ক্রীড়া ডেস্ক
ইউরোপা লিগের সেমিফাইনালে যেতে হলে লিভারপুলকে শুধু জিতলেই হতো না। জয়ের ব্যবধানটা দরকার ছিল ৩-এর বেশি। মোহাম্মদ সালাহর গোলে গত রাতে জিতলেও তা অলরেডদের জন্য যথেষ্ট ছিল না। অলরেডদের কাঁদিয়ে সেমিতে উঠে গেল আতালান্তা। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের তাই কণ্ঠে ঝরেছে আক্ষেপ।
গিউইস স্টেডিয়ামে গত রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছে লিভারপুল ও আতালান্তা। ৭ মিনিটে পেনাল্টিতে গোল করে লিভারপুলকে এগিয়ে নেন সালাহ। দ্বিতীয় লেগে ১-০ গোলে লিভারপুল জিতেছে ঠিকই। তবে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে সেমিতে ওঠে আতালান্তা। অ্যানফিল্ডে প্রথম লেগে গত সপ্তাহে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আতালান্তা। ক্লপের আক্ষেপ প্রথম লেগের ম্যাচকে ঘিরেই। যদিও তিনি আশাবাদী ছিলেন এই ম্যাচে (দ্বিতীয় লেগে) ঘুরে দাঁড়াবে তাঁর দল লিভারপুল। দ্বিতীয় লেগের ম্যাচ শেষে গত রাতে লিভারপুল কোচ বলেন, ‘আমরা আজ রাতে হারিনি। হেরেছি ঘরের মাঠে গত সপ্তাহে। আতালান্তাকে অভিনন্দন জানানো খুব সহজ। এটা তাদের প্রাপ্য। এভাবে ৩-১ ব্যবধানে জিতে যখন আমাদের বিপক্ষে জিতবেন, জয়টা আপনাদেরই প্রাপ্য।’
আতালান্তার বিপক্ষে গত রাতে দাপট দেখিয়ে খেলে লিভারপুল। ৭০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫ শট করে লিভারপুল। লক্ষ্য বরাবর ৫ শটের কেবল একটিই গোলে পরিণত করতে পারে অলরেডরা। সেমিফাইনালে উঠতে যে লিভারপুল হোঁচট খেয়েছে, এই ডেটাতেই তা স্পষ্ট।
সালাহ নিজেই ৩৯ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন। কোডি গাকপোর থ্রু বল থেকে পাস রিসিভ করে সালাহ বা পাঁয়ে শট নিলেও লক্ষ্য ভেদ করতে পারেননি। তবে সালাহকে নিয়ে চিন্তিত নন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘স্ট্রাইকাররা এভাবেই খেলে। আমাদের ও তাকে এভাবেই যেতে হবে। সে দলের অভিজ্ঞ ফুটবলারদের একজন। মো (সালাহ) যে এর আগে কখনো সুযোগ হাতছাড়া করেনি, তা নয়। এটা খেলারই অংশ। পেনাল্টিটা অসাধারণ ছিল। পরবর্তী সুযোগটা দুর্ভাগ্যজনক। তবে এটা প্রথমবার ঘটেনি, যেখানে এমন সুযোগ সে হাতছাড়া করেছে। এটা নিয়ে কথা বাড়াতে চাই না।’
আরও পড়ুন:
ইউরোপা লিগের সেমিফাইনালে যেতে হলে লিভারপুলকে শুধু জিতলেই হতো না। জয়ের ব্যবধানটা দরকার ছিল ৩-এর বেশি। মোহাম্মদ সালাহর গোলে গত রাতে জিতলেও তা অলরেডদের জন্য যথেষ্ট ছিল না। অলরেডদের কাঁদিয়ে সেমিতে উঠে গেল আতালান্তা। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের তাই কণ্ঠে ঝরেছে আক্ষেপ।
গিউইস স্টেডিয়ামে গত রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছে লিভারপুল ও আতালান্তা। ৭ মিনিটে পেনাল্টিতে গোল করে লিভারপুলকে এগিয়ে নেন সালাহ। দ্বিতীয় লেগে ১-০ গোলে লিভারপুল জিতেছে ঠিকই। তবে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে সেমিতে ওঠে আতালান্তা। অ্যানফিল্ডে প্রথম লেগে গত সপ্তাহে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আতালান্তা। ক্লপের আক্ষেপ প্রথম লেগের ম্যাচকে ঘিরেই। যদিও তিনি আশাবাদী ছিলেন এই ম্যাচে (দ্বিতীয় লেগে) ঘুরে দাঁড়াবে তাঁর দল লিভারপুল। দ্বিতীয় লেগের ম্যাচ শেষে গত রাতে লিভারপুল কোচ বলেন, ‘আমরা আজ রাতে হারিনি। হেরেছি ঘরের মাঠে গত সপ্তাহে। আতালান্তাকে অভিনন্দন জানানো খুব সহজ। এটা তাদের প্রাপ্য। এভাবে ৩-১ ব্যবধানে জিতে যখন আমাদের বিপক্ষে জিতবেন, জয়টা আপনাদেরই প্রাপ্য।’
আতালান্তার বিপক্ষে গত রাতে দাপট দেখিয়ে খেলে লিভারপুল। ৭০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫ শট করে লিভারপুল। লক্ষ্য বরাবর ৫ শটের কেবল একটিই গোলে পরিণত করতে পারে অলরেডরা। সেমিফাইনালে উঠতে যে লিভারপুল হোঁচট খেয়েছে, এই ডেটাতেই তা স্পষ্ট।
সালাহ নিজেই ৩৯ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন। কোডি গাকপোর থ্রু বল থেকে পাস রিসিভ করে সালাহ বা পাঁয়ে শট নিলেও লক্ষ্য ভেদ করতে পারেননি। তবে সালাহকে নিয়ে চিন্তিত নন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘স্ট্রাইকাররা এভাবেই খেলে। আমাদের ও তাকে এভাবেই যেতে হবে। সে দলের অভিজ্ঞ ফুটবলারদের একজন। মো (সালাহ) যে এর আগে কখনো সুযোগ হাতছাড়া করেনি, তা নয়। এটা খেলারই অংশ। পেনাল্টিটা অসাধারণ ছিল। পরবর্তী সুযোগটা দুর্ভাগ্যজনক। তবে এটা প্রথমবার ঘটেনি, যেখানে এমন সুযোগ সে হাতছাড়া করেছে। এটা নিয়ে কথা বাড়াতে চাই না।’
আরও পড়ুন:
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩২ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে