ক্রীড়া ডেস্ক
আফসোস নয়—এরিক টেন হাগ খুশি পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে জাদোন সানচোর পারফরম্যান্সে। এমন পারফরম্যান্স পেতে ‘উচ্চ মূল্যে’ ইংলিশ উইঙ্গারকে ওল্ড ট্রাফোর্ডে এনেছিলেন জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
গতরাতে হলুদে ছেয়ে যাওয়া সিগনাল ইদুনা পার্কের ৮০ হাজার সমর্থককে পায়ের জাদুতে বুঁদ করে রেখেছিলেন সানচো। কিলিয়ান এমবাপ্পে-ওসমানে দেম্বেলের মতো তারকাদের দর্শক বানিয়ে উইং ধরে একের পর এক আক্রমণ করে গেছেন ২৪ বছর বয়সী তারকা। ভাগ্যিস, পিএসজির রক্ষণভাগে মার্কিনিওসের মতোন অভিজ্ঞ সেনাপতি ছিলেন।
অথচ এ মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সানচো। ২০২১ সালে ম্যানচেস্টার এসে যেন নিজের স্বভাবজাত খেলাটায় ভুলে গিয়েছিলেন। বরুসিয়া ডর্টমুন্ডের পারফরম্যান্স দেখে ৯১ মিলিয়ন ডলারে (প্রায় ১ হাজার কোটি টাকা) তাঁকে কিনেছিল ইউনাইটেড।
কিন্তু টেন হাগের অধীনে ভালো করতে পারেননি সানচো। গত সেপ্টেম্বরে রেড ডেভিলদের প্রথম একাদশেও জায়গা হারান তিনি। সে সময় টেন হাগ বলেছিলেন, সানচো অনুশীলনে তেমন সময় দেন না। কিন্তু ইংলিশ তারকা বলেছিলেন, তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে। এ মৌসুমে আর্সেনালের বিপক্ষে ম্যাচর আগে সানচো অনুশীলনে খারাপ পারফরম্যান্স করেছিলেন দাবি করেন টেন হাগ। তবে ইংলিশ উইঙ্গার সেটি সহ্য না করে জবাব দেন। এরপর থেকে তাঁকে আর রেড ডেভিলদের জার্সিতে দেখা যায়নি।
গত জানুয়ারিতে ওল্ড ট্রাফোর্ড থেকে ধারে সানচো ফেরেন ডর্টমুন্ডে। কোচ এডিন টারজিচের অধীনে নিজেকে ফিরেও পান। আর তার প্রতিদান দিয়ে তার সেরাটা দেখালেন গতরাতে। তটস্থ করে রাখলেন পিএসজির রক্ষণভাগ। ডর্টমুন্ডে ফিরেই পুরোনো রূপে ফেরা সানচো কেন টেন হাগের অধীনে নিজেকে মেলে ধরতে পারেননি, সে আলোচনায় হচ্ছে এখন সর্বত্র। অনেকে এ নিয়ে ডাচ কোচের সমালোচনা করছেন। তবে টেন হাগ খুশি পুরোনো শিষ্যকে ফর্মে ফিরতে দেখে। তিনি বলেছেন, ‘কেন তাকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছিল সেটি গতকাল সে (সানচো) দেখিয়েছে। আমি খুশি। জাদোন গতকাল যে পারফরম্যান্স দেখিয়েছে তার জন্য আমি খুশি এবং দেখি ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে।’
টেন হাগের অধীনে এ মৌসুমেও খালি হাতে থাকতে হচ্ছে ইউনাইটেডকে। এমনকি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও জায়গা হচ্ছে না তাদের। সানচোর ভবিষ্যতের অপেক্ষায় থাকলেও ওল্ড ট্রাফোর্ডে তাঁ ভবিষ্যৎটাও এখন অনিশ্চিত। তবে এখনো ইউনাইটেড নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে টেন হাগের, ‘যত দিন আমি এখানে করেছি, প্রতি গ্রীষ্মে, প্রতি উইন্ডোতে, আমি মনে করি ২০০ খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে আগ্রহ দেখায়।’
