ক্রীড়া ডেস্ক
আল নাসরের বাঁচা মরার ম্যাচ মানেই যেন ক্রিস্টিয়ানো রোনালদো-গতকাল তা আবারও প্রমাণ হয়েছে। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত গোল করেছেন তিনি। রাজা ক্লাব অ্যাথলেটিককে ৩-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে ওঠে আল নাসর। দল সেমিতে ওঠায় খুশি রোনালদো।
প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে আল নাসরের প্রথম গোলই করেছেন রোনালদো। ১৯ মিনিটে সাদিও মানের দূরপাল্লার শট রিসিভ করেন তালিসকা। এরপর ডি বক্সে তালিসকা পাস দিয়েছেন রোনালদোকে। পর্তুগিজ এই ফরোয়ার্ড ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন। ২৯ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোল করেন সুলতান আল ঘান্নাম। আর দলের তৃতীয় গোল ৩৮ মিনিটে করেন সেকো ফোফানা। ৪১ মিনিটে ম্যাচের চতুর্থ গোলও করে আল নাসর। তবে এবার আত্মঘাতী গোল করেছেন আব্দুল্লাহ মাদু। দ্বিতীয়ার্ধে কেউ কোনো গোল করতে পারেনি। ৩-১ গোলের জয় পায় আল নাসর। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘সেমি ফাইনালে উঠে গেছি। গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালোই লাগছে।’
এর আগে গত বৃহস্পতিবার কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সি গ্রুপের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আল নাসর ও জামালেক। ১-০ গোলে পিছিয়ে থাকা আল নাসরকে ৮৭ মিনিটে সমতায় ফেরান রোনালদো। ১-১ গোলে ড্র হওয়ায় আল নাসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল। রোনালদোর এই গোলটি ছিল আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ডান পা ছাড়া ৩০০ তম গোল। সৌদি ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচ ১৭ গোল করেন ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন।
আল নাসরের বাঁচা মরার ম্যাচ মানেই যেন ক্রিস্টিয়ানো রোনালদো-গতকাল তা আবারও প্রমাণ হয়েছে। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত গোল করেছেন তিনি। রাজা ক্লাব অ্যাথলেটিককে ৩-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে ওঠে আল নাসর। দল সেমিতে ওঠায় খুশি রোনালদো।
প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে আল নাসরের প্রথম গোলই করেছেন রোনালদো। ১৯ মিনিটে সাদিও মানের দূরপাল্লার শট রিসিভ করেন তালিসকা। এরপর ডি বক্সে তালিসকা পাস দিয়েছেন রোনালদোকে। পর্তুগিজ এই ফরোয়ার্ড ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন। ২৯ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোল করেন সুলতান আল ঘান্নাম। আর দলের তৃতীয় গোল ৩৮ মিনিটে করেন সেকো ফোফানা। ৪১ মিনিটে ম্যাচের চতুর্থ গোলও করে আল নাসর। তবে এবার আত্মঘাতী গোল করেছেন আব্দুল্লাহ মাদু। দ্বিতীয়ার্ধে কেউ কোনো গোল করতে পারেনি। ৩-১ গোলের জয় পায় আল নাসর। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘সেমি ফাইনালে উঠে গেছি। গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালোই লাগছে।’
এর আগে গত বৃহস্পতিবার কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সি গ্রুপের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আল নাসর ও জামালেক। ১-০ গোলে পিছিয়ে থাকা আল নাসরকে ৮৭ মিনিটে সমতায় ফেরান রোনালদো। ১-১ গোলে ড্র হওয়ায় আল নাসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল। রোনালদোর এই গোলটি ছিল আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ডান পা ছাড়া ৩০০ তম গোল। সৌদি ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচ ১৭ গোল করেন ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে