ক্রীড়া ডেস্ক
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলে সবচেয়ে আলোচিত মৌসুম গেছে এবার। মহানাটকীয়তার দলবদলে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর পরে আলোচনার কেন্দ্রে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াতে চেয়েছিল। তবে পিএসজির সঙ্গে রিয়ালের মতের মিল না হওয়ায় এবং পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় ইচ্ছার বিরুদ্ধে সেখানেই থেকে যান।
জানুয়ারিতে দলবদলের বাজার আবার উন্মুক্ত হলে অন্য ক্লাবের সঙ্গে চুক্তিতে আর কোনো বাধা থাকবে না এমবাপ্পের। এদিকে ফরাসি তারকার রিয়ালে আসার ইচ্ছার কথা জেনে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিতো পেরেজ ইঙ্গিত দিয়েছেন জানুয়ারিতেই এমবাপ্পেকে দলে ভেড়াবেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পেরেজ বলেছেন ‘আশা করছি ১ জানুয়ারিই সবকিছুর সমাধান হয়ে যাবে।’ আর সেটি হলেই ৮৭ দিন পর ভেঙে যাবে মেসি-নেইমার-এমবাপ্পে জুটি।
এমবাপ্পের পিএসজি ছাড়ার ইচ্ছা আরও আগে থেকে। আগস্টের শেষ দিকে পিএসজি জানিয়েছিল তাঁর ক্লাব ছাড়ার ইচ্ছার কথা। এমবাপ্পে এবার সাক্ষাৎকারে জানালেন আরও আগে থেকে পিএসজি ছাড়তে চেয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে ফরাসি তারকা জানান, ‘গুজব ছড়ানো হয়েছে, আগস্টের শেষ সপ্তাহে নাকি ক্লাব ছাড়ার কথা বলেছি। এটা মিথ্যা, আমি জুলাইয়ের শেষেই এটা বলেছিলাম।’
এমবাপ্পের এই কথা থেকেই পরিষ্কার তিনি আর কালক্ষেপণ করবেন না। ওদিকে স্প্যানিশ ক্লাবটিও তাকে পেতে উন্মুখ হয়ে আছে। তাই দুয়ে দুয়ে চার মিললে এমবাপ্পের রিয়ালে নাম লেখানো এখন শুধুই সময়ের ব্যাপার। আর এমবাপ্পে পিএসজি ছাড়লেই ভেঙে যাবে মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর জুটি।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলে সবচেয়ে আলোচিত মৌসুম গেছে এবার। মহানাটকীয়তার দলবদলে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর পরে আলোচনার কেন্দ্রে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াতে চেয়েছিল। তবে পিএসজির সঙ্গে রিয়ালের মতের মিল না হওয়ায় এবং পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় ইচ্ছার বিরুদ্ধে সেখানেই থেকে যান।
জানুয়ারিতে দলবদলের বাজার আবার উন্মুক্ত হলে অন্য ক্লাবের সঙ্গে চুক্তিতে আর কোনো বাধা থাকবে না এমবাপ্পের। এদিকে ফরাসি তারকার রিয়ালে আসার ইচ্ছার কথা জেনে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিতো পেরেজ ইঙ্গিত দিয়েছেন জানুয়ারিতেই এমবাপ্পেকে দলে ভেড়াবেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পেরেজ বলেছেন ‘আশা করছি ১ জানুয়ারিই সবকিছুর সমাধান হয়ে যাবে।’ আর সেটি হলেই ৮৭ দিন পর ভেঙে যাবে মেসি-নেইমার-এমবাপ্পে জুটি।
এমবাপ্পের পিএসজি ছাড়ার ইচ্ছা আরও আগে থেকে। আগস্টের শেষ দিকে পিএসজি জানিয়েছিল তাঁর ক্লাব ছাড়ার ইচ্ছার কথা। এমবাপ্পে এবার সাক্ষাৎকারে জানালেন আরও আগে থেকে পিএসজি ছাড়তে চেয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে ফরাসি তারকা জানান, ‘গুজব ছড়ানো হয়েছে, আগস্টের শেষ সপ্তাহে নাকি ক্লাব ছাড়ার কথা বলেছি। এটা মিথ্যা, আমি জুলাইয়ের শেষেই এটা বলেছিলাম।’
এমবাপ্পের এই কথা থেকেই পরিষ্কার তিনি আর কালক্ষেপণ করবেন না। ওদিকে স্প্যানিশ ক্লাবটিও তাকে পেতে উন্মুখ হয়ে আছে। তাই দুয়ে দুয়ে চার মিললে এমবাপ্পের রিয়ালে নাম লেখানো এখন শুধুই সময়ের ব্যাপার। আর এমবাপ্পে পিএসজি ছাড়লেই ভেঙে যাবে মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর জুটি।
ফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
৭ মিনিট আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৩২ মিনিট আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
৪৪ মিনিট আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১ ঘণ্টা আগে