আফসোস নয়—এরিক টেন হাগ খুশি পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে জাদোন সানচোর পারফরম্যান্সে। এমন পারফরম্যান্স পেতে ‘উচ্চ মূল্যে’ ইংলিশ উইঙ্গারকে ওল্ড ট্রাফোর্ডে এনেছিলেন জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
গতরাতে হলুদে ছেয়ে যাওয়া সিগনাল ইদুনা পার্কের ৮০ হাজার সমর্থককে পায়ের জাদুতে বুঁদ করে রেখেছিলেন সানচো। কিলিয়ান এমবাপ্পে-ওসমানে দেম্বেলের মতো তারকাদের দর্শক বানিয়ে উইং ধরে একের পর এক আক্রমণ করে গেছেন ২৪ বছর বয়সী তারকা। ভাগ্যিস, পিএসজির রক্ষণভাগে মার্কিনিওসের মতোন অভিজ্ঞ সেনাপতি ছিলেন।
অথচ এ মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সানচো। ২০২১ সালে ম্যানচেস্টার এসে যেন নিজের স্বভাবজাত খেলাটায় ভুলে গিয়েছিলেন। বরুসিয়া ডর্টমুন্ডের পারফরম্যান্স দেখে ৯১ মিলিয়ন ডলারে (প্রায় ১ হাজার কোটি টাকা) তাঁকে কিনেছিল ইউনাইটেড।
কিন্তু টেন হাগের অধীনে ভালো করতে পারেননি সানচো। গত সেপ্টেম্বরে রেড ডেভিলদের প্রথম একাদশেও জায়গা হারান তিনি। সে সময় টেন হাগ বলেছিলেন, সানচো অনুশীলনে তেমন সময় দেন না। কিন্তু ইংলিশ তারকা বলেছিলেন, তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে। এ মৌসুমে আর্সেনালের বিপক্ষে ম্যাচর আগে সানচো অনুশীলনে খারাপ পারফরম্যান্স করেছিলেন দাবি করেন টেন হাগ। তবে ইংলিশ উইঙ্গার সেটি সহ্য না করে জবাব দেন। এরপর থেকে তাঁকে আর রেড ডেভিলদের জার্সিতে দেখা যায়নি।
গত জানুয়ারিতে ওল্ড ট্রাফোর্ড থেকে ধারে সানচো ফেরেন ডর্টমুন্ডে। কোচ এডিন টারজিচের অধীনে নিজেকে ফিরেও পান। আর তার প্রতিদান দিয়ে তার সেরাটা দেখালেন গতরাতে। তটস্থ করে রাখলেন পিএসজির রক্ষণভাগ। ডর্টমুন্ডে ফিরেই পুরোনো রূপে ফেরা সানচো কেন টেন হাগের অধীনে নিজেকে মেলে ধরতে পারেননি, সে আলোচনায় হচ্ছে এখন সর্বত্র। অনেকে এ নিয়ে ডাচ কোচের সমালোচনা করছেন। তবে টেন হাগ খুশি পুরোনো শিষ্যকে ফর্মে ফিরতে দেখে। তিনি বলেছেন, ‘কেন তাকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছিল সেটি গতকাল সে (সানচো) দেখিয়েছে। আমি খুশি। জাদোন গতকাল যে পারফরম্যান্স দেখিয়েছে তার জন্য আমি খুশি এবং দেখি ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে।’
টেন হাগের অধীনে এ মৌসুমেও খালি হাতে থাকতে হচ্ছে ইউনাইটেডকে। এমনকি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও জায়গা হচ্ছে না তাদের। সানচোর ভবিষ্যতের অপেক্ষায় থাকলেও ওল্ড ট্রাফোর্ডে তাঁ ভবিষ্যৎটাও এখন অনিশ্চিত। তবে এখনো ইউনাইটেড নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে টেন হাগের, ‘যত দিন আমি এখানে করেছি, প্রতি গ্রীষ্মে, প্রতি উইন্ডোতে, আমি মনে করি ২০০ খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে আগ্রহ দেখায়।’
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে