ক্রীড়া ডেস্ক
সন্তানদের খুশির জন্য বাবারা অনেক কিছুই করেন! তবে কোনো বাবা যদি সন্তানের জন্মদিনে একই সঙ্গে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো এবং নেইমারের শুভেচ্ছা বার্তা এনে দিতে পারেন এর চেয়ে আনন্দের আর কি হতে পারে! ঠিক সেই আনন্দই সন্তানদের দিয়েছেন ফুটবলার হাল্ক। ব্রাজিল দলের এক সময়ের পরিচিত মুখ হাল্ক নতুন করে আলোচনায় এসেছেন জন্মদিনে সন্তানদের অন্য রকম চমক দিয়ে।
সাবেক এফসি পোর্তো এবং জেনিত সেইন্ট পিটার্সবার্গের সাবেক ফরোয়ার্ড হাল্ক ইন্টাগ্রামে সন্তানদের শুভেচ্ছা জানানোর উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যায় হাল্কের দুই সন্তান ইয়ান (১৪) ও থিয়াগোকে (১২) জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন মেসি, রোনালদো ও নেইমার। আর আকস্মিকভাবে বিশ্ব ফুটবলের তিন মহাতারকার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে আনন্দিত ও বিস্মিত ইয়ান ও থিয়াগোকে দেখা যায় বাবাকে জড়িয়ে ধরতে।
সন্তানদের এমন অভিনব উপহার দেওয়া নিয়ে হাল্ক বলেছেন, ‘জুলাইয়ের ২০ তারিখ আমার দুই সন্তান ইয়ান ও থিয়াগোর জন্মদিন ছিল। তারা আমাকে অবস্তুগত কোনো উপহার দেওয়ার কথা বলেছিল। তারা চেয়েছিল ব্যতিক্রম ও বিস্মিত হওয়ার মতো কিছু।’
আর সন্তানদের এমন ইচ্ছা পূরণেই মেসি-রোনালদোদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে আসার পরিকল্পনা করেন হাল্ক। তিনি আরও যোগ করে বলেছেন, ‘যেহেতু তারা ফুটবল নিয়ে আগ্রহী, তাদের জন্য বিশ্বসেরা খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া শুভেচ্ছার চেয়ে বড় কিছু হয় না। আমি মহান আদর্শ এবং বন্ধু নেইমার, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানোর কাছে কৃতজ্ঞ।’
তবে বিশ্বসেরা খেলোয়াড়দের কাছ থেকে পরিবারের জন্য শুভেচ্ছা আনার ক্ষেত্রে হাল্ক একা নন, এই তালিকায় আছেন মাউরো ইকার্দির মতো তারকাও।
সন্তানদের খুশির জন্য বাবারা অনেক কিছুই করেন! তবে কোনো বাবা যদি সন্তানের জন্মদিনে একই সঙ্গে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো এবং নেইমারের শুভেচ্ছা বার্তা এনে দিতে পারেন এর চেয়ে আনন্দের আর কি হতে পারে! ঠিক সেই আনন্দই সন্তানদের দিয়েছেন ফুটবলার হাল্ক। ব্রাজিল দলের এক সময়ের পরিচিত মুখ হাল্ক নতুন করে আলোচনায় এসেছেন জন্মদিনে সন্তানদের অন্য রকম চমক দিয়ে।
সাবেক এফসি পোর্তো এবং জেনিত সেইন্ট পিটার্সবার্গের সাবেক ফরোয়ার্ড হাল্ক ইন্টাগ্রামে সন্তানদের শুভেচ্ছা জানানোর উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যায় হাল্কের দুই সন্তান ইয়ান (১৪) ও থিয়াগোকে (১২) জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন মেসি, রোনালদো ও নেইমার। আর আকস্মিকভাবে বিশ্ব ফুটবলের তিন মহাতারকার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে আনন্দিত ও বিস্মিত ইয়ান ও থিয়াগোকে দেখা যায় বাবাকে জড়িয়ে ধরতে।
সন্তানদের এমন অভিনব উপহার দেওয়া নিয়ে হাল্ক বলেছেন, ‘জুলাইয়ের ২০ তারিখ আমার দুই সন্তান ইয়ান ও থিয়াগোর জন্মদিন ছিল। তারা আমাকে অবস্তুগত কোনো উপহার দেওয়ার কথা বলেছিল। তারা চেয়েছিল ব্যতিক্রম ও বিস্মিত হওয়ার মতো কিছু।’
আর সন্তানদের এমন ইচ্ছা পূরণেই মেসি-রোনালদোদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে আসার পরিকল্পনা করেন হাল্ক। তিনি আরও যোগ করে বলেছেন, ‘যেহেতু তারা ফুটবল নিয়ে আগ্রহী, তাদের জন্য বিশ্বসেরা খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া শুভেচ্ছার চেয়ে বড় কিছু হয় না। আমি মহান আদর্শ এবং বন্ধু নেইমার, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানোর কাছে কৃতজ্ঞ।’
তবে বিশ্বসেরা খেলোয়াড়দের কাছ থেকে পরিবারের জন্য শুভেচ্ছা আনার ক্ষেত্রে হাল্ক একা নন, এই তালিকায় আছেন মাউরো ইকার্দির মতো তারকাও।
ফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
১৯ মিনিট আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৪৪ মিনিট আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১ ঘণ্টা আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১ ঘণ্টা আগে