ক্রীড়া ডেস্ক
অনেক চেষ্টা করেও রবার্ট লেভানডফস্কিকে ধরে রাখতে পারেনি বায়ার্ন মিউনিখ। বার্সেলোনার কাছে নিজেদের সেরা খেলোয়াড়কে বিক্রি করে দিতে হয়েছে তাদের। দলের প্রাণ ভোমরাকে হারিয়ে স্বভাবতই হতাশ ও ক্ষুব্ধ বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসমান।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের সেই হতাশা গোপনও করেননি নাগেলসমান। অর্থনৈতিক সমস্যায় থাকা বার্সা খেলোয়াড় কেনার এত টাকা কীভাবে পাচ্ছে সে প্রশ্নও তুলেছেন তিনি।
গ্রীষ্মের দলবদলে লেভা ছাড়াও রাফিনহার মতো তারকাকে দলে ভিড়িয়েছে বার্সা। অথচ কদিন আগেও বার্সার অর্থনৈতিক সংকটের কথা বেশ ফলাও করে প্রচার করা হচ্ছিল। হঠাৎ করে বার্সা এত টাকা কোথায় পেল তা জানতে চেয়ে নাগেলসমান বলেন, ‘তারা (বার্সেলোনা) লেভা ছাড়া আরও অনেক খেলোয়াড়কে কিনেছে। কীভাবে আমি জানি না। তারা সম্ভবত পৃথিবীর একমাত্র ক্লাব যারা টাকা ছাড়াই খেলোয়াড় কেনে। এটা বেশ অদ্ভুত ও পাগলাটে ব্যাপার।’
শুধু নাগেলমানই নন, দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিউ রোমানোও একই কথা বলেছেন। তাঁর মতে, বার্সার খেলোয়াড় কেনার জন্য এত টাকা কোথায় পেল তা কেউ জানে না। রোমানো বলেছেন, ‘সত্য কথা হচ্ছে, আমি জানি না। ফুটবলের মানুষেরাও জানে না, এজেন্টরা জানে না। কেউ জানে না, তারা এই মুহূর্তে এত টাকা কোথা থেকে পেল।’
অনেক চেষ্টা করেও রবার্ট লেভানডফস্কিকে ধরে রাখতে পারেনি বায়ার্ন মিউনিখ। বার্সেলোনার কাছে নিজেদের সেরা খেলোয়াড়কে বিক্রি করে দিতে হয়েছে তাদের। দলের প্রাণ ভোমরাকে হারিয়ে স্বভাবতই হতাশ ও ক্ষুব্ধ বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসমান।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের সেই হতাশা গোপনও করেননি নাগেলসমান। অর্থনৈতিক সমস্যায় থাকা বার্সা খেলোয়াড় কেনার এত টাকা কীভাবে পাচ্ছে সে প্রশ্নও তুলেছেন তিনি।
গ্রীষ্মের দলবদলে লেভা ছাড়াও রাফিনহার মতো তারকাকে দলে ভিড়িয়েছে বার্সা। অথচ কদিন আগেও বার্সার অর্থনৈতিক সংকটের কথা বেশ ফলাও করে প্রচার করা হচ্ছিল। হঠাৎ করে বার্সা এত টাকা কোথায় পেল তা জানতে চেয়ে নাগেলসমান বলেন, ‘তারা (বার্সেলোনা) লেভা ছাড়া আরও অনেক খেলোয়াড়কে কিনেছে। কীভাবে আমি জানি না। তারা সম্ভবত পৃথিবীর একমাত্র ক্লাব যারা টাকা ছাড়াই খেলোয়াড় কেনে। এটা বেশ অদ্ভুত ও পাগলাটে ব্যাপার।’
শুধু নাগেলমানই নন, দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিউ রোমানোও একই কথা বলেছেন। তাঁর মতে, বার্সার খেলোয়াড় কেনার জন্য এত টাকা কোথায় পেল তা কেউ জানে না। রোমানো বলেছেন, ‘সত্য কথা হচ্ছে, আমি জানি না। ফুটবলের মানুষেরাও জানে না, এজেন্টরা জানে না। কেউ জানে না, তারা এই মুহূর্তে এত টাকা কোথা থেকে পেল।’
ভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ মিনিট আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৫ ঘণ্টা আগে