ক্রীড়া ডেস্ক
গ্রুপ পর্বের শেষ ম্যাচ, প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত করে রেখেছে নকআউট পর্ব। তাই বেঞ্চের অধিকাংশ খেলোয়াড়কে বাজিয়ে নেওয়ার চেষ্টায় একাদশ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। দলের নেতৃত্বে ছিলেন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় দানি আলভেস। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়-বঞ্চিত হয় ব্রাজিল।
ম্যাচের প্রথম শক্তিশালী আক্রমণটা আসে ডান প্রান্ত ধরে। ক্যামেরুনের বক্সে দারুণ এক ক্রস পাঠান ফ্রেদ। মার্তিনেল্লির হেড ফিরিয়ে দেন ক্যামেরুনিয়ান গোলরক্ষক ডেভিড এপাসি।
২৯ মিনিটে রদ্রিগোকে কৌন্দে ফাউল করলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু রদ্রিগোর নেওয়া ফ্রি-কিক মানবদেয়াল থেকে ফিরে আসে। তিন মিনিট পর আবারও বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল, এবারও রদ্রিগোকে ফাউল করেন কলিনস ফাই। এবারে দানি আলভেসের শট বারের ওপর দিয়ে চলে যায় এবার ভাগ্যের শিকে ছেঁড়েনি ব্রাজিলের।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ সুযোগ পেয়েছিল মার্তিনেল্লি। বাঁ প্রান্ত থেকে বক্সের বাইরে থেকে তিনজনকে ড্রিবল করে শট নেন। এবারও এপাসির হাতে।
পরের মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পেয়েছিল ক্যামেরুন। বাঁ প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সের ভেতর ক্রস পাঠান এমনমাগালেও। বক্সের ভেতর ডান পাশে ছিলেন এমবেউমা, হেডও করেছিলেন তিনি। কিন্তু এডারসন বাঁচায় এ যাত্রায়।
৭৮ মিনিটে ব্রাজিলের ডান প্রান্তে অধিনায়ক দানি আলভেসকে পরাজিত করে তোকো একাম্বি বল বাড়িয়ে দেন এনসামের কাছে। ২০ গজ দূর থেকে তাঁর দারুণ শট রুখে দেন এদারসন।
৮৪ মিনিটে দারুণ এক বল বাড়িয়েছিলেন রাফিনহা, ব্রুনো গিমারেস এলেও তাঁকে ক্লিয়ার করে উহ। পাঁচ মিনিট পর আবারও সুযোগ পায় ব্রাজিল। দানি আলভেস ডান প্রান্তে থাকা রাফিনহাকে বল বাড়ান।
রাফিনহা বক্সে থাকা পেদ্রোকে বাড়িয়ে দেন বল। কিন্তু পেদ্রো বল পাঠিয়ে দেন বারের ওপর দিয়ে।
অতিরিক্ত সময়ে দারুণ এক প্রতি আক্রমণে ক্যামেরুনকে আনন্দের সাগরে ভাসিয়ে দেন অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার। ডান প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সে দারুণ এক ক্রস পাঠান এমবেকেলি। দুই ডিফেন্ডারের মাঝে আনমার্কড থাকা আবুবাকারের দুরন্ত এক হেডে দর্শক বনে যায় ব্রাজিল গোলরক্ষক এডারসন। আর ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যামেরুন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচ, প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত করে রেখেছে নকআউট পর্ব। তাই বেঞ্চের অধিকাংশ খেলোয়াড়কে বাজিয়ে নেওয়ার চেষ্টায় একাদশ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। দলের নেতৃত্বে ছিলেন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় দানি আলভেস। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়-বঞ্চিত হয় ব্রাজিল।
ম্যাচের প্রথম শক্তিশালী আক্রমণটা আসে ডান প্রান্ত ধরে। ক্যামেরুনের বক্সে দারুণ এক ক্রস পাঠান ফ্রেদ। মার্তিনেল্লির হেড ফিরিয়ে দেন ক্যামেরুনিয়ান গোলরক্ষক ডেভিড এপাসি।
২৯ মিনিটে রদ্রিগোকে কৌন্দে ফাউল করলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু রদ্রিগোর নেওয়া ফ্রি-কিক মানবদেয়াল থেকে ফিরে আসে। তিন মিনিট পর আবারও বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল, এবারও রদ্রিগোকে ফাউল করেন কলিনস ফাই। এবারে দানি আলভেসের শট বারের ওপর দিয়ে চলে যায় এবার ভাগ্যের শিকে ছেঁড়েনি ব্রাজিলের।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ সুযোগ পেয়েছিল মার্তিনেল্লি। বাঁ প্রান্ত থেকে বক্সের বাইরে থেকে তিনজনকে ড্রিবল করে শট নেন। এবারও এপাসির হাতে।
পরের মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পেয়েছিল ক্যামেরুন। বাঁ প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সের ভেতর ক্রস পাঠান এমনমাগালেও। বক্সের ভেতর ডান পাশে ছিলেন এমবেউমা, হেডও করেছিলেন তিনি। কিন্তু এডারসন বাঁচায় এ যাত্রায়।
৭৮ মিনিটে ব্রাজিলের ডান প্রান্তে অধিনায়ক দানি আলভেসকে পরাজিত করে তোকো একাম্বি বল বাড়িয়ে দেন এনসামের কাছে। ২০ গজ দূর থেকে তাঁর দারুণ শট রুখে দেন এদারসন।
৮৪ মিনিটে দারুণ এক বল বাড়িয়েছিলেন রাফিনহা, ব্রুনো গিমারেস এলেও তাঁকে ক্লিয়ার করে উহ। পাঁচ মিনিট পর আবারও সুযোগ পায় ব্রাজিল। দানি আলভেস ডান প্রান্তে থাকা রাফিনহাকে বল বাড়ান।
রাফিনহা বক্সে থাকা পেদ্রোকে বাড়িয়ে দেন বল। কিন্তু পেদ্রো বল পাঠিয়ে দেন বারের ওপর দিয়ে।
অতিরিক্ত সময়ে দারুণ এক প্রতি আক্রমণে ক্যামেরুনকে আনন্দের সাগরে ভাসিয়ে দেন অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার। ডান প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সে দারুণ এক ক্রস পাঠান এমবেকেলি। দুই ডিফেন্ডারের মাঝে আনমার্কড থাকা আবুবাকারের দুরন্ত এক হেডে দর্শক বনে যায় ব্রাজিল গোলরক্ষক এডারসন। আর ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যামেরুন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
৩৪ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে