ক্রীড়া ডেস্ক
চলে গেলেন ইংল্যান্ডের সাবেক কোচে সভেন-গোরান এরিকসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
সভেন-গোরান ছিলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ। তাঁর অধীনে প্রধান কোনো টুর্নামেন্ট তিনবার কোয়ার্টার ফাইনালে খেলেছে থ্রি লায়নরা। ২০০১ থেকে ২০০৬—মোট পাঁচ বছর ইংলিশদের দায়িত্ব সামলেছেন এই সুইডিশ কোচ।
লম্বা সময় ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন সভেন-গোরান। গত জানুয়ারিতে জানিয়েছিলেন, আর সর্বোচ্চ ১ বছর আয়ু তাঁর। সেই ১ বছর না যেতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আর সাবেক কোচ।
পিতার মৃত্যুতে সভেন-গোরানের সন্তান লিনা ও জোহান আজ সোমবার বলেছেন, ‘আমাদের বাবা সভেন-গোরান এরিকসন শান্তিতে ঘুমিয়ে পড়েছেন। জন্মস্থান (সুইডেন) বিয়রকেফোর্সের বাইরে সুনেতে সকালে (স্থানীয় সময়) মৃত্যুবরণ করেন তিনি। তিনি লম্বা সময় ধরে অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। তবে এখন সেই সময় শেষ হলো।’
তারা আরও বলেন, ‘বাবা আমাদের এই বছরের শুরুতে তাঁর গুরুতর অসুস্থতার কথা জানান। অসুস্থতার খবর শুনে সমগ্র ইউরোপের ফুটবল ভক্ত ও তাঁর বন্ধুরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁকে ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল ও সুইডেনের অনেক ফুটবল দল আমন্ত্রণ জানান। তারা বাবা ও ফুটবলের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন। এটা আমাদের ও তাঁর জন্য ভোলার মতো নয়।’
খেলোয়াড়ি জীবনে সভেন-গোরান ছিলেন রাইট-ব্যাক। তবে খুব বড় কোনো ক্লাবে খেলা হয়নি তাঁর। কোচিং ক্যারিয়ার শুরু করেন ১৯৭৭ সালে, সুইডেনের ফুটবলে। এরপর দায়িত্ব সামলেছেন বেনফিকা, রোমা, ফিওরেন্তিনা, সাম্পেদারিয়া, লাৎসিও, ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটিতে। জাতীয় দলে ইংল্যান্ড ছাড়াও মেক্সিকো ও আইভরি কোস্টের দায়িত্ব পালন করেছেন।
চলে গেলেন ইংল্যান্ডের সাবেক কোচে সভেন-গোরান এরিকসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
সভেন-গোরান ছিলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ। তাঁর অধীনে প্রধান কোনো টুর্নামেন্ট তিনবার কোয়ার্টার ফাইনালে খেলেছে থ্রি লায়নরা। ২০০১ থেকে ২০০৬—মোট পাঁচ বছর ইংলিশদের দায়িত্ব সামলেছেন এই সুইডিশ কোচ।
লম্বা সময় ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন সভেন-গোরান। গত জানুয়ারিতে জানিয়েছিলেন, আর সর্বোচ্চ ১ বছর আয়ু তাঁর। সেই ১ বছর না যেতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আর সাবেক কোচ।
পিতার মৃত্যুতে সভেন-গোরানের সন্তান লিনা ও জোহান আজ সোমবার বলেছেন, ‘আমাদের বাবা সভেন-গোরান এরিকসন শান্তিতে ঘুমিয়ে পড়েছেন। জন্মস্থান (সুইডেন) বিয়রকেফোর্সের বাইরে সুনেতে সকালে (স্থানীয় সময়) মৃত্যুবরণ করেন তিনি। তিনি লম্বা সময় ধরে অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। তবে এখন সেই সময় শেষ হলো।’
তারা আরও বলেন, ‘বাবা আমাদের এই বছরের শুরুতে তাঁর গুরুতর অসুস্থতার কথা জানান। অসুস্থতার খবর শুনে সমগ্র ইউরোপের ফুটবল ভক্ত ও তাঁর বন্ধুরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁকে ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল ও সুইডেনের অনেক ফুটবল দল আমন্ত্রণ জানান। তারা বাবা ও ফুটবলের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন। এটা আমাদের ও তাঁর জন্য ভোলার মতো নয়।’
খেলোয়াড়ি জীবনে সভেন-গোরান ছিলেন রাইট-ব্যাক। তবে খুব বড় কোনো ক্লাবে খেলা হয়নি তাঁর। কোচিং ক্যারিয়ার শুরু করেন ১৯৭৭ সালে, সুইডেনের ফুটবলে। এরপর দায়িত্ব সামলেছেন বেনফিকা, রোমা, ফিওরেন্তিনা, সাম্পেদারিয়া, লাৎসিও, ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটিতে। জাতীয় দলে ইংল্যান্ড ছাড়াও মেক্সিকো ও আইভরি কোস্টের দায়িত্ব পালন করেছেন।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে