ফুসফুস’খ্যাত এই ব্রাজিলিয়ানের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দিয়েছে আকাশি-নীলরা। বসুন্ধরা কিংসের হয়ে দুই মৌসুম খেলে যাওয়া কোস্টারিকান ফরোয়ার্ড ডেনিয়েল কলিন্দ্রেস এবার খেলছেন আবাহনীর হয়ে। ইরান থেকে এসেছেন ডিফেন্ডার মিলাদ শেখ। তবে রাফায়েলের সঙ্গে বেশি জমেছে স্বদেশি ডারিলটন গোমেজের জুটি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ রহমতগঞ্জের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচের আবাহনীর সব গোলই করলেন দুজনে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অভিষেক ম্যাচেই ডারিলটনের পা থেকে এসেছে জোড়া গোল।
ম্যাচের ৫০ মিনিটে দারুণ এক গোল উপহার দিয়েছেন রাফায়েল-ডারিলটন জুটি। তখন পর্যন্ত ম্যাচে ছিল ১-১ গোলে সমতা। টাচলাইনে বল রেখে দারুণ ড্রিবলিংয়ে রাফায়েল বোকা বানালেন রহমতগঞ্জের দুই খেলোয়াড়কে,রহমতগঞ্জের একাধিক খেলোয়াড়ের মাঝখান দিয়ে রক্ষণচেরা পাসে বল বাড়ান ডারিলটনের দিকে। প্রতিপক্ষ খেলোয়াড় গায়ে লেগে থাকায় খানিকটা বেকায়দা অবস্থায় ছিলেন ডারিলটন, তাই উল্টো ঘুরেই করলেন ব্যাকহিল। সেই ব্যাকহিলেই বল রহমতগঞ্জ গোলরক্ষক জিয়াকে হতবাক করে জড়ায় জালে।
ম্যাচটা হারলেও আলো ছড়িয়েছেন দলটির ঘানাইয়ান স্ট্রাইকার ফিলিপ আজাহ। তার কারিশমাতেই আবাহনীকে চমকে দিয়ে ১৫ মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। আফ্রিকানদের তুলনায় ছোটখাটো গড়নের এই স্ট্রাইকার বেশ কয়েকবার বিপদে ফেলেছেন আবাহনী রক্ষণকে। এমন এক আক্রমণ থেকেই প্রতিপক্ষের ডি-বক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে সতীর্থ এনামুল ইসলামকে কাটব্যাক করেন ফিলিপ। এনামুলের কোনাকুনি শট আবাহনীর ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাহর পায়ে লেগে জড়ায় জালে।
পিছিয়ে পরে দুই মিনিট বাদেই সেই গোল শোধ দেয় আবাহনী। ১৬ মিনিটে ডেনিয়েল কলিন্দ্রেসকে ফাউল করেন রহমতগঞ্জ ডিফেন্ডার তারেক, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে সমতা ফেরান আবাহনীর হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ডারিলটন।
প্রথমার্ধেই আবারও এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল রহমতগঞ্জের সামনে। গোল করতে পারতেন ফিলিপ আজহা। আবাহনীর ডি-বক্সে দুই পায়ের মাঝখানে বল রেখে ফিলিপের ‘রেইনবো’ শট বাদশাহর হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি নিজেই নিয়েছিলেন ঘানা ফরোয়ার্ড কিন্তু তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আবাহনী গোলরক্ষক প্রিতম। সেখান থেকে প্রতি আক্রমণ থেকে ব্রাজিলিয়ান ডারিলটন গোমেজের শটও ফেরান রহমতগঞ্জ গোলরক্ষক জিয়া।
অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকটা পেতে পারতেন ডারিলটন। ৬৯ মিনিটে রাফায়েলকে ফাউল করেন রহমতগঞ্জ মিডফিল্ডার সানোয়ার হোসেন। ডারিলটনকে হ্যাটট্রিকের সুযোগ না দিয়ে নিজেই স্পট কিক আবাহনীর তৃতীয় গোল করেন থেকে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
রহমতগঞ্জকে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে আবাহনী। এই গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে শীর্ষ পর্যায়ে নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। আগামী ১০ ডিসেম্বর শুক্রবার শেষ আটের প্রথম ম্যাচে ‘সি’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে খেলবে আবাহনী। একই দিনে পরের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের প্রতিপক্ষ হয়েছে স্বাধীনতা।
বলটা যে জালে জড়িয়েছে তা যেন বিশ্বাসই করতে পারছিলেন না রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি দলের গোলরক্ষক জিয়াউর রহমান। গোল হজম করে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন হতবাক দৃষ্টিতে। আবাহনীর দুই ব্রাজিলিয়ান রাফায়েল অগুস্তো আর ডারিলটন গোমেজের পায়ের যে জাদুতে যেভাবে বলটা জড়াল এমন গোল যে খুব বেশি দেখা যায় না বাংলাদেশের ফুটবলে!
