ক্রীড়া ডেস্ক
লিগ ওয়ান যেন এ বছর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হতাশার এক নাম। এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে জিততেই পারছে না পিএসজি। গতকাল লুইজ টু স্টেডিয়ামে মোনাকোর কাছে ৩-১ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। বড় ব্যবধানে হেরে নিজেদের দুর্বল দল মনে করছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে—এ দুই তারকা ফুটবলার চোটে পড়ায় গতকাল মোনাকোর বিপক্ষে খেলতে পারেননি। আশরাফ হাকিমি ও সার্জিও রামোস—এই দুই ডিফেন্ডারও ছিলেন না পিএসজির মূল একাদশে। আর ম্যাচে হওয়া ৪টা গোলই হয়েছে প্রথমার্ধে। চার মিনিটে গোল করেন মোনাকোর মিডফিল্ডার আলেকজান্ডার গোলোভিন। এরপর ১৮ মিনিটে গোল করেন মোনাকোর ফরোয়ার্ড উইসাম বেন ইয়েদের। ৩৯ মিনিটে ব্যবধান কমায় পিএসজি। গোল করেন প্যারিসিয়ানদের মিডফিল্ডার ওয়ারেন জায়ের এমেরি। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোনাকোর তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন বেন ইয়েদের।
দুই তারকা ফুটবলার ছাড়া বড় ব্যবধানে হেরে হতাশ গালতিয়ের। একই সঙ্গে তাঁর ভাবনা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ নিয়ে। মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে পিএসজি। সংবাদ সম্মেলনে প্যারিসিয়ানদের কোচ বলেন, ‘আমাদের দলটা খুবই দুর্বল এবং খুব চিন্তায় আছি। মঙ্গলবারের ম্যাচ নিয়ে আমি বেশি চিন্তিত। যারা এই ম্যাচে খেলতে পারেনি, তাদের কেউ মঙ্গলবার খেলে কি না, সেটাই দেখার বিষয়। এমন পরিস্থিতিতে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।’
এই ম্যাচে পিএসজি বল দখলে রেখেছিল ৫৯ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করতে পেরেছে মাত্র দুবার। অন্যদিকে পিএসজির লক্ষ্য বরাবর মোনাকো শট নিয়েছে ৯টি। আক্রমণাত্মক ফুটবল খেলার ঘাটতি ছিল বলে মনে করছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘গতিশীল ফুটবল খেলার ঘাটতি ছিল। দলের বর্তমান অবস্থাই এমন। এটা লুকোনোর কিছু নেই।’
লিগ ওয়ান যেন এ বছর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হতাশার এক নাম। এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে জিততেই পারছে না পিএসজি। গতকাল লুইজ টু স্টেডিয়ামে মোনাকোর কাছে ৩-১ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। বড় ব্যবধানে হেরে নিজেদের দুর্বল দল মনে করছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে—এ দুই তারকা ফুটবলার চোটে পড়ায় গতকাল মোনাকোর বিপক্ষে খেলতে পারেননি। আশরাফ হাকিমি ও সার্জিও রামোস—এই দুই ডিফেন্ডারও ছিলেন না পিএসজির মূল একাদশে। আর ম্যাচে হওয়া ৪টা গোলই হয়েছে প্রথমার্ধে। চার মিনিটে গোল করেন মোনাকোর মিডফিল্ডার আলেকজান্ডার গোলোভিন। এরপর ১৮ মিনিটে গোল করেন মোনাকোর ফরোয়ার্ড উইসাম বেন ইয়েদের। ৩৯ মিনিটে ব্যবধান কমায় পিএসজি। গোল করেন প্যারিসিয়ানদের মিডফিল্ডার ওয়ারেন জায়ের এমেরি। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোনাকোর তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন বেন ইয়েদের।
দুই তারকা ফুটবলার ছাড়া বড় ব্যবধানে হেরে হতাশ গালতিয়ের। একই সঙ্গে তাঁর ভাবনা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ নিয়ে। মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে পিএসজি। সংবাদ সম্মেলনে প্যারিসিয়ানদের কোচ বলেন, ‘আমাদের দলটা খুবই দুর্বল এবং খুব চিন্তায় আছি। মঙ্গলবারের ম্যাচ নিয়ে আমি বেশি চিন্তিত। যারা এই ম্যাচে খেলতে পারেনি, তাদের কেউ মঙ্গলবার খেলে কি না, সেটাই দেখার বিষয়। এমন পরিস্থিতিতে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।’
এই ম্যাচে পিএসজি বল দখলে রেখেছিল ৫৯ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করতে পেরেছে মাত্র দুবার। অন্যদিকে পিএসজির লক্ষ্য বরাবর মোনাকো শট নিয়েছে ৯টি। আক্রমণাত্মক ফুটবল খেলার ঘাটতি ছিল বলে মনে করছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘গতিশীল ফুটবল খেলার ঘাটতি ছিল। দলের বর্তমান অবস্থাই এমন। এটা লুকোনোর কিছু নেই।’
কদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১৩ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
২৫ মিনিট আগেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১৩ ঘণ্টা আগে