ক্রীড়া ডেস্ক
রালফ রাংনিক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর থেকে চলছে নানামুখী আলোচনা। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন হতে পারে তা নিয়েই চলছে সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা। তবে রাংনিকের কোচিং কৌশল রোনালদো ও তাঁর সতীর্থদের অস্বস্তিতে ফেলতে পারে। এমনকি খেলোয়াড়দের ভুলের জন্য অভিনব শাস্তি দেওয়ার কাজও করে থাকেন রাংনিক। সেসব শাস্তি রোনালদোদের পছন্দ নাও হতে পারে।
নিজস্ব দর্শনে দল পরিচালনার জন্য বেশ পরিচিত রাংনিক। তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময় ছোট দলগুলোতে কাজ করায় তাঁর কোচিংয়ের ধরন নিয়ে আলোচনা হয়েছে কম। যেমন রাংনিক খেলোয়াড়দের নিজস্ব গাড়িতে চড়ে অনুশীলনে আসা পছন্দ করেন না। ক্লাবের কাজে তিনি ক্লাবের গাড়িতে করে আসাকেই প্রাধান্য দিয়ে থাকেন। শুধু তাই নয়, তিনি ভুলের জন্য বিব্রতকর শাস্তিও দিয়ে থাকেন খেলোয়াড়দের। তবে সে শাস্তি কোনো খেলোয়াড় পাবে কি না তা নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে।
একনজরে দেখে নেওয়া যাক রাংনিকের দেওয়া উল্লেখযোগ্য শাস্তিগুলো কেমন:
১. বলে পাম্প দেওয়া, সেগুলোকে অনুশীলন মাঠে নিয়ে যাওয়া এবং এক সপ্তাহ ধরে পরিষ্কার করা।
২. একাডেমি দলকে অনুশীলন করানো।
৩. স্টেডিয়ামে ট্যুর গাইড হিসেবে কাজ করা।
৪. মাঠের ঘাস কাটা এবং অনুশীলন মাঠের দেখভাল করা।
৫. টুটু জামা (মেয়েদের ফ্রকের মতো জামা) পরে অনুশীলনে আসা।
৬. খেলোয়াড়দের পানির বোতল ভরে দেওয়া।
৭. ক্যাফেতে খাবার পরিবেশন করা এবং টেবিল পরিষ্কার করা।
৮. ক্লাবের দোকানে তিন ঘণ্টা কাজ করা।
৯. কিটম্যানের সহকারী হিসেবে কাজ করা।
১০. দলের বাসে কাজ করা।
১১. ক্লাবের স্টাফদের জন্য উপহার কিনে দেওয়া।
রালফ রাংনিক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর থেকে চলছে নানামুখী আলোচনা। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন হতে পারে তা নিয়েই চলছে সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা। তবে রাংনিকের কোচিং কৌশল রোনালদো ও তাঁর সতীর্থদের অস্বস্তিতে ফেলতে পারে। এমনকি খেলোয়াড়দের ভুলের জন্য অভিনব শাস্তি দেওয়ার কাজও করে থাকেন রাংনিক। সেসব শাস্তি রোনালদোদের পছন্দ নাও হতে পারে।
নিজস্ব দর্শনে দল পরিচালনার জন্য বেশ পরিচিত রাংনিক। তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময় ছোট দলগুলোতে কাজ করায় তাঁর কোচিংয়ের ধরন নিয়ে আলোচনা হয়েছে কম। যেমন রাংনিক খেলোয়াড়দের নিজস্ব গাড়িতে চড়ে অনুশীলনে আসা পছন্দ করেন না। ক্লাবের কাজে তিনি ক্লাবের গাড়িতে করে আসাকেই প্রাধান্য দিয়ে থাকেন। শুধু তাই নয়, তিনি ভুলের জন্য বিব্রতকর শাস্তিও দিয়ে থাকেন খেলোয়াড়দের। তবে সে শাস্তি কোনো খেলোয়াড় পাবে কি না তা নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে।
একনজরে দেখে নেওয়া যাক রাংনিকের দেওয়া উল্লেখযোগ্য শাস্তিগুলো কেমন:
১. বলে পাম্প দেওয়া, সেগুলোকে অনুশীলন মাঠে নিয়ে যাওয়া এবং এক সপ্তাহ ধরে পরিষ্কার করা।
২. একাডেমি দলকে অনুশীলন করানো।
৩. স্টেডিয়ামে ট্যুর গাইড হিসেবে কাজ করা।
৪. মাঠের ঘাস কাটা এবং অনুশীলন মাঠের দেখভাল করা।
৫. টুটু জামা (মেয়েদের ফ্রকের মতো জামা) পরে অনুশীলনে আসা।
৬. খেলোয়াড়দের পানির বোতল ভরে দেওয়া।
৭. ক্যাফেতে খাবার পরিবেশন করা এবং টেবিল পরিষ্কার করা।
৮. ক্লাবের দোকানে তিন ঘণ্টা কাজ করা।
৯. কিটম্যানের সহকারী হিসেবে কাজ করা।
১০. দলের বাসে কাজ করা।
১১. ক্লাবের স্টাফদের জন্য উপহার কিনে দেওয়া।
কদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
৬ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
১৯ মিনিট আগেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১৩ ঘণ্টা আগে