গত মৌসুম থেকেই আবাহনীর হয়ে খেলছেন রাফায়েল অগুস্তো। দলের আক্রমণের ‘ফুসফুস’খ্যাত এই ব্রাজিলিয়ানের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দিয়েছে আকাশি-নীলরা। বসুন্ধরা কিংসের হয়ে দুই মৌসুম খেলে যাওয়া কোস্টারিকান ফরোয়ার্ড ডেনিয়েল কলিন্দ্রেস এবার খেলছেন আবাহনীর হয়ে। ইরান থেকে এসেছেন ডিফেন্ডার মিলাদ শেখ। তবে রাফায়েলের সঙ্গে বেশি জমেছে স্বদেশি ডারিলটন গোমেজের জুটি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ রহমতগঞ্জের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচের আবাহনীর সব গোলই করলেন দুজনে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অভিষেক ম্যাচেই ডারিলটনের পা থেকে এসেছে জোড়া গোল।
ম্যাচের ৫০ মিনিটে দারুণ এক গোল উপহার দিয়েছেন রাফায়েল-ডারিলটন জুটি। তখন পর্যন্ত ম্যাচে ছিল ১-১ গোলে সমতা। টাচলাইনে বল রেখে দারুণ ড্রিবলিংয়ে রাফায়েল বোকা বানালেন রহমতগঞ্জের দুই খেলোয়াড়কে,রহমতগঞ্জের একাধিক খেলোয়াড়ের মাঝখান দিয়ে রক্ষণচেরা পাসে বল বাড়ান ডারিলটনের দিকে। প্রতিপক্ষ খেলোয়াড় গায়ে লেগে থাকায় খানিকটা বেকায়দা অবস্থায় ছিলেন ডারিলটন, তাই উল্টো ঘুরেই করলেন ব্যাকহিল। সেই ব্যাকহিলেই বল রহমতগঞ্জ গোলরক্ষক জিয়াকে হতবাক করে জড়ায় জালে।
ম্যাচটা হারলেও আলো ছড়িয়েছেন দলটির ঘানাইয়ান স্ট্রাইকার ফিলিপ আজাহ। তার কারিশমাতেই আবাহনীকে চমকে দিয়ে ১৫ মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। আফ্রিকানদের তুলনায় ছোটখাটো গড়নের এই স্ট্রাইকার বেশ কয়েকবার বিপদে ফেলেছেন আবাহনী রক্ষণকে। এমন এক আক্রমণ থেকেই প্রতিপক্ষের ডি-বক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে সতীর্থ এনামুল ইসলামকে কাটব্যাক করেন ফিলিপ। এনামুলের কোনাকুনি শট আবাহনীর ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাহর পায়ে লেগে জড়ায় জালে।
পিছিয়ে পরে দুই মিনিট বাদেই সেই গোল শোধ দেয় আবাহনী। ১৬ মিনিটে ডেনিয়েল কলিন্দ্রেসকে ফাউল করেন রহমতগঞ্জ ডিফেন্ডার তারেক, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে সমতা ফেরান আবাহনীর হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ডারিলটন।
প্রথমার্ধেই আবারও এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল রহমতগঞ্জের সামনে। গোল করতে পারতেন ফিলিপ আজহা। আবাহনীর ডি-বক্সে দুই পায়ের মাঝখানে বল রেখে ফিলিপের ‘রেইনবো’ শট বাদশাহর হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি নিজেই নিয়েছিলেন ঘানা ফরোয়ার্ড কিন্তু তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আবাহনী গোলরক্ষক প্রিতম। সেখান থেকে প্রতি আক্রমণ থেকে ব্রাজিলিয়ান ডারিলটন গোমেজের শটও ফেরান রহমতগঞ্জ গোলরক্ষক জিয়া।
অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকটা পেতে পারতেন ডারিলটন। ৬৯ মিনিটে রাফায়েলকে ফাউল করেন রহমতগঞ্জ মিডফিল্ডার সানোয়ার হোসেন। ডারিলটনকে হ্যাটট্রিকের সুযোগ না দিয়ে নিজেই স্পট কিক আবাহনীর তৃতীয় গোল করেন থেকে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
রহমতগঞ্জকে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে আবাহনী। এই গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে শীর্ষ পর্যায়ে নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। আগামী ১০ ডিসেম্বর শুক্রবার শেষ আটের প্রথম ম্যাচে ‘সি’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে খেলবে আবাহনী। একই দিনে পরের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের প্রতিপক্ষ হয়েছে স্বাধীনতা।
ভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৬ মিনিট আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৫ ঘণ্টা আগে